বিশ্ব মাতাতে আসছে প্রজেক্ট ক্রিস্টিন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

প্রতিদিন পৃথিবীতে কত কিছুইনা আবিষ্কার হচ্ছে। ইন্টারনেট এর বিভিন্ন source থেকে আমরা নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানি আর অবাক হই। সাধ থাকে নতুন কিনার কিন্তু পন্যটি কিনার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমার অনেক পরে কিনতে পারি। তবে যাই হোক, অন্তত এই বিষয়ে আনন্দ পাই যে এইটা আমাদের যুগ এ তৈরী হয়েছে। আজ না হয় পরে তো ব্যবহার করতে পারব।
আসলে এত কথার কারণ হচ্ছে, কিছুদিন আগে আমেরিকায় technology fair এ একটি যুগান্তকারী পণ্য দেখানো হয়েছে। সাধারণত আমরা যে desktop গুলো ব্যবহার করি সেগুলোর CPU দেখতে মোটামোটি stylish এবং এর অনেক উন্নত মানের সংস্করণ ও আছে আসবে। কিন্ত CPU এর design concept change করার মত একটি কোম্পানি যার নাম Razer Inc. তারা নতুন concept এর PC মার্কেটে নিয়ে আসছে। নাম Project Christine. এটি মূলত গেমারদের জন্য তৈরী করা হয়েছে, তাহলে বুঝায় যাচ্ছে এটির configuration কি হতে পারে। নিশ্চই অন্য রকম কিছু আছে। তারা এখনো officially কিছু জানায়নি।

এই PC এর design টা একেবারেই আলাদা। CPU এর সবগুলো অংশ পৃথক পৃথক ভাবে maintain করা যায়। প্রতিটির জন্য আলাদা আলাদা module আছে। এর design বলে বুঝানো যাবে না তাই ভিডিও দিয়ে দিলাম।

Youtube Video Link

আরো জানতে visit করুন : teckykingdom 

Thanks ! ! !

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস