EA Sports ফিফা ১৫ – Full Preview

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

শুরু কথা

আসসালামু আলাইকুম। গেম খেলে কিন্তু EA Sports FIFA সিরিজ এর ভক্ত না এমন গেমার খুঁজে পাওয়া যাবে দুর্লভ। আমি সেই ২০০৭ এ প্রথম FIFA 07 গেম টি খেলি এবং সেই থেকে ই এ এবং ফিফা সিরিজ এর ভক্ত হয়ে যাই। এরপর ফিফা ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং সর্বশেষ সংস্করণ ফিফা ১৪ সব গুলোই খেলেছি। এই সিরিজের প্রথম গেম ছিলো ফিফা ৯৪। ফিফা ১০ থেকে এই সিরিজে এক অসাধারণ পরিবর্তন আসে। আর তারপর আস্তে আস্তে প্রতিটা সিকুয়েলেই আসে দারুণ সব ফিচার যা গেমার কে নিয়ে যায় এক অন্য দুনিয়ায়। তো চলুন দেখি ফিফা ১৫ তে কী কী নতুন চমক থাকছে...

গেম টি সম্পর্কে কিছু তথ্যঃ

নামঃ FIFA 15 Feel the Game

ক্যাটাগরিঃ Sports, football simulation

ভাষাঃ ইংরেজি (US)

প্রস্তুতকারকঃ EA (Canada)

প্রকাশক: EA Sports

সিরিজঃ ফিফা

প্লাটফর্মঃ PlayStation 3, PlayStation 4, PlayStation Vita, Wii, Microsoft Windows, Xbox One, Xbox 360, Nintendo 3DS

প্রকাশনার তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০১৪ (উত্তর আমেরিকা) এবং ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউরোপ) [অন্যান্য স্থানের টা এখনো প্রকাশ করা হয় নি।]

নতুন ফিচারঃ

খেলোয়ারদের নির্ভুল পরিচয়, সঠিক শক্তি ও দ্রুততা

এই সিরিজে বাস্তবভিত্তিক কোন খেলোয়ার কোন দিকে বেশি শক্তিশালী, কোন দিকে দুর্বল সব কিছু একদম ঠিক ঠাক ভাবে দেয়া আছে বলে দাবি করেছেন নির্মাতা রা। তাছাড়া খেলোয়ার দের নির্ভুল পরিচয় ও বিভিন্ন ডিটেইলস পাওয়া যাবে গেমটিতে।

ফিফা ১৩ ও ১৪র মত এইবারও আইটেম প্লেয়ার হিসেবে থাকবেন লিওনেল মেসি।

বাস্তবভিত্তিক ভিজুয়ালস

এই গেমটিতে প্রত্যেক খেলোয়ারের চেহারা ও শারীরিক গঠন আরো স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া বাতাসের কারণে জার্সির নড়াচড়ার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে ইলেকট্রনিক আর্টস্‌।তাছাড়া পরিবেশের সাথে সাথে জার্সির অবস্থাও পরিবর্তিত হতে থাকবে। যেমন বৃষ্টি হলে জার্সি ভেজা ভেজা হয়ে যাবে, গরমে ঘামে ভিজে যাবে এমন ই কয়েকটি জিনিস। খেলার সময় যত বাড়তে থাকবে, ঘাসে ও কাঁদায় পিছলা খেলে জার্সিও তত ময়লা হতে থাকবে যা আগের সিকুয়েল গুলো তে ছিল না।

ডায়নামিক ম্যাচ উপস্থাপনা

এই ভার্সন টিতে ম্যাচ খেলার সময় অনেক বেশি রোমাঞ্চকর অবস্থার মুখোমুখি হবে খেলোয়ার রা। উন্নত ধারাবাস্যকারেরা দর্শকদের আলাদা আলাদা প্রতিক্রিয়া গুলো ফুটিয়ে তুলবেন। তাছাড়া বেঞ্চে বসে থাকা খেলোয়ারদের প্রতিক্রিয়া যুক্ত করা হবে। আগের ভার্সন গুলো তে গোল করার পর ১১ জন প্লেয়ার ই প্রতিক্রিয়া জানাতো না। কিন্তু এখন থেকে আর এমন হবে না। এই ভার্সনে ফিচার টি যুক্ত করা হয়েছে।

গোল দিছি মামা

ইমোশনাল ইন্টেলিজেন্স

বলতে গেলে এইবারের ভার্সনের সবচেয়ে বড় ফিচার এটাই। কোনামি PES 14 তে ইমোশন ফিচার টি যুক্ত করলেও ইলেকট্রনিক আর্টস্‌ তাদের ফিফা ১৪ তে ফিচার টি যুক্ত করে নি। কিন্তু ফিফা ১৫ তে এটি আসছে। এর ফলে খেলোয়ার রা মাঠে তাদের ইমোশনাল প্রতিক্রিয়া জানাবে। উদাহরণস্বরূপ,  বার্সেলোনার পিকে, রিয়াল মাদ্রিদ এর পেপে কে ফাউল করে বল নিয়ে গেলো। কিন্তু রেফারি কিছু বলল না। এর ফলে পেপে, পিকের ওপর রেগে গেল এবং পেপে কে আবার গিয়ে ফাউল করল। অতঃপর, পাখি পাকা পেপে খায়, রিয়াল মাদ্রিদের পেপে লাল কার্ড খায়! 😆 এমনিভাবে ম্যাচের এক এক সময় অবস্থা অনুযায়ি খেলোয়ার দের মুড বদলাতে থাকবে। আবার আত্মবিশ্বাস এর ব্যাপার টিও যোগ করা হবে।

বল ডা দিয়া দে জলদি!

ম্যান টু ম্যান ব্যাটল

এই ফিচার টি আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু এর জন্য আপনি খেলায় আলাদা মজা পাবেন। কারণ এখন বিপক্ষ দল আরো শক্তিশালী হবে। ধরেন আপনি আপনার দলের কোন এক প্লেয়ার কে বল পাস করলেন। কিন্তু মইদ্ধে খান দিয়া আরেক জন আইসা চুরি কইরা নিয়া গেলোগা আপনের বল। মনডায় চায়!  😡 তাছাড়া বিপক্ষ দলের থেকে বল ছিনিয়ে নেয়া হয়ে উঠবে আরো কষ্টকর।তাছাড়া এই গেম টিতে বিপক্ষ দলের খেলোয়ারদের শার্ট নিয়ে টানাটানি করা যাবে [ছিড়া ফালাইয়েন না যেন্‌। :mrgreen: ] তবে এতো কিছুর পর যখন গোল টা দিবেন তখন আপনারই অনেক ভালো লাগবে। 😀

গোলকিপার ঘুমায় কেল্লিগা?

বাস্তব পরিবেশ

ইলেক্ট্রনিক আর্টস এবার পরিবেশ নিয়ে আলাদা ভাবে কাজ করেছে। মাঠে এখন আপনার খেলোয়ারের পায়ের ছাপ পড়ে যাবে, স্লাইড ট্যাকল করলে সেটার ছাপ পড়ে যাবে, কর্নার ফ্লাগ গুলো আগে নড়াচড়া করতো না। কিন্তু এখন থেকে নড়বে। গোল বারে বেশি জোরে বলের আঘাত লাগলে তা ঝাঁকি দিয়ে উঠবে।

টিম ট্যাক্টিক্স

এবার থেকে আপনার দলের অন্য খেলোয়ার রা বুঝতে পারবে কোন পরিবেশে কিভাবে খেলতে হবে এবং বাস্তবে যে যেমন ভাবে খেলে তেমন ভাবে খেলবে। যেমন গোলের দরকার হলে সবাই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে। আর যদি ২-৩ টা মাইরা দেন, তাইলে বল নিয়া মাঠের মধ্যে ঘুমান।

সিস্টেম রিকোয়ারমেন্টস

ভালোভাবে খেলতে হলে:

OS: Windows ভিস্তা/সেভেন/এইট/এইট পয়েন্ট ওয়ান -64-bit
CPU: Intel i5-2550K @ 3.4Ghz
RAM: 8GB
Hard Drive Space Required: 15.0 GB
Supported Video Cards: ATI Radeon HD 6870, NVIDIA GTX 460
DirectX: 11.0

ন্যুনতম দরকার:

OS: Windows V/7/8/8.1 -64-bit
CPU: Intel Q6600 Core2 Quad @ 2.4Ghz
RAM: 4GB
Hard Drive Space Required: 15.0 GB
Minimum Supported Video Cards: ATI Radeon HD 5770, NVIDIA GTX 650
DirectX: 11.0

শেষ কথাঃ

আমি একজন JSC পরীক্ষার্থী। এই বছর আর ব্লগিং করবো না বলে ঠিক করেছিলাম। কিন্তু অনেক দিনের আশা ছিলো টেকটিউনসে টিউন করবো। সেই সুযোগ পেয়ে আর দেরি করলাম না। আমার জন্য দোয়া করবেন। আর মারুফ ভাই কে ধন্যবাদ। তাঁর জন্যই আমি টেকটিউনস এ যে নতুন করে রেজিস্ট্রেশান শুরু হয়েছে তা জানতে পেরেছি। ভালো লাগলে বা খারাপ লাগলে টিউমেন্ট করবেন আর ভুল গুলো ধরিয়ে দিবেন।

Level 0

আমি অয়ন হোসেন রাশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

i am waiting for this game 😀 btw good tune…

সুন্দর প্রিভিউ। জে এস সি পরীক্ষার শুভকামনা রইল

joss hoise bro…… 14 khelte khelte hat dhoira gese.notun kchui drkr…….

ফিফা 14 এর প্যাচ গুলো ডাউনলোড করে খেলতে পারেন। নতুন কিছু পাওয়া যাবে।

কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।