মর্ডান যুগের ইতি এবং অ্যাডভান্সড যুগের সূচনা নিয়ে এবারের কল অফ ডিউটি অ্যাডভান্সড ওয়্যারফেয়ার
কল অফ ডিউটির বিস্তৃতি কারো কাছে অজানা নয় । সেই বিশ্ব যুদ্ধ থেকে বর্তমান যুগ , সমাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন । সমসাময়িক ঘটনা , পুরাতন ঘটনা নিয়ে কল অফ ডিউটির অসাধারন স্টোরিলাইন গুলো গড়ে উঠে ।
তবে এবারের কল অফ ডিউটি একেবারে অন্য রকম !
নামে যেমন অ্যাডভান্সড সেরকম গেমপ্লেতে ও রয়েছে অ্যাডভান্সড যুগের ছোঁয়া । আমি গেমস খেলার চেয়ে শকুনের মত দৃষ্টি দিয়ে এসব পরিবর্তন লক্ষ্য করেছি ।
এবারের অ্যাডভান্সড ওয়্যারফেয়ারের নতুন সংযোজন হল এক্সো সুট ( Exo Suit ) । এটি প্লেয়ারের শরীরের সাথে সংযুক্ত থাকে । এক্সো সুটের ব্যবহার এক কথায় অসাধারন ! একবার লাফ দিয়ে ট্রাকে উঠতে চাও ? এক্সো সুট ব্যবহার কর । তার মানে বুঝতে পারছেন , এক্সো সুট হল এমন এক বিশেষ সুট যার মাধ্যমে প্লেয়ার এক লাফে অনেক উঁচুতে উঠতে পারবে ।
দুইবার বাটন প্রেস করলে এক্সো সুটের মজাটা আরো পাবেন । একেবারে আকাশের কাছাকাছি নিয়ে যাবে আপনাকে , তবে চিন্তার কারন নেই কিছুক্ষণ পর আবার নিচে নেমে আসবেন ।
এক্সো সুটের আরো ব্যবহার আছে । যেমনঃ বিল্ডিং এর এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার সময় বিশাল গ্যাপ পার করার সময় , আবার উঁচু বিল্ডিং থেকে নিচে নামার সময় অনেকটা প্যারাসুটের মত কাজ করবে ।
এক্সো সুটের মাধ্যমে আরো তাড়াতাড়ি ডানে বামে এবং পিছনে মুভমেন্ট কারা যাবে । এছাড়াও প্রতি মিশনের পর আপগ্রেডের সুবিধা থাকছে ।প্রতিবার আপগ্রেডের মাধ্যমে প্লেয়ার নিজের জন্য অতিরিক্ত প্রোটেকশন এবং আরো তাড়াতাড়ি রিলোডের সুবিধা বৃদ্ধি করতে পারবে ।
স্টোরিলাইনের জন্য কল অফ ডিউটি বাজারের অন্য fps গেমস গুলো থেকে এগিয়ে আছে । প্রতি বছর কল অফ ডিউটির জন্য অপেক্ষা করে থাকি এর মূল কারন কল অফ ডিউটির অসাধারন স্টোরিলাইন । এবারের ঘটনা বেড়ে উঠেছে একটি স্পেশাল প্রাইভেট মেলিটারী করপোরেশনের কার্যক্রমকে কেন্দ্র করে । এই স্পেশাল প্রাইভেট মেলিটারী করপোরেশনের নাম হল অ্যাটলাস ( ATLAS ) ।এই অ্যাটলাসের প্রধান হলেন Johnathan Irons ( যিনি বাস্তবে Kevin Spacey পরিচিত ) । এই সংস্থার সাথে সরকারী কোন সংগঠনের চুক্তি নেই । মানে এই বিশাল শক্তিশালী মিলেটারী সংস্থাকে সরকার নিয়ন্ত্রন করে না । Johnathan Irons অর্থের বিনিময়ে তাদের সার্ভিস অন্যদের দিয়ে থাকে ।
