আসসালামু আলাইকুম।
আমরা অনেকই ছোটখাট গেম পছন্দ করি। আর ৫ এমবিরও কমের মধ্যে কিছু গেম আছে যা হৃদয় ছূঁয়ে যায়। আর এধরণের গেমের মধ্যে সবার আগে যে গেমটির নাম মুখে আসে তা হলো DX Ball, যা কিনা একটি ব্রেকআউট গেম। যারা এই গেমটি পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে আসলাম ব্রেকআউট গেম কালেকশন।
এই কালেকশনে রয়েছে মোট ৭ টি গেম।
সাইজ: ৬ টি গেমের মোট সাইজ ১০ এমবি, আর একটি গেম ২২ এমবি(বাংলাদেশি গেম)
দেখে নিই গেমগুলোর নাম
এই গেমের সম্বন্ধে কিছু বলার নেই কারণ সবাই আমার থেকে ভালো জানেন। যদি সংগ্রহে না থাকে অথবা আগে না খেলেন তবে নিশ্চয়ই খেলে দেখবেন।
DX Ball এর পরবর্তী ভার্সন। অনেক খুঁজেও এই গেমের কোন ফুল ভার্সন পাইনি। তা্ই ডেমো গেমটাই আপনাদের দিচ্ছি। কারো কাছে ফুল ভার্সন থাকলে কমেন্ট করবেন প্লিজ।
এই গেমটি আমার দেখা সেরা ব্রেকআউট গেম। এখানে আছে লেভেল এডিটর, মাল্টিপ্লেয়ার অপশন ইত্যাদি ফিচার যা ভালো লাগতে বাধ্য।
Jardinains! এবং Mra Balls
Mra Balls গেমটি Jardinains! এর বাংলা ভার্সন। আশা করি দুটোই ভালো লাগবে।
লিংক: এই গেমগুলো পাবেন এখানে। মোট সাইজ ১০ এমবি।
এটি বাংলাদেশি গেম। ততটা ভালো না হলেও সবার খেলা উচিৎ দেশি গেম হিসেবে। ডাউনলোড
আমি মোঃ ওমর ফারুক দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
my name is md omar faruk dipu i am from joypurhat....
Breakout গেমের interface কি বাংলা ?