টিটিতে আমার দ্বিতীয় টিউন।যদি ইন্টারনেটে শুধু শুধু এমবি খরচ করতে না চান , তাহলে এই টিউনটা আপনার জন্যই।
টিটিতে গেমওয়ালা ভাইয়ের একটা টিউন আছে "কিছু হাইলি কমপ্রেসড গেম"।টিউনটার লিংক - http://goo.gl/o8PuJT
অনেকেই হয়তো টিউনটা দেখসেন।গেমগুলা ডাউনলোডও করসেন।কিন্তু ডাউনলোড করার পর একটাই সমস্যা দেখা দিসে সেটা হল জিপ ফাইলটা পাসওয়ার্ড দিয়ে লক করা। পাসওয়ার্ড ডাউনলোডের লিংকও দেওয়া আসে, কিন্তু ডাউনলোড করতে গেলে সার্ভে পূরণ করতে বলে।আর সার্ভে মানে তো জানেনই(যারা জানেন না তাদের জন্য - সার্ভে সাইটগুলো তে সাধারণত পিপিডি সাইট নামে পরিচিত।পিপিডি=পে পার ডাউনলোড।অর্থাৎ কেউ যদি পিপিডি সাইটে ফাইল আপলোড করে, অন্যরা সেখান থেকে ফাইল ডাউনলোড করলে,যে ফাইল আপলোড করে সে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পাবে।আর ফাইল ডাউনলোড করা যায় দুটি পদ্ধতিতে , ১।সরাসরি ক্রেডিট কার্ড দিয়ে ২।ফ্রিতে।ফ্রিতে ডাউনলোড করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে,যেমন- ইমেইল রেজিস্ট্রেশন,ফেসবুকে লাইক দেওয়া ইত্যাদি।একটা ডাউনলোডের জন্য ফাইল আপলোডার ১ ডলার বা ২ ডলার পায়)।
এখন আমার সাজেশন হল যে এই ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করা বন্ধ করুন।কারণ এই সাইটের সবগুলা ফাইলই ভুয়া।আমি অবশ্যই এটা ফাহাদ ভাইয়ের বিরোধিতা করার জন্য বলতেসি না , জেনশুনেই বলসি।আর আমি ফাহাদ ভাইয়ের খুব ভক্ত।
এই ফাইলগুলোর পাসওয়ার্ড হয়ত কেউ ডাউনলোড করতে পারনে নাই সার্ভের কারণে।আমিও তখন ডাউনলোড করতে পারি নাই।কিন্তু গত রমজানের সময় ডলার আপলোডে ঢুকে দেখি শুধু ফেসবুকে লাইক দিয়ে অথবা টুইট করে ফাইল ডাউনলোড করা যায় , যদিও অফারটি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়।তো আমি ওই সুযোগে বেশ কয়েকটা মুভি আর গেমসের পাসওয়ার্ড ডাউনলোড করে ফেললাম।কিন্তু এক্সট্রাকট করতে গিয়ে বের হল যে ফাইলটা ভুয়া।কারণ কৃষ ৩,ফার ক্রাই ২,ট্রান্সফরমারস,কল অফ ডিউটি,হ্যালো ২ জিপ ফাইল এক্সট্রাকট হয়,কিন্তু কেজিবি ফাইল এক্সট্রাকট করার সময় সবার শেষে লেখা ওঠে "Archive is broken"
বোঝেন মেজাজটা কিরকম হয়।আমি দুইটা গেমসের পাসওয়ার্ড দিচ্ছি।আপনারা টেস্ট করে দেখেন -
Far cry 2 - mygames4you1
Halo 2 - mout90
এইসব সাইটের বাটপাড়গুলো ভুলিয়ে ভালিয়ে ভুয়া ফাইল ডাউনলোড করিয়ে ডলার কামায়।এইরকম আরও দুইটা ওয়েবসাইট আছে।ওয়েবসাইট দুইটা হল -
http://www.movieszhub4u.com
http://www.compressedstuff4u.com
আমি মুভিস জেট হাব ফর ইয়ু ওয়েবসাইটের একটা গেমসের পাস ওয়ার্ড সংগ্রহ করেসি।গেমটা হল ব্যাটম্যান আরখাম অরিজিন্স ।পাসওয়ার্ড - loveuguyz
এক্সত্রাকট করে দেখি এই ফাইলটাও ভুয়া।আইএসও ড্যামেজড দেখায়।বোঝেন তাইলে অবস্থা,ভুয়ার সব কারবারি ।
কমপ্রেসড স্টাফ ফর ইয়ু ওয়েবসাইটটাও পরিক্ষা করে দেখসি, এই ওয়েবসাইটের ফাইলও ভুয়া।
তাই এইসব ভুয়া সাইট থেকে দূরে থাকুন।দরকার হলে টাকা দিয়ে সফটওয়্যার, গেমসের সিডি সংগ্রহ করুন।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় , এসব ভুয়া ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান।আমি যে তিনটা ওয়েবসাইটের ( highlycompressed1.blogspot.com , movieszhub4u.com , compressedstuff4u.com ) কথা বলসি , এগুলার প্রতিষ্ঠাতাও ভারতীয়।তাই এসব ভারতীয় বাটপাড়দের কাছ থেকে ১০০০০০ হাত দূরে থাকুন।ভাল থাকুন , সুস্থ থাকুন।
বিদায়।দেখা হবে আগামি টিউনে।
ফেসবুকে আমি - facebook.com/bakhtierfahim.pranto
যেকোনো প্রয়োজনে কমেন্ট করতে ভুলবেন না যেন।
আমি বখতিয়ার ফাহিম প্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই