অনেক মজার একটা গেম, আমি নতুন শিখেছি তাই আপনাদের না শিখিয়ে পারলাম না।।।
যেহেতু আমি এটা লিখে আপনাদের শেখাচ্ছি সেহেতু বুঝানোতে ত্রুটি হতে পারে,
আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।।।
কার্ডের প্রকার;
কার্ড খেলার জন্য ৪ ধরনের কার্ড ব্যাবহার করা হয,
Clubs, Hearts, Spades and Diamonds
কার্ডের সিম্বোল গুলো আপনারা দেখে নিন...........
কার্ডের মান;
আমি আগেই বলে রাখি কার্ড খেলার প্রত্যেক নিয়মে কার্ডের কিছু আলাদা মান রয়েছে, আমি শুধু মাত্র এই খেলার কার্ডের মান আপনাদের জানাবো,
আমরা ইতিমধ্যে জেনেছি যে, কার্ড খেলার জন্য ৪ ধরনের কার্ড ব্যাবহার করা হয়,
শুধু মাত্র এক রকমের কার্ডের মধ্যে কার্ডের মান যথাক্রমিক,
A, K, Q, J, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2
এ মান শুধু মাত্র এক রকমের কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য,
মানে, কেউ যদি 5♥ দিয়ে খেলে আর আপনার কাছে যদি ♥ কোন কার্ড না থাকে আর আপনি যদি K♣ দিয়েও খেলেন আপনি পয়েন্ট পাবেন না, আপনি যদি 6♥ দিয়ে খেলেন তবেও আপনি পয়েন্ট পাবেন......
বিঃ দ্রঃ কেউ যদি ♥, ♣ or Diamonds কার্ড দিয়ে খেলে আর আপনার কাছে যদি ♥, ♣, Diamonds কার্ড না থাকে তবে আপনি Spadas কার্ড দিয়ে ট্রাম করতে পারবেন,
মানে, কেউ যদি K♥ দিয়ে খেলে আর আপনার কাছে যদি ♥ কোন কার্ড না থাকে আর আপনি যদি 2Spadas দিয়েও খেলেন আপনি পয়েন্ট পাবেন.....
গেম খেলার নিয়ম;
গেমটি খেলতে গেলে চার জন খেলোয়ার প্রয়োজন, আপনারা চাইলে তিন জনে ও খেলতে পারেন...
প্রথমে একজন খেলোয়ার চারজন খেলোয়ার এর মধ্যে কার্ড ভাগ করে নিবে......
এরপর প্রত্যেক খেলোয়ার নিজেদের কার্ড দেখে বলতে হবে সে মিনিমাম কয়বার সর্বোচ্চ কার্ড পেলে কার্ড তুলতে পারবে......
এবার যে কার্ড সবার মধ্যে ভাগ করে দিয়েছিল তার পরের জন প্রথম কার পেলবে, এর পরে এর পরের জন এভবে খেলা চলবে...
চারজনে চরটি কার্ড পেলার পরে কার্ডের মান অনুযয়ি যার কার্ড সর্বোচ্চ সে সব কার্ড নিয়ে আলাদা করে রাখবে......
তেরটি কার্ড শেষ হওয়ার পর যে যে তার পূর্বে বলা সংখ্যা অনুযায়ি কার্ড তুলতে পারবে তার গেমের পয়েন্ট অনুযায়ি পয়েন্ট যোগ হবে এবং যে যে পারবে না তার মাইনাস হবে.......
গেমের পয়েন্ট;
গেমের পয়েন্ট আপনারা আপনাদের ইচ্ছে মত ধরতে পারেন,
যেমন,
আপনারা যদি প্রতিবার কার্ড তোলার পয়েন্ট এক করে ধরেন তবে টোটাল পয়েন্ট ত্রিশ বা চল্লিশ দিতে পারেন অথ্যাত্ যে সবার আগে টোটাল স্কোর করতে পারবে সে হবে বিজয়ী........
আমার সকল পোষ্ট আপডেট পেতে, আমাকে ফেসবুকে ফলো করুন
আমি সরোয়ার সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo laglo