২০০৮ সালের শেষ এর দিকে আর কিছুদিন পর আমাদের HSC এক্সাম, এতদিন ছিলাম একটি কলেজে, আর কয়েকদিন পর বিদায় নিতে হবে , ভাবতেই কষ্ট লাগছে । '' আমরা পৃথিবীর সকল জায়গা থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছি । বিদায় নিচ্ছি সময় থেকে একসময় আমরা এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিবো '' 😐 একদিন আমাদের কলেজ এর কম্পিউটার ল্যাবে গিয়েছিলাম ,
দেখি সবাই গেমস খেলছে 😛 গেমস গুলো আমার কাছে দারুন লেগেছিল , তাই আর দেরি না করে । আমার কাছে একটি pen drive ছিল , তা দিয়ে একটি পিসি থেকে ৬০ টা Mini clip এর গেমস নিলাম । গেমস গুলো আজীবন থাকবে আমার কাছে আমার কলেজ লাইফ এর স্মিতি হিসাবে । আমাদের কলেজে যখন কম্পিউটার ল্যাবে যেতাম ২০০৭ - ২০০৮ এর দিকের CLASS গূলোতে লুকিয়ে লুকিয়ে এই গেমসগুলো খেলাতাম , মাজে মাজে SIR আমাদের বকা দিতেন 😛 মিস করছি সে দিন গুলো । স্কুল কলেজ লাইফ টা খুব মিস করছি ।
ভালো থাকবেন সবসময় । আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।
লিংক ডিলিট হয়ে গেলে আমাকে প্লিজ জানাবেন ফেসবুকে
আমার এই লেখাটি দেখার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ
আমার লেখা নিয়ে যেকোন মতামত , কমেন্ট আশা করছি
ফেসবুকে চাইলে আমার সাথে এড থাকতে পারেন
ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
আমার আরও লেখা পাবেন এখানে ভিজিট করুন
যদি একটু সময় থাকে আপনার তাহলে পোস্টটি ফেসবুকে শেয়ার করুন ।
অথবা লাইক বাটন প্রেস করুন ।
আমি এম এস পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই...
game গুলির নামের লিস্ট টা দিলে ভাল হতো ।