গেমস জোন [পর্ব-২৭১] :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ভাইস সিটি!! জিটিএ গেমস সিরিজের সব চেয়ে জনপ্রিয় এবং বহুল বিক্রিত গেম! আর ভাইস সিটি স্টোরিস হচ্ছে আরেকটি কাহিনী নিয়ে আরেকটি গেম! তবে রকস্টার গেমস ভাইস সিটি স্টোরিস গেমটি পিসিতে রিলিজ করেনি। তাই আমাদের অনেকেই গেমটি খেলতে পারেনি । তবে আর অপেক্ষা নয়! আমি গেমটিকে প্লে-স্টেশন ২ গেমস কনসোল থেকে পিসিকে কনর্ভাট করে নিয়ে এলাম। সময় লেগেছে প্রায় দেড় বছর!

গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি স্টোরিস একটি ওপেন ওর্য়াল্ড একশন এডভেঞ্জার ভিডিও গেম নির্মাণ করেছে রকস্টার লিডস এবং রকস্টার নর্থ । আর গেমটি প্রকাশ করেছে রকস্টার গেমস। গেমটি সর্বপ্রথম অক্টোবর, ২০০৬ সালে প্লে-স্টেশন পোর্টেবল এবং পরে ২০০৭ সালের মার্চে প্লে-স্টেশন ২ গেমস কনসোলের জন্য মুক্তি পায়। সম্প্রতি ২০১৩ সালের এপ্রিলের গেমটি প্লে-স্টেশন ৩ কনসোলের জন্যও মুক্তি দেওয়া হয়!

ভাইস সিটি স্টোরিস গেমটি জিটিএ সিরিজের ১০তম সংস্করণ। গেমটি ভাইস সিটি গেমটির প্রিকুয়্যাল।

ভাইস সিটি স্টোরিস গেমটি অন্যান্য জিটিএ গেমস এর মতোই। গেমটি মুলত থার্ড পারসণ শুটার এবং ড্রাইভিং ধাঁচের মধ্যে পড়ে। আর প্লেয়ারের জন্য থাকছে ওপেন ওর্য়াল্ড এর সুবিধা। গেমটিতে প্লেয়ার হাঁটতে, দৌড়াতে, সাঁতার কাটতে এবং লাফাতে পারবে। ওদিকে গাড়ি, বাইক, বোট, প্লেন, হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের যানবাহন চালাতে পারবে। আর হ্যান্ড-টু-হ্যান্ড কমবাট সহ বিভিন্ন ধরণের অস্ত্রের ব্যবহার করতে পারবে।

গেমটির স্টোরিলাইন খেলে খেলে বিভিন্ন এরিয়া আনলক করা যাবে। এছাড়া স্টোরিলাইন না খেলেও গেমটিতে প্লেয়ার ফ্রি-রোমে ঘুড়ে বেড়াতে পারবে। এছাড়াও সিরিজের আগের গেমসগুলোর মতো গেমটিতে রয়েছে সাইড মিশন।

গেমটির কিছু উপাদান “ভাইস সিটি” এবং “স্যান এনড্রেস” গেমসগুলোর থেকে নেওয়া হয়েছে। যেমন গেমটিতে টাকা অর্জনের মূল পথ হচ্ছে তোমাকে বিভিন্ন টাইপের ব্যবসা পরিচালনা করতে হবে। আর এই ব্যবসাগুলো প্রতিপক্ষ Gang গ্রুপের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে হবে।

আর হিডেন প্যাকেজ সিস্টেমও রয়েছে গেমটিতে। গেমটিতে ৯৯টি লাল বেলুন শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

গেমটিতে তোমাকে Vic Vance এর হয়ে খেলতে হবে। ভিক ভ্যান্স আমেরিকা আর্মিতে করপোরাল হিসেবে নিযুক্ত রয়েছে। ভিক একটি দরিদ্র পরিবার হতে আর্মিতে এসেছে। তার এক ভাই Asthma রোগে অসুস্থ এবং আরেকটি ভাই খুবই অলস! আর তার মূল লক্ষ্য হলো তার দরিদ্র পরিবারের জন্য টাকা কামাই করা ।

