গেমিং দুনিয়ায় যে গেম নির্মাতা প্রতিষ্ঠানটির অবস্থান সবচাইতে চূড়ায় রয়েছে সেটি হল ইউবিসফট । গেম খেলে অথচ ইউবিসফট এর নাম জানে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । প্রিন্স অফ পার্সিয়া, ফারক্রাই, ওয়াচ ডগস, এসাসিন্স ক্রীড নামক কিছু অসাধারণ গেম সিরিজের প্রকাশকও ইউবিসফট । আমার আজকের প্রিভিউ ইউবিসফট এর প্রকাশিত এসাসিন্স ক্রীড সিরিজ এর অষ্টম সংস্করণ এসাসিন্স ক্রীড - ইউনিটি নিয়ে ।
নির্মাতাঃ
ইউবিসফট মন্ট্রিয়াল
প্রকাশকঃ
ইউবিসফট
ধরণঃ
অ্যাকশন - এডভেঞ্চার
মোডঃ
সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার
ইঞ্জিনঃ
আনভিল নেক্সট
প্ল্যাটফর্মঃ
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৪,
এক্সবক্স ওয়ান
লেখকঃ
ট্রাভিস স্টাউট
ডিরেক্টরঃ
অ্যালেক্সজান্ডার আমান্সিও
মুক্তি পাবেঃ
২৮ অক্টবর ২০১৪
অফিসিয়াল ওয়েবসাইটঃ
এসাসিন্স ক্রীড - ইউনিটি একটি ঐতিহাসিক অ্যাকশন - এডভেঞ্চার গেম । এসাসিন্স ক্রীড এর আগের সংস্করণ এসাসিন্স ক্রীড ৪ ব্ল্যাক ফ্ল্যাগ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে । আর তাই ইউবিসফট এসাসিন্স ক্রীড এর নতুন সংস্করণ ইউনিটি রিলিজ দিচ্ছে । গেমটি নির্মাণে Ubisoft Montreal এর সাথে Ubisoft এর Toronto, Quebec City, Annecy, Shanghai, Singapore, Romania, Kiev এরাও সাহায্য করেছে । এসাসিন্স ক্রিড ব্রাদারহুড (২০১০) রিলিজ এর পর তারা এসাসিন্স ক্রীড - ইউনিটি এর নির্মাণ কাজ শুরু করে । গেমের পিসি ভার্সন তৈরিতে এনভিডিয়া গেম ওয়ার্ক টেকনোলজি যেমন TXAA , এডভান্সড DX11, এনভিডিয়া PHYSX টেকনোলজি ইত্যাদি ব্যাবহার করা হয়েছে । গেমটির ৩০ মিনিট এর একটি গেম-প্লে দেখে নাও -
গেমটির ট্রেইলারটিও আমার কাছে ভাল লেগেছে । চাইলে দেখে নিতে পারো এই লিংক থেকে-
গেমটির পটভূমি প্যারিসের ফরাসি বিপ্লব (১৭৮৯) এর সময় সেট করা হয়েছে । তোমাকে খেলতে হবে আর্নো ডোরিয়ান এর ভূমিকায় । আর্নো ডোরিয়ান একজন স্থানীয় ফরাসি । সে ১৭৬৮ সালে ভারসালিসে জন্মগ্রহণ করে । আর্নো ডোরিয়ান বিপ্লব এর পিছনে তাঁর ক্ষমতা প্রকাশ এর চেষ্টা করে ।
তার যখন ৮ বছর বয়স তখন তার পিতা মারা যাবার পর সে তার পালক পিতা টেম্পলার গ্র্যান্ডমাস্টার এর কাছে বড় হয় । একসময় তার দত্তক পিতাকে খুন করা হয় এবং আরনো তার পালক পিতার খুনের প্রতিশোধ নিতে এসাসিনদের দলে যোগ দেয় । তখন প্যারিসে ফরাসি বিপ্লব চলছিলো । তখন সে জানতে পারে টেম্পলাররা এই বিপ্লবের শত্রু এবং তারাই তার পালক পিতার খুনের জন্য দায়ী । তাই সে টেম্পলারদেরকে মেরে ফেলতে থাকে । এভাবেই এগিয়ে যায় গেমের কাহিনী । গেমে আর্নো ডোরিয়ানের প্রেমিকা হিসেবে থাকছে টেম্পলার গ্র্যান্ডমাস্টার এর কন্যা Elise De LaSerre । সে গেমে আর্নো ডোরিয়ানকে নানাভাবে সাহায্য করে ।
গেমের গেম-প্লে তুমি আসাসিন ক্রিড ৪ ব্ল্যাক ফ্ল্যাগ গেমটির সাথে মিল পাবে । তবে আরো অনেক আপগ্রেড করা হয়েছে ।
গেমটিতে তোমাকে থার্ড পারসন ভিউতে খেলতে হবে । এটি মূলত একটি স্টেলথ ধাঁচের গেম । অর্থাৎ তোমাকে বেশীরভাগ মিশন লুকিয়ে কমপ্লিট করতে হবে । গেমটিতে তোমাকে ওপেন-ওয়ার্ল্ড মোডে খেলতে হবে ।
