গেমস কর্নার [পর্ব-১] : লিবারেশন ৭১ (প্রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আজ গেমস কর্নারের প্রথম টিউন । তাই আমাদের দেশের গেম নিয়েই লিখলাম । গেমটার কথা হয়তো তোমরা অনেকেই শুনেছো । গেমটির নাম হল লিবারেশন ৭১ । Liberation 71

লিবারেশন ৭১ (প্রিভিউ) :

নির্মাতাঃ
টিম ৭১

ধরনঃ
অ্যাকশন-এডভেঞ্চার,
ফার্স্ট পারসন শুটিং   

মোডঃ
সিঙ্গেল প্লেয়ার,
মালটিপ্লেয়ার

ইঞ্জিনঃ
ইউনিটি ৪

প্লাটফরমঃ
মাইক্রোসফট উইন্ডোজ

গ্রাফিক্স ডিজাইনারঃ

রিমন এ. বিভান,
ফারহান ফারুকী,
আহামেদ হাসান বাকি

কনসেপ্ট আর্টঃ
নিশাত নাইলাহ,
শেখ আসমান

মুক্তি পাবেঃ
১৬ ডিসেম্বর ২০১৪

অফিসিয়াল ওয়েবসাইটঃ
http://liberation71.com/

এটি আমাদের দেশের প্রথম 3D গেম । টিম ৭১ নামে এক তরুণ দল গেমটি নির্মাণ কাজ করছে । গেমটি তৈরিতে মোট ৪০জন তরুণ কাজ করেছে । উল্লেখ্য যে এরা কেউই প্রফেশনাল নয় । গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের ১৬ ডিসেম্বর । ২০১৪ সালের ২৫ মার্চ গেমটির ডেমো বা আলফা ভার্সন মুক্তি পায় । এই ভার্সনটি খেলে তোমরা গেম সম্পর্কে ধারণা পাবে । তোমরা লিবারেশন ৭১ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেমের আলফা ভার্সন ডাউনলোড করতে পারবে । ফারহাদ রাকিব, আসিফ, অনিক এবং অনির্বাণ রায় ফার্স্ট পারসন এ গেমটি নির্মাণে নেতৃত্ব দিয়েছে ।

স্টোরিঃ


গেমটি মূলত আমাদের দেশের ১৯৭১ সালের দীর্ঘ মুক্তিযুদ্ধকে ভিত্তি করে বানানো । আজকালকার তরুণদের উদ্দেশেই মুক্তিযুদ্ধ ভিত্তিক এই গেম তৈরি । গেমের মূল স্টোরি ১৯৭১ সালের আসল ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে । গেমে মোট ১৬টি মিশন রয়েছে । ১৬টি মিশনে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সাজানো হয়েছে গেমটির স্টোরি ।

গেম-প্লেঃ


যেহেতু এটি আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে গেম । সেহেতু গেমের মূল চরিত্র হিসেবে থাকছে ১৯৭১ সালের বিভিন্ন মুক্তিযোদ্ধা । আর শত্রু হিসেবে থাকছে পাকিস্তানী মিলিটারি ।

গেমের মিশনগুলোর সময়কাল ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর এর মধ্যে । গেমের বাড়িঘরের ডিজাইন ১৯৭১ সালের মতই করা হয়েছে ।

গেমের আলফা ভার্সনে যতক্ষণ তুমি কাউকে গুলি না করবে ততখন তোমাকেও কেউ গুলি করবে না ।

Liberation 71 (1)

গেমটিতে তোমাকে ফার্স্ট পারসন ভিউতে খেলতে হবে । যেহেতু এটি একটি শুটিং গেম তাই গেমটি খেলতে তোমাকে শুটিং এর ওপর পারদর্শী হতে হবে ।  গেমটি খেলতে অনেকটা ইএ এর ফ্রিডম ফাইটারস (Freedom Fighters) গেমটির মত মনে হবে ।

গ্রাফিক্স এবং সাউন্ডঃ


যেহেতু এটি আমাদের দেশের প্রথম গেম আর গেম নির্মাতারা কেউই প্রফেশনাল নয় সেহেতু গেমের গ্রাফিক্স অন্যান্য নতুন গেমের সাথে তুলনাদায়ক নয় । তাই গেমের গ্রাফিক্স অত্যান্ত ভাল মানের না হলেও একবারে মন্দও নয় । গেমটি খেলতে একেবারে খারাপ লাগবে না ।

চল একনজর দেখে নেই গেমটি খেলতে তোমার পিসিতে কি কি থাকা চাইঃ

সর্বনিম্ন যা দরকারঃ


OS :Windows XP, Vista
Processor :Intel Core 2 Duo E2200 or AMD Athlon 64 X2 4400+
RAM    : 2GB
Graphics Card : Intel HD 3000/ nVidia GT 210/ AMD HD 4350

ভালভাবে খেলতে হলে যা দরকারঃ


OS : Windows 7, 8, 8.1
Processor : Intel Core i3 4130 3.0 GHz or AMD FX 6300 Quad
RAM : 4GB
Graphics Card : AMD HD 7650/ nVidia GT 620

এটিই টেকটিউনসে আমার প্রথম টিউন । তাই কোন রকম ভুল হলে নিজগুণে ক্ষমা করো । ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভাল টিউন দিতে চেষ্টা করবো । ততদিন অপেক্ষা করো । বিদায়..... ! ! ! 🙂

Level 0

আমি Mr. গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valoi hoise bro….. chalie gele khusi hobo…. 🙂