আচ্ছা ভায়েরা, দিনে কয়বার টয়লেটে যান? প্রস্নটা কেমন যেন হয়েগেল, তাইনা? আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন টয়লেট নিয়ে গেম খেলবেন? যদি খেলতে চান এখনি গুগুল প্লেয় স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এই গেমে আপনার কি কাজ? আমি বলব আপনি এই গেমে ১জন টয়লেট ম্যানেজার। আপনাকে দেখা লাগবে টয়লেট পরিস্কার আছে কি না। অথিতিদের টয়লেট দেখিয়ে দিতে হবে। নাহলে লেডিস টয়লেটে যদি ছেলে ঢুকে বা উল্টাটা ঘটে তো কি হবে, চিন্তা করে দেখুন। আবার ধরুন কেও গোসল করবে আর সাওয়ার থেকে হিম শীতল ঠাণ্ডা পানি বের হচ্ছে বা অনেক গরম পানি বের হচ্ছে তো আপনার খবর আছে। এরকম আরো অনেক মজার মজার মিশন পাবেন গেমে। আর মজার ব্যাপার হোল টয়লেটে এই গেমে আপনি খেললে মনেহয় সবথেকে বেশি মজা পাবেন।
অনেক মজা করে লিখলাম। কেও কষ্ট পেলে মাফ করবেন।
আর সবশেষে, আমি পিএনস নিউজে কাজ করছি। পড়তে পারেন আসাকরি ভালো লাগবে।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেষ পর্যন্ত টয়লেটের গেম !