গেমস ফ্রিক [পর্ব ১] ডন ব্রাডম্যান ক্রিকেট ২০১৪ (রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

এই প্রথম কোন গেমস নিয়ে রিভিউ লেখতে বসলাম । দেখি কেমন হয় । যাই হোক কথা না বাড়িয়ে রিভিউতে যাওয়া যাক ।

আজকে আমি যে গেম নিয়ে লেখবো সেটা হলো ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৪ । আমরা অনেকেই পিসিতে ফিফা খেলি , অনেক বলতে প্রায় আমরা সবাই'ই ফিফা খেলি । কিন্তু আমরা ক্রিকেট খেলাও খুব পছন্দ করি, অনেকেরই ইচ্ছা ছিলো একটি ভালো এবং লেটেস্ট ক্রিকেট গেম খেলার কিন্তু কি করি ভালো কোন ক্রিকেট গেম যে রলিজ পাচ্ছিলো না । তাই আমরা সেই পুরানা EA Sports Cricket 07 খেলতাম । কিন্তু আর অপেক্ষা না, কারণ ২০১৪ সালের জুন মাসের ২৬ তারিখ রিলিজ পেয়েছিলো সর্বকালের সেরা ক্রিকেট গেম ডন ব্রাডম্যান ক্রিকেট ২০১৪!!!

ডন ব্রাডম্যান ক্রিকেট ২০১৪ একটি ক্রিকেট স্পোর্টস গেম যা প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ এবং মাইক্রোস্ফট উইন্ডোজ প্ল্যাটফর্মে খেলা যাবে । নির্মাণ করেছে বিগ অ্যান্ট স্টুডিওস এবং প্রকাশ করেছে ট্রু ব্লু এন্টারটেইনমেন্ট । গেমটি ২০১৪ সালের ৩-১১ এপ্রিলের মাঝে বিভিন্ন দেশে কনসোলের জন্য রিলিজ পায় এবং ২০১৪ সালের ২৬'শে জুন পিসির জন্য রিলিজ পায় ।

দেখে নিন এই গেমের ট্রেইলারঃ http://www.youtube.com/watch?v=6L0PiZCAcFs

গেমপ্লেঃ

গেমসটির গেমপ্লে মোটেও সহজ না!! এজন্যই বোধহয় গেমটি খেলতে হলে গেম কন্ট্রলারের প্রয়োজন হয় । হ্যা ভাই এই গেমটা আপনি কিবোর্ড দিয়ে খেলতে পারবেন না । এটা খেলতে হলে একটা কন্ট্রলার মাস্ট প্রয়োজন হবে । গেম নির্মাতারা গেমটি বানিয়েছেন কন্ট্রলার দিয়ে খেলার জন্য । আর এই গেমের ব্যাটিং এবং বোলিং এর যে সিস্টাম তাতে কিবোর্ড দিয়ে খেলা সম্ভব না । এই গেমটা সবপ্রথম খেলতে গেলে কেউই ঠিকমত পারে না । পরিপূর্ণভাবে খেলা শিখার জন্য আপনাকে গেমের প্র্যাকটিস মোড খেলতে হবে প্রথমে । বিকজ, প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট 😆

গেমে নেই কোন বোলিং মার্কার, নেই কোন ফিল্ড ম্যাপ, যা গেমকে বানিয়েছে আরো রিয়ালাস্টিক । ব্যাটিং করা আপনি ক্রিকেটের সব ধরনের শট খেলতে পারবেন । গেমটিতে ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনাকে ফুটওয়ার্ক, শট সেলেকশন, শট টাইমিং ইত্যাদির উপর কনসেন্ট্রেট করতে হবে । এই গেমে আপনাকে প্রত্যেকটী বল বুঝেশুনে খেলতে হবে । কনসেন্ট্রেশন হারালে চলবে না । যেহেতু গেমে কোন বোলিং মার্কার নেই তাই আপনী কোন নির্দিষ্ট যায়গায় বল ছুড়ে মারতে পারবেন না । তবে আপনি কোন লেন্থে বল ছুড়ে মারবেন তা নিজে ঠিক করবেন । পেস বোলিং এর ক্ষেত্রে আপনী কোন ধরনের ডিলেভারী করবেন, জাম্প টাইমিং ইত্যাদির উপ্র খেয়াল রাখতে হবে । আর স্পিন বোলিং এর ক্ষেত্রে আপনী কি ধরনের ডিলিভারী করবেন, স্পিন অ্যামাউন্ট, রিলিজ টাইমিং এর দিকে খেয়াল রাখতে হবে । এছাড়াও আপনী এই গেমে ম্যানুয়াল ফিল্ডিং করতে পারবেন ।

