সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অনেকেই পিছিতে গেম খেলতে Razor Game Booster ব্যাবহার করি। Game Booster টিতে অনেক সুবিধা আছে। গেম খেলার সময় FPS Show করে, তাছাড়া গেম এর performance কিছুটা হলেও বৃদ্ধি করে। তবে নুতন ভার্সনে অফলাইনে Game Booster টি run করতে গেলে শুধু লগিন করতে বলে। একবার লগিন করার পর কিভাবে পরে ইন্টারনেট ছাড়াও লগিন করতে হয় তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে গেম Game Booster টি ডাউনলোড করুন: ডাউনলোড লিঙ্ক
অন্যান্য সফটওয়্যার এর মত install করুন। এবার install শেষ হলে গেম Booster টি ওপেন করুন। Razor Game Booster এ অ্যাকাউন্ট না থাকলে Create account এ ক্লিক করে রেজিস্টার করুন।
এবার অ্যাকাউন্ট এ লগিন করে গেম add বাটন এ ক্লিক করে add করুন।
গেম add করা শেষ হলে Game Booster টি Exit করুন। এবার Folder and search options এ যেয়ে show hidden files and folders এ মার্ক করে ওকে করুন।
চিত্রের মত C:ProgramData তে যেয়ে Razer নামের ফোল্ডার টি কপি করে অন্য ফোল্ডার এ রাখুন বা zip করুন।
একি ভাবে C:UsersYour User NameAppDataLocal ("Your User Name" এ আপনার ইউজার নেম হবে) এ যেয়ে ফোল্ডার টি অন্য নামে zip অথবা rar করুন,তবে ফোল্ডার দুইটির নাম পরিবর্তন করবেন না। কোন ফোল্ডারটি কোন ফোল্ডার directory থেকে কপি করলেন তা একটি নোটপ্যাড এ path link টি কপি করে রাখুন।
এবার আপনি যদি গেম Booster টি থেকে লগআউট করেন তবে অফলাইনেও লগিন করতে পারবেন। শুধু আপনার copy, zip বা rar করা ফোল্ডার গুলো আপনার notepad এ collect করা folder path link এ যেয়ে paste করে দিয়ে ("C:ProgramData থেকে Copy করা ফোল্ডার টি C:UsersAll Users এ অবশই paste করবেন") Game Boostr টি ওপেন করে দেখুন জাদু। windows setup দেয়ার পরও শুধু ফোল্ডার দুটো paste করে ইন্টারনেট ছাড়া offline-এ আপনি Razor Game Booster ব্যাবহার করতে পারবেন লগিন ঝামেলা ছাড়াই।
এটিই আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন। সময় পেলে আমার ব্লগটিতে ঘুরে আসতে পারেন BD TuneSpot।
আমি বিজ্ঞান পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাবিত। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি বিজ্ঞানকে ভালবাসি। সারাদিন computer আর internet নিয়ে পড়ে থাকি। শুধু বিনোদনের জন্য নয়। নতুন কিছু সেখার জন্য।
ei jinista khub ekta kajer na.