সালাম টেকটিউন্সের সবাইকে এবং বন্ধু দিবসের শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি সুন্দর গেইম দিবো যা কিনা ছোট বড় সবার কাছে ভাল লাগবে। আমি ছোটবেলা থেকে গেইমসটি খেলে আসছি। ছোট বেলা খেলতাম সাদাকালো মনিটরে এখন রংঙ্গিন মনিটরে। গেমটির নাম হলো DX-Ball। এটি খেলতে আমার খুব ভাল লাগে আশা করছি আপনাদেরও মন্দ লাগবে না। স্ক্রিন সট দিতে পারলাম না কারণ গেইমের স্ক্রিনসর্ট নেওয়ার সিষ্টেম আমি জানি না। কেহ জানলে আমাকে জানাবেন।
আর আমার কাছে CALLUS95 অর্থাত মোস্তফা সহ ৩১ টি গেইম আছে। এটি ১৮৩এমবি ছিল আমি কমিয়ে ৭৪এমবিতে নিয়ে এসেছি। কারো প্রয়োজন হলে জানাবেন আমি আপলোড করে দিবো।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................
ডাউনলোড করেছি।
আচ্ছা মিডিয়াফায়ারে আপলোড করতে আপনার কোন পর্যায়ে গিয়ে সমস্যা হচ্ছে?