গেমের বৈশিষ্টঃ

গেমটি আপনি সিঙ্গেলপ্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার উভয় মোডেই খেলতে পারবেন । আমার মতে এই গেমের সবচেয়ে বড় বৈশিষ্ট হলো ক্যারিয়ার মোড । এই গেমে রয়েছে ক্যারিয়ার মোড যেটাতে আপনী নিজ পছন্দ মত খেলোয়াড় খেলতে পারবেন । আপনার ক্যারিয়ার শুরু হবে ১৬ বছর বয়স থেকে যা সর্বোচ্চ ২০ বছর দৈর্ঘের ক্যারিয়ার খেলতে পারবেন । এই গেমে আপনি বিভিন্ন দল নিয়ে খেলতে পারবেন নরমাল ম্যাচ । খেলতে পারবেন হোম অথবা অ্যাওয়ে সিরিজ । আছে বিভিন্ন কম্পেটিশন খেলার সুবিধাও । আপনার যদি খেলতে আসুবিধা হয় তাহলে করতে পারবেন ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস । এজন্য আপনাকে প্র্যাকটিস অপশন এ গিয়ে ব্যাটিং করার জন্য নেট প্র্যাকটিস এবং বোলিং করার জন্য ম্যাচ প্র্যাকটিসে যেতে হবে ।

গেমটির আরেক আকর্ষণীয় জিনিস হলো "দ্যা ক্রিকেট অ্যাকাডেমি" । এখান থেকে আপনি প্লেয়ার ক্রিয়েট করতে পারবেন, পারবেন প্লেয়ার এডিট করতে, টিম এডিট করতে । এমনকি পারবেন আম্পায়ার ক্রিয়েট করতে এবং এডিট করতে! বানাতে পারবেন নিজ পছন্দের ফিল্ডিং সেটাপ ।

আমরা যখন খেলা দেখি খেলায় কমেন্টেটররা কমেন্ট্রি করে থাকেন । এই গেমেও থাকছে অসাধারন কমেন্ট্রি । এই গেমে কমেন্ট্রি দিবেন ম্যাথেও হিল এবং ডেভিড বাশির ।

এই গেমের আরেকটি মজার জিনিস হলো আপনি গেমের সেটিং থেকে গেমের ডিসপ্লে কালার চেঞ্জ করতে পারবেন! এতে আপনি কালার চেঞ্জ করে ক্লাসিক কালার আনতে পারবেন । যাতে করে গেম খেলার সময় আপনাকে মনে হবে আপনি ক্লাসিক কোন ম্যাচ খেলছেন 🙂

গেমটিতে রয়েছে ৭৯টি টিম । কিন্তু দুঃখের বিষয় হলো কোন টিমই লাইসেন্সড না! তবে এতে গেমের কোন মজা কমে যায় বলে আমার মনে হয় না । এই গেমে ১৭টি ইন্টারন্যাশনাল টিম, ৬টি অস্ট্রেলিয়ান ডোমেস্টিক টিম, ১৮টি ইংলিশ ডোমেস্টিক টিম আছে এবং "অল টাইম বেস্ট" আর "হিস্টোরিকাল" টিম আছে । স্টেডিয়াম আছে ১১টি, যার মধ্যে ৯টি আনলাইসেন্সড এবং ২টি লাইসেন্সড ।

গ্রাফিক্স এন্ড সিস্টাম রিকোয়েরমেন্টসঃ

একটা স্পোর্টস গেমের মূল মজা হলো এটার গেমপ্লে । কিন্তু গেমটিকে হতে হবে রিয়ালাস্টিক । আর একটা গেমকে রিয়ালাস্টিক বানাতে গ্রাফিক্সের ভুমিকাই মূল, যেটা আমি মনে করি । এই গেমের গ্রাফিক্স আমার পছন্দ হয়েছে । খেলোয়াড়দেরকে জার্সি, মুভমেন্ট অনেক আসল মনে হয় । যদি দল গুলো  লাইসেন্সড হতো তাহলে আমরা খেলোয়াড়দের আসল চেহারা পেতাম ফিফার মতো । যাই হোক গেমের গ্রাফিক্স ভালো আছে ।

রিকোয়েয়ারমেন্টস দেখে নিনঃ

Minimum:
OS: Windows XP/Windows Vista/Windows 7/Windows 8
Processor: Pentium Dual-Core CPU E5700 @ 3.00Ghz/AMD Athlon II X2 250 Processor 3.01Ghz
Memory: 2 GB RAM
Graphics: Radeon HD 6670 or NVIDIA Geforce GT520 with Min 1GB Memory
DirectX: Version 9.0c
Hard Drive: 2 GB available space
Additional Notes: Controller Required

Recommended:
OS: Windows XP/Windows Vista/Windows 7/Windows 8
Processor: Intel CoreTM I3-3210 CPU @ 3.20Ghz (4 Cpus) /AMD Phenom II X4 960T 3.0Ghz
Memory: 4 GB RAM
Graphics: Radeon HD 7790 or NVIDIA GeForce GTX 650 with minimum 2GB Memory
DirectX: Version 9.0
Hard Drive: 2 GB available space
Additional Notes: Controller Required

দেখে নিন কিছু স্ক্রিনশটঃ

আনলাইসেন্সড হওয়ার কারণে নাম ভুল 😐 কিন্তু নামটা পুরপুরিভাবে উঠে নাই 😛

ইয়েস আমরা চ্যাম্পিয়ন 😎

আপনি যদি ক্রিকেট ফ্যান হন এবং গেমার হয়েও এই গেম না খেলে থাকেন তাহলে অনেক কিছু মিস করছেন । আপনার এখনি এই গেমটা ট্রাই করা উচিত । সম্ভবত, গেমটা সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্রাডম্যান এর নামে রাখা হয়েছিলো কারণ তারাও আশা করছিলো এটাও হবে সর্বকালের সেরা গেম এবং তাই হয়েছে!!!

--------------------------------------------------------------------------------------------------------------------------

এইটা আমার লেখা প্রথম রিভুউ ছিলো । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এও সিরিজটি এগিয়ে নিয়ে যেতে পারি 😆

আপনারা চাইলে জয়েন করতে পারেন আমার গেমিং গ্রুপেঃ গ্রুপ লিংক এখানে

Level 0

আমি সোয়েব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simply Soyeb :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারণ একটা গেম ! সামনের বছর আরো ভালো হবে আশা করি । তবে আরো স্টেডিয়াম,টুর্নামেন্ট আর লাইসেন্সড টিম দরকার ।

    @Skylark: ধন্যবাদ কমেন্টের জন্য । আমিও আশা করি তারা এর সিক্যুয়াল বের করবে এবং আরো উন্নত করে ।

Level 0

ভাই আমি ত এটা কিবোর্ড দিয়েও খেলসি। শুধু ছোট দুইটা সফটওয়্যার লাগে।

ডাউনলোড লিংক দেয়া যাবে কি

Level 2

বাংলাদেশের একটা প্লেয়াররেও চিনি না!

কি কও! বাংগালীরা চ্যাম্পিয়ন!

Eta niye TT te ami amar 1st tune korbo vabchilam bt apni kore dilen . …………………….
Thanks.
R eta keyboard e khelar kono method ache ?

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।