১৯৮৪ সালে সে ভাইস সিটিতে আসে এবং ফক্স ব্যাক্সটার আর্মি ব্যাটালিয়নে সে এখন থাকে। তার সুপারভাইজর সার্জেন্ট জেরি মার্টিনেজ একজন দুর্নীতিগ্রস্থ অফিসার যে ড্রাগের ব্যবসা করতো। তিনি ভিক কে দিয়ে ড্রাগের ব্যবসায় প্রবেশ করাতে চাইলে ভিক ধরা খেয়ে যায় এবং আর্মি থেকে বহিস্কার হয়ে যায়। ভিক কি পারবে তার পরিবারের জন্য টাকা কামাই করতে?? জানতে হলে গেমটি এখনই খেলতে বসে পড়ো!

গেমটিতে ভাইস সিটির কিছু চরিত্র ফিরে এসেছে যেমন ফিল ক্যাসিডি, রিকার্ডো ডিয়াজ, ল্যান্স ভ্যান্স ইত্যাদি।

পিসি এডিশনঃ

এতক্ষণ গেমটির অফিসিয়াল ফিচার নিয়ে কথা বলছিলাম এবার গেমটির পিসি এডিশন নিয়ে কথা বলি।

ভাইস সিটি স্টোরিস গেমটির প্লে-স্টেশন ২ সংস্করণ থেকে আমি গেমটি পিসিতে কনর্ভাট করে নিয়ে এসেছি। কোনো প্রকার এমুলেটর নয় সরাসরিই গেমটি পিসিতে খেলা যাবে।

ফিচারঃ

> জিটিএ স্যান এনড্রেস এর গেম ইঞ্জিণ ব্যবহার করা হয়েছে। অর্থ্যাৎ গেমটিতে স্যান এনড্রেস এর গ্রাফিক্স নিয়ে খেলা যাবে!

> ভাইস সিটি স্টোরিস এর মিশন

> ভাইস সিটি স্টোরিস এর সকল যানবাহন

> ভাইস সিটি স্টোরিস এর সকল চরিত্র

> ভাইস সিটি স্টোরিস এর ম্যাপ (ভাইস সিটির মডিফাইড ম্যাপ)

> ভাইস সিটি স্টোরিস এর মিশন অডিও

> ভাইস সিটি স্টোরিস এর HUD

> ইন্টারনেট সংযোগ দিয়ে গেমটি অটো আপডেট ফিচার সহ আরো অনেক কিছুই!

মেইন মেনুকে যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করেছি

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

স্যান এনড্রেস এর ইঞ্জিণ ব্যবহার করেছি বিধায় গেমটি স্যান এনড্রেস এর কনফিগারেশন দিয়েই খেলা যাবে!

ডুয়াল কোর প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট এজেপি (১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড ভালো ),

৪ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ ভেদে ডাইরেক্ট এক্স এর সংস্করণ

ডাউনলোড লিংকঃ

http://www.mediafire.com/download/xart29mu31git75/ViceStoriesGE.part1.rar

http://www.mediafire.com/download/04yowajxx5uuulf/ViceStoriesGE.part2.rar

http://www.mediafire.com/download/4z186bh222qfp3j/ViceStoriesGE.part3.rar

http://www.mediafire.com/download/v9dfvoop46tnk2c/ViceStoriesGE.part4.rar

http://www.mediafire.com/download/9x15e4ujxg6sc9l/ViceStoriesGE.part5.rar

রার পাসওর্য়াডঃ gamewalafahadvcspe121%

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই গেমসটি মোট কত জিবি !

আপনার Share করা Liberty City Pc Edition Game টা Download করে WinRAR এর Best mood/ 7Zip ultra Method এ Compress করে দেখি Size মাত্র 423Mb যেখানে আপনার Share করা ফাইলটি ছিল 723 MB এর মতো । তাই অনুরোধ ফাইলগুলি Compressed করে Share করবেন ।

ধন্যবাদ সেয়ার করার জন্য

ভাইয়া, গেমস টা খেলার সম্পুর্ন নিয়ম টা কষ্ট করে একটু বলবেন। কিভাবে সাতার কাটে, মারামারি করে, গাড়ি বিক্রয় করে এবং চিট কোড ব্যাবহার করে। উপকার হত ভাই