গেমপ্লে রেকর্ড করুন সহজ ও মসৃণভাবে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাই কে অগ্রিম ঈদ মুবারক।অনেক দিন পর টিটি তে আমার ৩য় টিউন করছি।তো চলুন আসল কাজে চলে যাই।

আমরা কমবেশি পিসিতে সবাই কাজ করি এবং গেম খেলি।অনেক সময় এসব কাজের ভিডিও স্ক্রীনশট রাখার দরকার পড়ে।যেমন ধরুন, আপনার এক বন্ধু একটা গেমের মিশন পাস করতে পারছে না। কিন্তু আপনি সেটা সহজেই পাস করতে পারেন।কিন্তু তার বাসায় গিয়ে অথবা নিজের বাসায়ই সেটা করে দেখানোর কোন উপায় নাই।এমন সময় দরকার পড়ে গেমপ্লের ভিডিও করে রাখার,যাতে সেটা ওয়াকথ্রো হিসেবে আপনার বন্ধুকে দেওয়া যায়।এমনই একটি সফটওয়্যার হল মিরিলিসের একশন!

আমরা অনেকেই ক্যামটাসিয়া অথবা স্নাগিট ইউস করে থাকি ,কিন্তু সেটা গেমপ্লে রেকর্ড করার জন্য বিশেষভাবে তৈরি নয়।অনেক সময় দেখা যায়,হাই এন্ড গেম গুলার ভিডিও করার পর চালু করলে ভিডিও ল্যাগ করে অথবা পুরো ভিডিও হোয়াইট হয়ে রয়েছে।কিন্তু একশনে সেই সমস্যা নেই।একদম মসৃণ ভিডিও রেকর্ড করে এটা।ব্যাবহারও খুব সহজ।

ডিটেলসঃ

  • কোম্পানি-মিরিলিস (www.mirillis.com)
  • প্রোডাক্টের নাম - একশন!(ACTION!)
  • ভার্সন - ১.১৯.২.০

প্রথমেই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন -

  • একশন! + প্যাচ - https://www.sendspace.com/file/e8dtq3
  • শুধু প্যাচ -  https://www.sendspace.com/file/4b5zjk

ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইন্সটল করুন(ইন্সটলেশন এখন খুবই কমন ব্যাপার,তাই এই নিয়ে বিস্তারিত লেখলাম না)।এরপর প্যাচ ফাইলটা ওপেন করুন।Activate Action!বাটনে ক্লিক করুন,ক্লিক করার পর একটা মেসেজ আসবে।মেসেজ আসার পর পিসি রিস্টার্ট করুন।কিন্তু রিস্টার্ট করার আগেই যদি একশন! চালু করে ফেলেন, তাহলে এটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে।এই অবস্থায় আবার প্যাচ ফাইল ওপেন করুন এবং Clean Blacklist এ ক্লিক করুন ।পিসি রিস্টার্ট করুন।

কিন্তু কয়েকদিন ব্যাবহার করার পর যদি আবার ব্ল্যাকলিস্টেড মেসেজ আসে তাহলে একশন! বন্ধ করুন।পূর্বের পদ্ধতিতে প্যাচ ফাইলে গিয়ে Clean Blacklist এ ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট দিন।ব্যাস,কেল্লা ফতেহ!আপনার একশন এখন একটিভেট হয়ে গেছে।

একশনে আপনি ৬০ এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন।গেমপ্লের পাশাপাশি ডেস্কটপও রেকর্ড করতে পারবেন।

হাই এন্ড পিসি গেম রেকর্ডিংএর জন্য ভালো ।

যেকোনো সমস্যায় কমেন্ট করুন,অথবা যোগাযোগ করুন

ফেসবুক-facebook.com/bakhtierfahim.pranto
ইমেইল[email protected]
সকল ধন্যবাদ onhax.net এর প্রাপ্য।আমি শুধু বাংলা পোস্ট করেছি।আর একশন এর সকল ডিটেলস পাবেন mirillis.com এ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।ঈদ যেন সবার ভালো কাটে এই কামনায় আজকের টিউন শেষ করছি।

দেখা হবে আগামি টিউনে।

Level 0

আমি বখতিয়ার ফাহিম প্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ । বহুদিন ধরে Crack টা খুঁজছিলাম ।

আপনাকেও ধন্যবাদ।আপনাদের কাজে লাগলেই আমার টিউন সার্থক হবে।

Level 0

এটাদিয়াকি মুভি (ভিডিও) রেকর্ড করা যায়?

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।