গেমটিতে এসাসিন্স ক্রীড এর আগের অস্ত্রগুলো তুমি ফিরে পাবে । এছাড়াও মাল্টি-ব্যারেল পিস্তল নামক একটি পিস্তল থাকবে যা অনেকটা এডওয়ার্ড কেনওয়ের ফ্লিন্টলক পিস্তল এর মত । ফান্টম ব্লেড নামক একটি নতুন অস্ত্র থাকবে । ফান্টম ব্লেড দিয়ে তুমি নীরবে দূরের যেকোনো কিছুকে ঘায়েল করতে পারবে । এটি অনেকটা ইজিও অডিটরের ডার্ট গান এর মত কাজ করবে । এছাড়াও আগের এসাসিন্স ক্রীড গেম গুলোর মত এবারও তোমার কাছে একটি Sword থাকছে । Sword টির নাম ফ্রেঞ্চ কাটলাস ।
গেমের টার্গেট সিস্টেম আরো নিখুঁত করা হয়েছে । এবার তুমি স্টেলথ পজিশন কিংবা দৌড়ানোর সময়ও সহজে টার্গেট করতে পারবে । আর্নো ডোরিয়ানের দৌড়ানোর গতি আরো বেড়ে যাবে বিশেষ করে যখন নিচের দিকে নামবে ।
আর্নো ডোরিয়ান পারকোর আপ এবং পারকোর ডাউন নামক নতুন কিছু মুভ পারবে । গেমে তুমি জানালা বেয়ে আরো সহজেই বিল্ডিং এর ওপরে উঠতে পারবে । চাইলে বিভিন্ন স্কিলও কিনতে পারবে । এসাসিন্স ক্রিডের আগের গেমগুলোর মত এবারও সাধারণ জনগণের সাথে তুমি অনেক কিছুই করতে পারবে । তাদের থেকে কিছু ছিনিয়ে নেয়া কিংবা চুরি করা , তাদের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা ইত্যাদি । এই গেমটিতে তোমার প্রায় ১০০০ আলাদা আলাদা মানুষের দেখা মিলবে । যাদের চেহারা, কাপড় সবকিছুই থাকবে ভিন্ন ।
তুমি চাইলে কো-অপারেটিভ মাল্টিপ্লেয়ার মোডে একাধিক বন্ধুদেরকে নিয়েও খেলতে পারো । এবার প্রথমবারের মতো তুমি কো-অপারেটিভ মোডে একসাথে ৪ জনকে নিয়ে খেলতে পারবে ।
তবে এসব কিছুর সাথে এবার গেমের ডিফিকালিটি লেভেলও অনেক হার্ড হয়ে যাবে ।
চল এবার এসাসিন্স ক্রীড - ইউনিটির ম্যাপটি একবার দেখে নেই-
এসাসিন্স ক্রীড - ইউনিটির ম্যাপে দেখা যায় যে এবার গেমটির লোকেশন ৭টি অঞ্চলে বিভক্ত হয়েছে । অর্থাৎ তোমাকে এই ৭টি অঞ্চলের ভিতর খেলতে হবে ।
গেমে পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে । আর তাই গেমটির গ্রাফিক্স অত্যন্ত বাস্তবসম্মত । গেমের গ্রাফিক্স এতটাই সুন্দর যে গ্রাফিক্স দেখে যে কেউই সহজেই মুগ্ধ হয়ে যাবে । গ্রাফিক্স এর দিক থেকে এবার এসাসিন্স ক্রিড ভক্তদের জন্য আছে নতুন চমক ।
গেমের সাউন্ডও অসাধারণ । গেমের সাউন্ড গেমের সাথে মিল রেখে তৈরি হয়েছে । গেমটি যদি ভাল রেজুলেশন এবং উন্নত মানের সাউন্ড সিস্টেম দিয়ে খেলা যায় তবে গেমটি খেলে গেমার খুবই মজা পাবে ।
সবমিলিয়ে চমৎকার একটি গেম রিলিজ দিতে যাচ্ছে ইউবিসফট । তবে গেমটি খেলতে কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাদের ।
টিউনটি কেমন হল তা টিউমেন্টে জানাবে । কোনোরকম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ।
আরেকটা কথা, আমার রিভিউ, প্রিভিউ এর তথ্য, ফটো ইত্যাদি আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করি । এতে যদি কারো কোন প্রকার সমস্যা হয় তাহলে দয়া করে ক্ষমা করে দিবে ।
আমি Mr. গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর লিখেছেন। একটা কথাই বলবো যে থেমে যাইয়েন না। অনেকেই ১০ পর্বের পর আর আগায় না। ধারাবাহিকতা বজায় রাইখেন। 🙂