গেমস জোন [পর্ব-২৮০] :: এসো এবার পুরোনো প্লে-স্টেশনের গেমসগুলো এন্ড্রয়েডে খেলি!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

এসো এবার পুরোনো প্লে-স্টেশনের গেমসগুলো এন্ড্রয়েডে খেলি!

এন্ড্রয়েডে তো বহু নতুন নতুন গেমস খেলি থাকি আমরা কিন্তু অনেকেই হয়তো বা পুরোনো গেমসগুলোকে খুঁজে ফিরে! যেমন দোকানে কয়েন ঢুকিয়ে মোস্তফা কিংবা কিং অফ ফাইটার খেলার স্বাদ এবং মজা টা এখনো তাড়া করে বেড়ায় কারো কারো, তারা অবশ্যই আমার আগামী টিউনে নজর রাখবেন। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নষ্টালজিক্যাল যুগের গেমস কনসোল “প্লে-স্টেশন” এর একটি এমুলেটর যা দিয়ে নষ্টালজিক্যাল যুগের গেমসগুলো তোমার সাধারণ ডুয়েল কোরের এন্ড্রয়েড ডিভাইসেই খেলতে পারো এবং পুরোনো দিনের কথা মনে করতে পারো!

প্লে-স্টেশনে বহু গেম বেড়িয়েছে, আর বলা বাহুল্য যে তাদের গ্রাফিক্স কোয়ালিটি সেইরকম খারাপ, কিন্তু ছোটবেলার গেমস তো!! যেমন ম্যাক্স পেইন, নিড ফর স্পিড সিরিজের প্রথম কয়েকটি গেমস, টম্ব রেইডার এর প্রথম কয়েকটি গেমস, মরটাল কমবাট ৪, ভার্চুয়া কপ ২, ডুম ২, ডুক নিকম থ্রিডি ইত্যাদি ক্ল্যাসিক কিছু গেমসকে আমরা এখনো মিস করি আর এন্ড্রয়েডে গেমসগুলো এখনো পাওয়া যাচ্ছে না, তবে আমরা প্লে-স্টেশন এর এমুলেটর ব্যবহার করে বিকল্প উপায়ে গেমস গুলো আমাদের এন্ড্রয়েড ডিভাইসে খেলতে পারি!

এ জন্য যা যা দরকার হবেঃ

> ডুয়ার কোর, ৫১২ মেগাবাইট র‌্যাম বিশিষ্ট একটি এন্ড্রয়েড ফোন (যেমন বিখ্যাত সিম্ফোনী W68 কিংবা স্যামসং স্টার ডুয়োস)

> ePSXe এমুলেটরের প্রিমিয়াম সংস্করণ! (যার মূল্য ৪ দশমিক ৩৬ ডলার, তবে তোমাদের জন্য ফ্রি!)

> আর সবশেষে দরকার প্লে-স্টেশন এর গেমসের বায়োস এবং ই-বুট!

ধাপসমূহঃ

> প্রথমে এমুলেটর এপপটি ডাউনলোড করে নাও এবং এপপটি তোমার ডিভাইসে ইন্সটল দাও।

লিংকঃ http://www.mediafire.com/download/s4n9slfk73v3hqh/ePSXe_Premium.zip

> ডাউনলোড কৃত ফাইলে দেখবে আমি বায়োস নামে আলদা একটি ফোল্ডার দিয়ে দিয়েছি। ফোল্ডারটি তোমার ফোনের মেমোরী কার্ডের যেকোনো জায়গায় রাখতে পারো।

> এবার তোমার দরকার হবে প্লে-স্টেশন গেমসের ই-বুট, মানে রম! সাধারণ প্লে-স্টেশন এর গেমসগুলো সাইজ ৯০০ মেগাবাইটের কম হয় তাই ডাউনলোডে তোমাদের তেমন কোনো সমস্যা হবার কথা নয়। তুমি তোমার পছন্দের গেমটির ই-বুটটি নিজের সাইট থেকে ডাউনলোড করে নিতে পারো।

http://www.emuparadise.me/roms/psx/

> টিউনের জন্য আমি নিড ফর স্পিড ২ গেমটির ই-বুট চালিয়ে দেখাবো। গেমটি তোমার মেমোরী কার্ডের যেকোনো জায়গায় রাখতে পারো, এপপটি নিজে নিজেই গেমস এবং বায়োসগুলো খুঁজে নিবে।

> তবে একটি বিষয় খেয়াল করে দেখো, পিসির জন্য নিড ফর স্পিড ২ গেমটির সাইজ ছিল মাত্র ৬০ মেগাবাইট কিন্তু প্লে-স্টেশনের ই-বুটের সাইট প্রায় ৩৬৭ মেগাবাইট! লুল

> এবার ePSXe এপপটি চালু করো।

PSP এমুলেটরের মতো আর্কষনীয় মেনু নেই এতে !
PSP এমুলেটরের মতো আর্কষনীয় মেনু নেই এতে !

> শুধু প্রথমবারের জন্য তোমাকে Run Bios বাটনে প্রেস করে নিতে হবে, এতে এপপটি নিজে নিজেই তোমার মেমোরীতে রাখা আমার বায়োস ফাইলটি স্ক্যান করে নিবে।

> এরপর সরাসরি Run Games থেকে গেম খেলতে চলে যেতে পারো কিন্তু এর আগে কিছু সেটআপ করে নিলে ভালো হয়ঃ

Screenshot_2015-01-02-10-39-07

Screenshot_2015-01-02-10-39-36 Screenshot_2015-01-02-10-39-23 Screenshot_2015-01-02-10-39-59 Screenshot_2015-01-02-10-40-44

> এরপর Run Games বাটনে প্রেস করলে তোমার মেমোরী রাখা গেমসগুলো স্ক্যান করে নিবে এবং গেমটিতে প্রেস করো। গেমটি চালু হবে!

আপাতত একটা গেমই আছে!
আপাতত একটা গেমই আছে!

Screenshot_2015-01-02-10-41-19 aa

Screenshot_2015-01-02-10-41-29 Screenshot_2015-01-02-10-41-42 Screenshot_2015-01-02-10-41-54 Screenshot_2015-01-02-10-43-53 Screenshot_2015-01-02-10-45-01 Screenshot_2015-01-02-14-50-06 Screenshot_2015-01-02-14-50-28

তো, পুরোনো দিনের গেমসগুলো খেলতে খেলতে পুরোনো দিনের কথা মনে তো পরেই! আর প্লে-স্টেশনের জন্য কিছু এক্সক্লুসিভ গেমস যেমন ফাইনাল ফ্যানটাসি, রেসিডেন্ট ইভিল ২, ১, এসএনকে ভার্সেস ক্যাপকম ২ ইত্যাদি গেমসগুলো ট্রাই করে দেখতে পারো। আগামী টিউনে দোকানে কয়েন ঢুকিয়ে খেলতে যেসকল নিওজিও গেমসগুলো যেগুলো নিয়ে চলে আসবো।

ধন্যবাদ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কাজ করে না।।।