AGP card ছারা AGP memory বাড়ান (not vertual)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে আদাব। এটা কোন সাইটে আমার প্রথম ব্লগ।

আজ আমরা শিখবো কি ভাবে RAM  কে AGP  মেমোরিতে রুপান্তর করা যায়।

আমি Gigabyts  H61M এর মেইনবোর্ডে ব্যাবহার করেছি। অন্য মেইনবোর্ডে ও হতে পারে।

তবে চলুন দেখা যাক।

প্রথমে কম্পিউটার চালু করার সময় মেইনবোর্ডের Setting  এ যাই।

Setting এ যেতে Del অথবা F12 চাপুন।

Setting  Window  থেকে Peripherals  Tab  এ যান।

চিত্র দেখুন।

Peripherals  Tab  থেকে Internal graphics memory size নির্বাচন  করুন।

যদি Ram 2GB হয় তবে 256 mb সিলেক্ট করুন।আর বেশি হলে আপনার প্রয়োজন অনুযায়ী সেট করুন।

চিত্র দেখুন।

সব শেষে Seve and exit দিয়া বেরিয়ে আসুন।

এবার যে GTA4 Game গ্রাফিক্স মেমোরির জন্য ওপেন হয় না সেটা ওপেন করুন

অথবা একটা High Graphics Game Play করে দেখেন।

আপনি ১০২৪ mb মেমোরি সেট করে call of duty ghost ও প্লে করতে পারবেন। এজন্য আপনার ram ৮ এর বেশি লাগবে।

ধন্যবাদ।

Level 0

আমি মানব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks a lot. Jantam kintu mone koriye deyar jonno thanks.

মনে হয় না চলবো তাও ট্রাই করে দেখি

লাভ কি হয় ? আসলেই গ্রাফিক্স মেমরি বাড়ে ?

Level 0

vai eta to apnar mother board er Internal graphics memory size ja kom besi sob mother board e thakbe ee na hole apni graphics card sara monitore kuno kusu dekhte parben na

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।