মাত্র ৫৯৭ কেবির সুন্দর একটি গেইম ডাউনলোড করুন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সালাম টেকটিউন্সের সবাইকে এবং বন্ধু দিবসের শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি সুন্দর গেইম দিবো যা কিনা ছোট বড় সবার কাছে ভাল লাগবে। আমি ছোটবেলা থেকে গেইমসটি খেলে আসছি। ছোট বেলা খেলতাম সাদাকালো মনিটরে এখন রংঙ্গিন মনিটরে। গেমটির নাম হলো DX-Ball। এটি খেলতে আমার খুব ভাল লাগে আশা করছি আপনাদেরও মন্দ লাগবে না। স্ক্রিন সট দিতে পারলাম না কারণ গেইমের স্ক্রিনসর্ট নেওয়ার সিষ্টেম আমি জানি না। কেহ জানলে আমাকে জানাবেন।

গেইমটি এখান থেকে ডাউনলোড করুন

আর আমার কাছে CALLUS95 অর্থাত মোস্তফা সহ ৩১ টি গেইম আছে। এটি ১৮৩এমবি ছিল আমি কমিয়ে ৭৪এমবিতে নিয়ে এসেছি। কারো প্রয়োজন হলে জানাবেন আমি আপলোড করে দিবো।

মিডিয়া ফায়ারে আপলোড সম্পর্কে পরামর্শ চাচ্ছি।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করেছি।
আচ্ছা মিডিয়াফায়ারে আপলোড করতে আপনার কোন পর্যায়ে গিয়ে সমস্যা হচ্ছে?

    তমাল ভাই ,
    একি ! এই গেমটা তো আমি এডোবি ফ্ল্যাস প্লেয়ারের মাধ্যমে আমার সাইটে লাগিয়েছি !

    Level 0

    স্বাধীন ভাই আপনার সাইড কোনটা ?

    এখানে . ভিজিটের আগে adobe flash player টা ইন্সটল কইরা নিয়েন। আমার নাম মাসপি ।

    লিঙ্ক ভুল হয়েছে = সঠিক লিঙ্কটা হল – এখানে

    মিডিয়াফায়ারে আপলোড করে আয় করার পদ্ধতি আপনার জানা থাকলে জানাবেন।

    মিডিয়াফায়ারে আপলোড করে আয় করা যায় না তো !
    জিদ্দুতে করে আয় করা যায়। লাকি এফ এম ভাই এর সাথে যোগাযোগ করেন।

    Level 0

    হেবার আলো ভাই
    আপনি হয়তো ইতি মধ্যে জেনে গেছেন যে মিডিয়াফায়ারে আয় করা যায় না; আর যিদ্দুতে ১০০০ ডাউনলোডে মাত্র ১$

    আর টেকটিউন যা শুরু করছে তাতে আপনি টেক্টিউনে অন্তত যিদ্দু দিয়ে আর্ন করার পথ বন্ধ

    Level 0

    তবে হেবার আলো ভাই সহ সবাইকে আমার সাইট http://luckyfm.cz.cc তে স্বাগতম
    যেকোন লিঙ্ক দিতে পারবেন

ok
COMPUTER TIPS & TRICKS
http://www.a2zbd.info

ধন্যবাদ ভাই।

Level 0

ধন্যবাদ আপনাকে গেমস আমার সবসময় প্রিয়, ভাই মোস্তফা লোড করে লিংক টা দেন ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর

টিউন এর জন্য ধন্যবাদ আপনাকে।

প্রথমেই বন্ধু দিবসের শুভেচ্ছা। সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

তমাল ভাই ধন্যবাদ গেমটা শেয়ার করার জন্য।
আর ভাই ৭৪ এর গেমগুলো ভাগে ভাগে বিভক্ত করে লিস্ট সহকারে টিউন করুন।
এক টিউনে মনে করেন ১০ টা দিলেন এভাবে।
আর রেস, একশন এভাবে বান্ডিল করবেন তাহলে ডাউনলোড করতে সুবিধা হবে।
এটা আমার ব্যক্তিগত পরামর্শ।

    প্রথমে পরামর্শের জন্য ধন্যবাদ। আমার কাছে মোস্তফা গেমটি আছে। সেখানে মোস্তফাসহ আরো ৩১ টি গেম যা ১৮৩ এমবির আমি ৭৪এমবিতে নিয়ে এসেছি। আপনারা যদি বলেন ভাগ করে দিতে তাও পারবো।

    Level 0

    গেইমসগুলো তো আর দিলেননা