এসাসিন্স ক্রিড! ইউবিসফট এর অন্যতম জনপ্রিয় ভিডিও গেমস সিরিজ! আর এ বছর এসাসিন্স ক্রিড সিরিজে এক সাথে দুটো গেমস মুক্তি পেতে যাচ্ছে। Unity এবং Rogue! দুভার্গ্যবশত Rogue গেমটির পিসি সংস্করণ আসবে কি না টা এখনো নিশ্চিত করে বলেনি ইউবিসফট! তাতে কি? আমি আছি না!!
Assassin’s Creed Rogue একটি আপকামিং হিস্টোরিক্যাল একশন এডভেঞ্চার ভিডিও গেম নির্মাণ করেছে ইউবিসফট সোফিয়া এবং গেমটি প্রকাশ করবে ইউবিসফট। গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য এ বছরের ১১ নভেম্বর বাজারে আসবে। গেমটি এসাসিন্স ক্রিড সিরিজের ৮তম প্রধান সংস্করণ হিসেবে আসতে যাচ্ছে। গেমটি ২০১৩ সালের এসাসিন্স ক্রিড ৪ ব্ল্যাক ফ্ল্যাগ এর সিকুয়্যাল হিসেবে ভূমিকা রাখবে তবে গেমটির সাথে ২০১২ সালের এসাসিন্স ক্রিড ৩ এবং এসাসিন্স ক্রিড ইউনিটির সাথেও কিছুটা সাদৃশ্য থাকবে।
১৮শ দশকের জীবনযাত্রা নিয়ে গেমটির পটভূমি এবং কাহিনী সেট করা হয়েছে। আর মজার ব্যাপার হলো গেমটিতে তোমাকে একজন টেম্পলার এর হয়ে খেলতে হবে, Shay Cormac এর ভূমিকায়! Shay Cormac আগে একজন এসাসিন্স ছিল এখন টেম্পলার সম্প্রদায়ে যোগ দিয়েছে! পুরাই সিনেমাটিক!! ইউনিটিতে আমরা দেখবো কিভাবে টেম্পলার ও এসাসিন্সদের মধ্যে বন্ধুত্ব হয় আর Rogue য়ে আমরা স্বয়ং টেম্পলার হয়েই খেলবো!!
গেমটিতে ব্ল্যাক ফ্ল্যাগের মতো সমুদ্রপথে জলদস্যু টাইপের গেম-প্লে রয়েছে সাথে রয়েছে ইউনিটির মতো ল্যান্ড-বেইস এক্সপ্লোরেশন এর সুবিধা!!
গেমটির প্রধান প্লেয়ার চরিত্র হচ্ছে Shay Patrick Cormac, একজন ২১ বছর বয়সী এসাসিন। একটি এসাইনমেন্ট এর ব্যর্থতার কারণে এসাসিন্স ব্রাদারহুড তাকে বহিস্কার করে দেয় এবং তাকে খুন করার জন্য এসাসিন্স পাঠায়। এসাসিন্সদের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে এরপর সে টেম্পলার সম্প্রদায়ে যোগ দেয়, এবং নিজেকে এসাসিন্স হান্টার বলে প্রকাশ করে। টেম্পলারদের পক্ষ হতে Shay Cormac কে দেওয়া হয় অনেক ক্ষমতা এবং রিসোর্স, আর এই সব ক্ষমতা নিয়ে Shay Cormac বেরিয়ে পড়ে তার অপমানের প্রতিশোধ নিতে!! এরই মাঝে এসাসিন্স ক্রিড ইউনিটির স্টোরিলাইনে Shay Cormac একটি ভূমিকা রাখবে বলে শোনা যাচ্ছে।
Assassin’s Creed Rogue গেমটিতে সিরিজে আগের প্লেয়ার চরিত্র Haytham Kenway কে নিয়ে প্রথম তিনটি সিকুয়েন্স খেলতে হবে।
গেমটির পটভূমি সেট করা হয়েছে ১৭৫২ এবং ১৭৬১ সালের “Seven Years War” এর প্রেক্ষাপটে এবং গেমটিতে বিভিন্ন নর্থ আমেরিকান লোকেশনের দেখা পাওয়া যাবে, যেমন বরফ অঞ্চল নর্থ এটল্যান্টিক, এপালাশিয়ান রিভার ভ্যালি, আলাবামা, নিউ ইয়র্ক এবং কিউবেক!
সিরিজের আগের গেম ব্ল্যাক ফ্ল্যাক এর বেশ কিছু গেম-প্লে উপাদান Rogue গেমটিতে ফিরে আসবে। যেমন জাহাজ ভিক্তিক যুদ্ধ, নদী-সমুদ্র ভ্রমণ ইত্যাদি। নতুন ফিচার হিসেবে রয়েছে জাহাজ ভিক্তিক অস্ত্র, Puckle Guns ইত্যাদি।
গেমটিতে তোমার জাহাজের নাম হলো Morrigan, এবং এটির সাথে ব্ল্যাক ফ্ল্যাগের Jackdaw জাহাজের সাথে অনেকটা মিল রয়েছে। Morrigan শীপে শত্রুরা অনবোর্ড নামতে পারবে এবং এরজন্য জাহাজেই এবার যুদ্ধ করতে হবে তোমাকে।
Rogue গেমটিতে কোনো আন্ডারওয়াটার বা পানির ভিতর কোনো মিশন নেই কারণ বরফ অঞ্চলে বেশিক্ষণ পানিতে থাকলে তোমার / প্লেয়ারের মৃত্যু হবে তাই। কমবাটের জন্য গেমটিতে নতুন ফিচার হিসেবে থাকছে এয়ার রাইফেল, এটার সাহায্যে নিশব্দে দূরের শত্রুদের ঘায়েল করা যাবে। আর মজার ব্যাপার হলো, এয়ার রাইফেলে অন্য গেজেডও লাগানো যাবে। যেমন গ্রেণেড লাঞ্চার, ফায়ারক্রের্কার!! হাহাহা!
আর গেমটির এসাসিন্স ফিচার আগের গেমটির মতোই। তোমার স্কিল দিয়ে বিভিন্ন এসাসিন্স এর মিশন খেলতে হবে তোমাকে।
বরফ অঞ্চলের ভিতর ট্রাভেলের জন্য তোমার দরকার হবে একটি আইস-ব্রেকার র্যাম! আইস-ব্রেকার র্যামের সাহায্যে গেমটির বিভিন্ন কালেক্টেবল উপাদান তুমি সংগ্রহ করতে পারো!
আর বরফ অঞ্চলের কিছু নতুন ইউনিক প্রাণীও আসছে গেমটিতে! আর যেহেতু গেমটিতে এবার তুমি টেম্পলারের হয়ে খেলবে তাই গেমটিতে নিরীহ মানুষ / সাধারণ মানুষ খুনের জন্য কোনো পেনাল্টি থাকছে না!
এসাসিন্স ক্রিড সিরিজের এই প্রথম গেম যেটিতে আমরা টেম্পলারের হয়ে খেলতে পারবো, তাদের নিয়মনীতি, তাদের দৃষ্টিভঙ্গি এবং এসাসিন্সদের সাথে টেম্পলারদের গোপন যুদ্ধের কারণ ইত্যাদি অনেক কিছুই আমরা জানতে পারবো গেমটির মাধ্যমে।
নভেম্বর ১১, ২০১৪
একশন-এডভেঞ্চার,
স্টেলথ
সিঙ্গেল প্লেয়ার
http://www.youtube.com/watch?v=_f0VlQN7emk
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vai amar tune copy koren kano