প্রিয় গেইমপ্রেমী বন্ধুরা,
কেমন আছেন সবাই??? আশা করছি খুব ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাকে আরো একটু বাড়িয়ে দিতে আমি Mad Gamer নিয়ে আসলাম তাজা খবর। আমরা প্রত্যেকেই চাই একটা ভালো ওয়েবসাইট থেকে-ফুল স্পীডে-ঝামেলা ছাড়া-বিনামূল্যে গেইম ডাউনলোড করতে। আবার ডাউনলোড করে গেইম না চলার বিড়ম্বনা তো রয়েছেই। তাই হয়তো চাই যে গেইমটা যদি টেস্ট করে আপলোড করে এমন কোনো ওয়েবসাইট। আবার নেট প্যাকেজ কম-তাই কেনাটাই better. চাইছেন যদি গেইমটা কেনা যেতো-তাও আবার ঘরে বসেই-কম দামে। আবার অনেক গেইম আছে-ধরুন গতকাল রিলিজ হয়েছে-আজ নেটে পেলেন-কিনতে চাচ্ছেন। কিন্তু পারছেন না। চিন্তার কোনো কারণ নেই। চলে আসুনঃ গেইম মেলা তে।
সাইটটিতে আছেঃ
১) সবচেয়ে কম সাইজে গেইম আপলোড করা হয়।
২) ফুল স্পীড ডাইনলোড সাপোর্ট করে এই সাইট।
৩) আছে এডমিনের সাথে বার্তা আদান-প্রদান করার সুবিধা।
৪) পাবেন আপনার এন্ড্রইড মোবাইলের জন্যও গেইম।
৫) যে কোনো গেইম request করার কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হয়।
৬) লিঙ্ক পরিবর্তন করার সুবিধা।
৭) আছে নিজস্ব ফোরাম-সকল প্রকার সুবিধা-অসুবিধা, খবর-বার্তা কিংবা সমস্যা সমাধানের সুব্যবস্থা।
৮) সব কিছুর উপরে যে খবর-তা হচ্ছে খুব সহজে গেইম কেনার সুবিধা। কোনো ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের ঝামেলা নাই। বিকাশ করুন গেইম কিনুন। এ সম্পর্কে বিস্তারিত জানতে চলে আসুনঃ http://www.facebook.com/gamemelamsm এই ঠিকানায়।
আগে একবার ঘুরে আসুন-দেখুন। ভালো লাগবেই। আপনার জন্যই অপেক্ষা করছে GameMela.
ধন্যবাদান্তে,
GameMela v2.0
আমি ম্যাড গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই ভাল উদ্দেগ একটা টপ লেভেল ডোমেইন নেম কিনে নিলে আর ভাল হত।। প্রয়োজনে ০১৭১৭৪৩৫৭১৮