USA এর মেরিন সৈনিক Jack Mitchel তার হাত হারানোর পর অবসরে চলে যান । তখন Johnathan Irons তাকে অ্যাটলাসে যোগ দেওয়ার অফার দেয় । দেশপ্রেমিক Mitchel এক রকম অসহায় হয়ে অ্যাটলাসে যোগ দেয়
শুধু নামে অ্যাডভান্স নয় , অস্ত্র সস্রে আনা হয়েছে ব্যাপক আধুনিকতা । প্রত্যেকটি অস্ত্রকে ঘষে মেজে সুন্দর এবং আধুনিক করা হয়েছে । পুরানো গ্রেনেডের নাম চেঞ্জ করে রাখা হয়েছে স্মার্ট গ্রেনেড । হ্যাঁ , কাজেও স্মার্ট গ্রেনেড । আগে ভুল জায়গায় গ্রেনেড মারলে লাভ হত না উল্টো নিজে মরার সম্ভাবনা থাকত । কিন্তু এবার স্মার্ট গ্রেনেডের কারনে শত্রু দিকে গ্রেনেড মারতে গিয়ে ভুল জায়গায় গ্রেনেড মেরে ফেললে সেই গ্রেনেড উড়ে গিয়ে স্ক্যান করে শত্রুকে টার্গেট করবে , তারপর শত্রুর গায়ে পড়বে এবং শত্রুর মৃত্যু হবে । আবার ফ্ল্যাশ ব্যাঙ্ক বা স্মোক গ্রেনেড মারার পর ধোঁয়ার মধ্যে শত্রুকে রেড রঙের মাধ্যমে হাইলাইট করে অবস্থান দেখিয়ে দেওয়া হবে । এছাড়াও প্রতিটি অস্ত্রের সাথে ব্যাটারি , লেজার , ডিজিটাল সেন্সর আছে । স্নেইপারের হাত থেকে বাঁচতে এক্সো সুট দিয়ে ডজ দেওয়া যাবে আগেই বলেছি ।
প্রথম মিশনে ঝাঁকে ঝাঁকে মারার মজাটা ভাষায় প্রকাশ করতে পারব না । আর গ্রাফিক্স এর কথা কি বলা লাগবে ? কল অফ ডিউটির গ্রাফিক্সের উন্নয়ন শুধু আমাকে নয় সকল গেমারকে করেছে মুগ্ধ এবং অবাক । ইনট্রো ভিডিওতে রাখা হয়েছে বাস্তব মানুষের মুখের মত ইফেক্ট । কখনো ফোকাস , কখনো dslr ক্যামেরার মত ব্লার ইফেক্ট ।
গেমসটি ডেভেলপ করেছে Sledgehammer Games এবং প্রকাশ করেছে Activision । গেমসটি পিসি সহ প্লেস্টেশন ফোর , এক্সবক্স ওয়ান , এক্সবক্স ৩৬০ ও প্লে স্টেশন থ্রির জন্য এই বছরের ৪ নভেম্বর রিলিজ পায় ।
আমি গেমপ্লেকে ৮ , গ্রাফিক্সকে ৮ এবং স্টোরিকে ৭ নাম্বার দিয়ে রেটিং করছি ( ১০ এ )
কিন্তু দুঃখের বিষয় , ৪ জিবি র্যাম এবং ভালো গ্রাফিক্স কার্ড ছাড়া গেমসটি খেলা সম্ভব নয় । গেমসে ল্যাগ কম আছে , মাঝে মাঝে fps ড্রপ করে । যাইহোক সব মিলিয়ে একটি অসাধারন গেমস খেলতে পেরে আমি অনেক সন্তুষ্ট । Sledgehammer এবং Activisionকে অসংখ্য ধন্যবাদ
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
বাজারে সিডি পাওা জাবে?