‘লুডু’ খেলুন স্মার্টফোন ও ফেইসবুকে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বৃষ্টির দিন বাহিরে বেরুতে না পেরে ঘরে বসে লুড়ু খেলে কেটেছে অনেকেরই শৈশব। তবে এখন যে কেউ যে কোনো সময় স্মার্টফোনেই খেলতে পারেন লুড়ু। এর জন্য প্রয়োজন নেই লুডু বোর্ড কিংবা গুটির। জনপ্রিয় এই খেলাকে সম্পূর্ণ বাংলায় ভিন্ন রূপে তৈরি করেছে মোবাইল গেইম নির্মাতা প্রতিষ্ঠান ট্যাপস্টার ইন্টার‌্যাক্টিভ সফটওয়্যার লিমিটেড।

নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লুডু ফ্রেন্ডস’ নামে এই গেইমটি খেলা যাবে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম এবং ফেইসবুকে।

গেইমটির শুরুতেই প্লেগ্রাউন্ড হিসেবে থাকবে বাংলাদেশের ম্যাপ। ম্যাপ থেকে নিজের পছন্দ মতো একটি অঞ্চল বেছে নিয়ে শুরু করা যাবে খেলা। খেলার জন্য ফেইসবুক বন্ধুদেরও ‘ইনভাইট’ করা যাবে।Ludo-friends

গেইমটি খেলতে ভার্চুয়াল কয়েন প্রয়োজন হবে। এটি ফেইসবুকের অন্যান্য সোশ্যাল গেইমের মতো বন্ধুদের ইনভাইট করে সংগ্রহ করবেন গেইমার। পুরো গেইমটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খেলা যাবে।

গেইমটি তৈরি করতে সময় লেগেছে এক মাস। ট্যাপস্টারের নিজস্ব ডেভেলপমেন্ট এবং ডিজাইন টিম পুরো গেইমটি বানিয়েছে। সর্বমোট ৩ জন সদস্য এতে কাজ করেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মাসুদুজ্জামান।

তিনি জানান, লুডু ফ্রেন্ডস গেইমটি বাজারে আসার পরে যে রকম ইতিবাচক সাড়া পেয়েছে, তাতে ট্যাপস্টার টিম বাংলাদেশের গেম মার্কেট নিয়ে বেশ আশাবাদী।

তিনি আরও জানান, গেইমটি আইওএস প্লাটফর্মে আনার জন্য কাজ চলছে। শিগগিরই আইফোন ব্যবহারকারীরা গেইমটি খেলতে পারবে। ভবিষ্যতে উইন্ডোজ ফোনেও গেইমটি আনার পরিকল্পনা আছে।

সোশ্যাল ও মোবাইল গেইমারদের আকৃষ্ট করতে পারে এরকম গেইম তৈরির লক্ষ্য নিয়ে ২০১৩ সালে ট্যাপস্টার ইন্টার‌্যাক্টিভ সফটওয়্যার লিমিটেড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির প্রথম ডেভেলপ করা গেইম ‘জম্বি স্ট্রাইক’ বিপুল জনপ্রিয়তা পায়। বর্তমানে অ্যাপস স্টোরে প্রতিষ্ঠানটির দশটি গেইম রয়েছে।

গেইমটি  বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। ফেইসবুকে খেলা যাবে এই ঠিকানায়।

▓▓▓▓ আমার ব্লগে যানআমার ফেইসবুক পেইজে যান ▓▓▓▓

Level 0

আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ব্যাপার!

মাইয়াদের কাজে লাগবো …

মজা লাগসে ভাই

ami play store theke download korte partechi na keo ki game ta onno site a upload korte parbe plz plz