হুমম! বাংলা ভাইস সিটিতে কাজ করার বহু দিন পর আবারো গেমস এডিটিং এ মনোযোগ দিয়ে বানিয়ে ফেললাম ২০০৫ সংস্করণের মোষ্ট ওয়ান্টেডের “গেমওয়ালা এডিশন”!!
প্রায় ২ সপ্তাহের শ্রম, নেটের মেগাবাইট খরচ করে গেমওয়ালা এডিশন বানালাম। চলো দেখে নেই কি কি রয়েছে আমার সংস্করণেঃ
আমার এডিশনটি মূলত নতুন নতুন গাড়ি নিয়ে সাজানো হয়েছে। আর সামনে আরেকটি সংস্করণ আনবো উন্নত গ্রাফিক্স নিয়ে আর এরপর নতুন রোড নিয়ে আরেকটি সংস্করণ আনার চিন্তা রয়েছে।
তবে আপনাদের কথা চিন্তা করেই এই সংস্করণেরও গ্রাফিক্সের কাজ করেছি। তবে সবচেয়ে ভালো উন্নত গ্রাফিক্স নিয়ে সামনের সংস্করণ আসছে।
টাইটেল স্ক্রিণটি সংস্করণের সাথে মিলিয়ে রেখে পরিবর্তন করেছি। যেহেতু এই সংস্করণের নতুন গাড়ীর উপর জোড় দিয়েছি তাই গাড়ির ছবি দিলাম! 🙂
গেমটির মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড পাল্টিয়েছি। সাথে গাড়ির দোকান, শপের দোকানের ব্যাকগ্রাউন্ডও পাল্টানো হয়েছে। আর বিএমডব্লিউ এম৩ গাড়িতে নতুন স্টিকার লাগিয়েছি। 🙂
গেমটির মূল বৈশিষ্ট্য হলো এর নতুন নতুন গাড়ি। ক্রমানয়ে গাড়ির লিষ্ট নিচে দিলাম 🙂
পুলিশের পাওয়ার অনেক বাড়ানো হয়েছে। এবার লেভেল ১ ধাওয়াতেই ১০০টি পুলিশ তোমার পিছে লেগে থাকবে এবং জায়গায় জায়গায় রোড ব্লক থাকবে। আগুনে ইফেক্ট যুক্ত করেছি। এবার আগুনের মজা নেওয়া যাবে!! এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে গেমটিতে।
> কঠিন পুলিশ (লেভেল ৭)
> দিন-রাত ২৪ ঘন্টার চমৎকার আবহাওয়া
> নতুন গাড়ি
> নতুন রাস্তা
> নতুন গ্রাফিক্স
> নতুন টেক্সচার
> নতুন NOS
> নতুন হ্যান্ডেলিং সিস্টেম সহ আরো অনেক কিছুই!
ডাউনলোড লিংকঃ
part 1: http://www.mediafire.com/download/vkedxm9kcrc4a0s/MWGEHD.part1.rar
part 2: http://www.mediafire.com/download/hu21o7f777jfzfw/MWGEHD.part2.rar
part 3: http://www.mediafire.com/download/ic81kcdi2pbjhlm/MWGEHD.part3.rar
part 4: http://www.mediafire.com/download/qmfce5zw3udfhzu/MWGEHD.part4.rar
part 5: http://www.mediafire.com/download/fv0bqziehe7jv07/MWGEHD.part5.rar
part 6: http://www.mediafire.com/download/uf77v7af41h7j9k/MWGEHD.part6.rar
CRK:
http://www.mediafire.com/download/l4dquu7qruu8gr1/MWC2014.zip
Password:
gamewalafahadmwgehd55$$
সবগুলো পার্ট একটি ফোল্ডারে রেখে ১ম পার্ট থেকে আনজিপ করতে হবে। এরপর CRK ফাইলটি আনজিপ করে সকল ফাইল গেম ডিরেক্টরি রেখে speed.exe চালু করতে হবে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Configaration?