তিন বছর আগের ঘটনা........
প্রতিদিন রাতে আমাদের এখানে লোডশেটিং হয় এক থেকে দেড় ঘন্টা তো ঐ সময় হচ্ছে আমাদের বাইপাসে(বড় রাস্তা)ধারে আড্ডা দেয়ার।প্রতিদিনের মত আজও আমরা পাঁচ বন্ধু বড় কারেন্টের পিলারে বসে আছি হঠৎ সজীব বলল -
দোস্ত শোন আজ কে আমি এক দামে ক্যারাম গেমসে বোর্ড ক্লিয়ার করছি কথাটি বলে সে খুব ভাব নিতে লাগলো
আমি বল্লাম এতে এমন কি হয়েছে আমি 30 সেকেন্টে ফুল লেভেলে com রে নিলে গেম দেব।
ও তো আমার কথা শুনে রেগে গেছে আমি বল্লাম ঠিক আছে আয় 10 টাকা বাজিঁ হোক সজীব আমার কথা শুনে খুশি তে
রাজি হয়ে গেল। আমি কিছু দিন আগে আমার বানানো (কারন আমি চিটকোড কারো কাছ থেকে শিখিনি বা কেউ জানে তাও দেখিনি) চিটকোড দ্বারা 30 সেকেন্টে ফুল লেভেলে com রে নিলে গেম দিলাম।ওরা সবাই দেখেতো অবাক.....
যা হোক আজ কে আমি আপনাদের জানাবো কি করে নোকিয়া পকেট ক্যারাম গেমসে চিটকোড ব্যাবহার করে।
আপনাকে যা করতে হবে -
বিঃদ্রঃ - আপনাদের কেউ যদি চিটকোড টি জানেন তাহলে আমাকে জানাবেন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
নোকিয়া ক্যারাম আমি অনেক খেলেছি। আমি কয়েকবার এই চিটকোড টা নিজের অজান্তেই অ্যাপলাই করেছি। কিন্তু সঠিক নিয়ম টা জানতাম না। মাঝে মাঝে হয়ে যেত। আজকে জানালাম। ধন্যবাদ আপনাকে।
moin ………. you’re becoming simply coool!!