ইয়েস! অনেক দিন ধরেই ইচ্ছে ছিলো এন্ড্রয়েড / আইওএস এর গেমসগুলো নিয়েও লেখালেখি শুরু করবো। আমাদের সময়ে মোবাইল গেমস বলতে নোকিয়া এন৭৩ / এন৯৫ য়ে Asphalt 2, 3 এগুলোকেই বুঝলাম। আর এখন তো এন্ড্রয়েডের যুগ! ভাইস সিটি, স্যানএনড্রেস, ফিফা, নিড ফর স্পিড সহ জনপ্রিয় সকল গেমসগুলোরই এখন এন্ড্রয়েড সংস্করণ বেরিয়েছে, বেরুচ্ছে এবং ভবিষ্যৎতেও এর বাজার খুব ভালো থাকবে! আর গ্রাফিক্সের দিক থেকে এখন কম্পিউটার গেমসের সাথে পাল্লা দিচ্ছে এন্ড্রয়েড বা মোবাইলিয় গেমসগুলো!
সবাইকে স্বাগতম গেমস জোনের প্রথম এন্ড্রয়েড গেম টিউনে! আর প্রথম টিউনটি শুরু করছি জনপ্রিয় এন্ড্রয়েড গেমস টেম্পল রান এর নতুন একটি গেম Temple Run OZ নিয়ে!
Temple Run: Oz একটি টেম্পল রান ২ এর মোডিফাইড সংস্করণ যা Oz: The Great and Powerful মুভির কাহিনী, চরিত্র ও পটভূমিকে ঘিরে তৈরি করা হয়েছে। গেমটিতে খুবই চমৎকার ভাবে Oz ছবির সাথে টেম্পল রান গেমটির বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে দেওয়া হয়েছে আর তাতে গেমটিতে এসেছে নতুন এক স্বাদ!
টেম্পল রান ২ গেমটির মুক্তির মাত্র এক সপ্তাহ পড়েই Temple Run: Oz গেমটি মুক্তি পায়। গেমটিতে তোমাকে Oz এর চরিত্রে খেলতে হবে। তবে চাইনিজ কাঁচের পুতুল চরিত্রটিও আনলক করা যায় কয়েনের সাহায্যে!
আর তোমাকে Oz পটভুমি সহ আরো দুটি এক্সট্রা পরিবেশে দৌঁড়াতে হবে, আর তোমার পিছে পিছে ধাওয়া করবে উড়ন্ত বানরের দলগুলো!
মূল টেম্পল রান ২ এর বৈশিষ্ট্যগুলো গেমটিতে রয়েছে যেমন সাইড বাই সাইড টার্নিং, জাম্পিং, স্লাইডিং সহ কয়েন এবং জার্ম সিস্টেম সহ ছবির সাথে মিলিয়ে রেখে ক্যারেক্টার এবং পাওয়ারআপস গেমটিতে রাখা হয়েছে।
আর মাঝে মাঝে ছায়াছবির উড়ন্ত বেলুনে চড়া যাবে এবং বোনাস কয়েন সংগ্রহ করা যাবে! আর সাথে সাথে পেতে পারো বোনাস পাওয়ার আপস, জার্মস এবং মিউজিক বক্সের চাবি! মিউজিক বক্স হচ্ছে একটি বোনাস পুরস্কার সিস্টেম যেখানে ৬টি বক্স থাকবে। আর প্রতিটি বক্স একটি চাবি দিয়ে খুলতে হবে, বক্সে ভিতর বিভিন্ন প্রকারের পুরস্কার রয়েছে, যেমন বোনাস পাওয়াআপ, বোনাস কয়েন, বোনাস স্কোর ইত্যাদি। আর বক্স খোলার চাবি গেমটি খেলার সময় মাঝে মাঝে খুঁজে পাওয়া যাবে অথবা প্রতিটি বক্স ২০০ কয়েনের বিনিময়ে খোলা যাবে। তবে কয়েনের বিনিময়ে বক্স খোলার সময় সাবধান থাকতে হবে কারণ অধিকাংশ বক্সে কিছুই থাকে না!!!
গেমটিতে যতদূর দৌঁড়াতে থাকবে ততই কঠিন হতে থাকবে গেমটি, যেমন ১৫০০ মিটার দৌঁড়ানোর পর গেমটি স্পিড বেড়ে যাবে, রাস্তায় নিজে নিজেই খাঁদ সৃস্টি হবে, রাস্তায় হঠাৎ গাছ পড়ে যাবে, সামনে থেকে উড়ন্ত বানর এসে তোমাকে মেরে ফেলতে চাইবে ইত্যাদি! আবার Oz এর জুতো ভেঙ্গে যায় এবং ভূমিকম্প এর মতো পর্দা কাপুনি দেয় আর সামনে যদি কোনো খাঁদ, টার্নিং পয়েন্ট বা কাঁটাগাছ থাকে তাহলে সেখানেই মৃত্যু!
টেম্পল রান অজ গেমটি নির্মাণ করেছে ডিজনি মোবাইল, গেমটি ২০১৩ সালের মার্চের প্রথম দিকে মুক্তি দেওয়া হয়। গেমটি আইফোন, আইপ্যাড এর জন্য প্রথম দিকে বাজারে আসে এবং এন্ড্রয়েডের জন্য ২০১৪ সালের শুরুর দিকে বাজারে ছাড়া হয়।
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
এন্ড্রয়েড জেলিবিন কিংবা কিটক্যাট ওএস / উইন্ডোজ ৮ Apollo, iOS
ডুয়াল কোর ১.২ গিগাহার্জ গতির প্রসেসর,
৫১২ মেগাবাইট র্যাম (৭২০ মেগা হলে ভালো),
মেইল ৪০০, টেগ্রা ২, এড্রিনো ২০৫ কিংবা এসজিএক্স ৫৪০ গ্রাফিক্স কার্ড ,
৮০ মেগাবাইট ফ্রি মেমোরি স্পেস।
For Android:
http://www.datafilehost.com/d/fd1d5397
or
http://dl4.androidgame365.com/downloadf-TempleRunOz-v1-60-apk.html
For iOS:
http://www.tomsguide.com/us/download/Temple-Run-OZ,0305-50315.html
For Windows Phone:
http://www.4shared-china.com/file/DdkMzgaDba/Temple_Run_oz_1020_windowsphon.html
এটি আসলে কোনো হ্যাক নয়, এটি আমার একটি সেভ গেম যেটি ব্যবহার করে গেমটিতে অনেকগুলো কয়েন এবং জার্ম পেয়ে যাবে। আর এর জন্য কোনো রুট করা সেট লাগবে না।
Link:
http://www.mediafire.com/download/l24t6k75k6yc59m/TROz-SaveGame-By_Gamewala.zip
ফাইলটি আনজিপ করো, “com.disney.TempleRunOz.goo” ফোল্ডারটি তোমার ফোন মেমোরির Android > Data ফোল্ডারে কপি পেষ্ট করো। তারপর গেমটি ইন্সটল করো এবং চালু করে ম্যাজিক দেখো!
টিউনটির জন্য গেমটি iPhone 4, Samsung Galaxy S4 এবং Nokia Lumia 925 সেটে চালিয়ে দেখা হয়েছে। 🙂
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vai..banglalink download problem hossce..HTTP/1.1. 501 getway time out..dekhai