গেমস কর্নার [পর্ব-৪] : মিডেল আর্থ : শ্যাডো অফ মরডর (রিভিউ/২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

দ্যা হবিট কিংবা দ্যা লর্ড অফ দ্যা রিংসের কথা সবার মনে আছে তো । ওই যে J.R.R. Tolkien এর গল্পের বই থেকে যে সিনেমা তৈরি হয়েছিল । অনেক জনপ্রিয়তা লাভ করেছিল সিনেমা দুটি । আমি আজকে নিয়ে এলাম এই বিখ্যাত সিনেমার ওপর ভিত্তি করে তৈরি একটি গেমের রিভিউ নিয়ে । নাম মিডেল আর্থ : শ্যাডো অফ মরডর । আশা করি সবাই গেমটির নাম শুনেছো । কারন এই বছরের বহুল প্রতীক্ষিত গেম এটি। না শুনার কথা নয় ।

চল গেমটির সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক -

নির্মাতাঃ  
Monolith Productions

প্রকাশকঃ
Warner Bros. Interactive Entertainment.

ধরণঃ
একশন রোল প্লেয়িং

মোডঃ
সিঙ্গেল প্লেয়ার,

ইঞ্জিনঃ
LithTech Jupiter EX (modified with Nemesis System)

প্ল্যাটফর্মঃ
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
প্লে-স্টেশন ৪,
এক্সবক্স ৩৬০,
এক্সবক্স ওয়ান

লেখকঃ  
Christian Cantamessa

ডিরেক্টরঃ
Michael de Plater

মুক্তি পায়ঃ    
সেপ্টেম্বর ৩০, ২০১৪

অফিসিয়াল ওয়েবসাইটঃ
https://www.shadowofmordor.com/

সর্বনিম্ন যা প্রয়োজনঃ
CPU: Intel Core i5-750 or AMD Phenom II X4 965
RAM:    4 GB
OS: Win 7 64
Video Card:    Radeon HD 5850 1024MB or GeForce GTX 460 PNY 1GB OC Edition
Disk Space: 25 GB

ভালোভাবে খেলতে যা প্রয়োজনঃ  
CPU: Core i7-3770 4-Core 3.4GHz or FX-8350
RAM: 8 GB
OS: Win 7 64
Video Card: Radeon HD 7950 or GeForce GTX 660
Free Disk Space: 40 GB

মিডেল আর্থ : শ্যাডো অফ মরডর একশন রোল প্লেয়িং ধাচের ভিডিও গেম । গেমটি নির্মাণ করেছে  Monolith Productions এবং প্রকাশ করেছে Warner Bros. Interactive Entertainment । গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন ৪, এক্সবক্স ৩৬০ এবং এক্সবক্স ওয়ানের জন্য ২০১৪ সালে মুক্তি পায় । IGN এ গেমটি রেটিং পেয়েছে  ৯.৩ । IGN এ ৯.৩ রেটিং পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার । যাইহোক গেমটি যেহেতু পেয়েই গিয়েছে তাহলে ধরে নেওয়া যায় যে এটি যেমন তেমন কোন গেম নয় ।

স্টোরিঃ


আগেই বলেছি গেমের স্টোরি  J.R.R. Tolkien এর দ্যা হবিট এবং দ্যা লর্ড অফ দ্যা রিংস থেকে নেওয়া হয়েছে । তোমাকে টেলিওন এবং কেলব্রিমম্বর নামক চরিত্রের ভুমিকায় খেলতে হবে । গেমের পটভুমি মূলত মিডেল আর্থ ।

টেলিওন একজন রেঞ্জার অধিনায়ক । সে Gondor  নামক এক রাজ্যের গ্যারিসনে কাজ করে । এক সময় গ্যারিসনে সাউরনের (গেমের মূল ভিলেন) একটি উরুক বাহিনী দ্বারা আক্রমণ করা হয় । বাহিনীটি তিনজন ক্যাপ্টেনের নেতৃত্বে চালানো হয় । এই আক্রমনে টেলিওনের স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলা হয় । আর তাই টেলিওন তার পরিবারকে মেরে ফেলার প্রতিশোধ নিতে চায় ।

এবার কেলব্রিমম্বরের ইতিহাসে আসি । কেলব্রিমম্বর হল একজন প্রেতাত্মা । এই চরিত্রটা তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে । সে আগে ছিল একজন রাজপুত্র । গেম শুরু করার কিছু দূর পরেই ইনি টেলিওনের সাথে প্রতিশোধের জন্য যুক্ত হবেন ।  কারন সাউরন খুব শক্তিশালী একটি আংটির খোঁজ না দেওয়ার কারনে তাকে হত্যা করে এবং এই কারনেই সে প্রেতাত্মাতে পরিণত হয় ।

 গেম-প্লেঃ


গেমটিতে তোমাকে থার্ড পারসন ভিউতে খেলতে হবে । এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম । গেমে মেইন মিশনের পাশাপাশি  সাইড মিশন কিংবা গেমের দুনিয়ায় নিজের ইচ্ছামত ঘুরে বেরাতে পারবে । ইচ্ছামত ঘুরে বেরানোর জন্য গেমটি খুবই ভাল লেগেছে আমার ।

এখানে তুমি দুইভাবে গেমটি খেলতে পারবে । একটি হল রেঞ্জার (টেলিওন) হিসেবে । রেঞ্জার হিসেবে তোমাকে গেমটি খেলতে হবে সাইলেন্টলি । অর্থাৎ তোমাকে যেকোনো কাজ সম্পন্ন করতে হবে এমনভাবে যাতে কেউ তোমার উপস্থিতি টের না পায় । আরেকটি হল প্রেতাত্মা (কেলব্রিমম্বর) হিসেবে । প্রেতাত্মা হিসেবে তুমি শত্রুদের সাথে ইচ্ছামত মারামারি করতে পারবে । তবে মজার বিষয় হচ্ছে এই দুইজনই কিন্তু একটি বডিতেই থাকছে । তুমি তোমার প্রয়োজনভেদে পালটিয়ে নিতে পারবে ।

গেমে বিভিন্ন রকম এবিলিটি থাকছে । এইসব এবিলিটি তুমি আপগ্রেড করতে পারবে । আর এটি টেলিওন কিংবা কেলব্রিম্বর দুইজনের ক্ষেত্রেই কার্যকর । এবিলিটি আপগ্রেড করতে হলে তোমাকে শত্রুদেরকে মেরে পয়েন্টস জমাতে হবে ।
গেমের একটি নতুন ফিচার হচ্ছে Nemesis System । এর মাধ্যমে তুমি নতুন ক্যারেক্টার বানাতে পারবে, টেলিওনকে কাস্টমাইজ করতে পারবে ।

গ্রাফিক্স এবং সাউন্ডঃ


গেমের অত্যধুনিক গ্রাফিক্স আমার মনকে মুগ্ধ করেছে । গেমের গ্রাফিক্স দেখলে যে কারোরই সন্দেহ হতে পারে যে সে গেম খেলছে নাকি কোন হলিউডের মুভি দেখছে । গেমের সাউন্ডও মোটামুটি ভালই । গেমের সাথে ভালই মানানসই ।

আমার আজকের রিভিউ এখানেই শেষ । আমি খুব শিঘ্রই আসছি আমার পরবর্তী টিউন নিয়ে । ততদিন সবাই অপেক্ষা করো । কোন প্রকার ভুল হলে নিজগুনে ক্ষমা করে দিও । আমার ওয়েবসাইটে সবাইকে ঘুরে আসার জন্য আমন্ত্রন জানালাম । হ্যাপি গেমিং 😀

Level 0

আমি Mr. গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন ।