বাংলাদেশের অনেক গেমারদেরি অনেক হাই পাওয়ার পিছি নায়। একারনে তারা ভালো কোণ গেমি বলতে গেলে খেলতে পারে না। আবার জাদের অনেক পাওয়ারফুল পিছি আছে তারাও অনেক সময় ভালো গেম খুজে পায়না। তাই ভাবলাম ১টা ভালো গেম নিয়ে লিখি। বর্ডার ল্যান্ডস আমার মতে ১টি সুন্দর গেম। প্রথম আলতে এর রিভিউ দেখে ভাবলাম কিনি, কিন্তু তার আগেয় আমার আর ১টা উস্তাদ বন্ধু কোইথেকে জেন গেম টা ম্যানেজ করে আনল এবং আমাকে ফোন বলে লাগবে কি না? ওই এই সব বিসয়ে অনেক উস্তাদ কিন্তু কাওকে কিছু বলে না। গেম নিয়ে এসে বলে তোর পিএনএসের সম্পাদককে খেলতেদে। 😈 সারাদিন গেম খেলবে, তোদের আর জালাবে না। 😆 যায়হক বসকে আর দেওয়া হয়নাই কিন্তু আজ সকালে খেল্লাম গেম টি। অনেক ভালো লাগলো।
গেমটির কাহিনি টাও হাস্যকর! একটি গ্রহ প্যান্ডোরা। বড়োলোক হবার গ্রহ। তো সেখানে সবাই যাই বিভিন্ন মুল্লবান সম্পদ নিতে যাতে তারা বড়োলোক হতে পারে। এই রকমি কিছু ভিনগ্রহের প্রানি গিয়ে অতি লভে তাতি নষ্টের মত বেশি সম্পদ নিতে গিয়ে আটকে যায়। তারা এখন অন্য গ্রহ থেকে বড়োলোক হতে আসাদের লুট করছে। এর মাঝে আবার ১টি ভোল্টের খবর পাওয়া যায়। যেখানে অনেক সম্পদ আছে। আপনি প্রথমে গ্রহে জাবেন। তারপরে ওই ভল্ট খুজে বের করবেন। তার পরে ওই ভল্টের ৪ টা ছাবি খুজে বের করবেন। তার পরে ভোল্ট খুলবেন। কিন্তু কিসের সম্পদ! পাবেন ১ বিসাল দানব! আপনার ভুলে এক সয়তান দানব ছাড়া পেল। এখন আপনার কাজ তাকে হারানো। এখন হারান তাকে। 😉
এই গেমটি খেলতে আপনার লাগবে
প্রসেসর: পেন্টিয়াম ৪, ২.৪ গিগা হার্জ
র্যাম: ১ গিগাবাইট।
ভিডিওকার্ড: ২৫৬ মেগাবাইট থ্রিডি গ্রাফিকস কার্ড, ডাইরেক্ট এক্স ৯.০ সাপোর্টেড
হার্ডডিস্ক ১০ গিগাবাইট খালি জায়গা।
আমাদের নিউজ সাইট থেকে ঘুরে আসুন
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।