একশন-এডভেঞ্চার ধাঁচের গেমস সিরিজ গ্র্যান্ড থেফট অটো’র ৯তম সংস্করণ হচ্ছে লির্বাটি সিটি স্টোরিস। গেমটি নির্মাণ করেছে রকস্টার লিডস এবং রকস্টার নর্থ আর প্রকাশ করেছে রকস্টার গেমস। গেমটি ২০০৫ সালের অক্টোবরে প্লে-স্টেশন পোর্টেবল কনসোলের জন্য মুক্তি পায়। জাপানে গেমটির মুক্তি দেয় ক্যাপকম।
যাদের প্লে-স্টেশন ২ কিংবা প্লে-স্টেশন পোর্টেবল নেই তারা এখনো গেমটি খেলতে পারো নি। আর কম্পিউটারে প্লে-স্টেশন ২ এর এমুলেটর দিয়ে গেমটি খেললেও স্পিড (FPS) খুবই কম! তবে কি আমরা গেমটি খেলতে পারবো না??
অবশ্যই পারবো! কারণ আমি আছি না!! :p গেমটি এবার পিসিতেও খেলা যাবে!!
মূল নির্মাতাঃ
রকস্টার লিডস,
রকস্টার নর্থ
পিসি সংস্করণ নির্মাতাঃ
গেমওয়ালা
প্রকাশ করেছেঃ
রকস্টার গেমস
ইঞ্জিণঃ
San Andreas ইঞ্জিণ
খেলা যাবেঃ
উইন্ডোজের যে কোনো সংষ্করণে
মুক্তি পেয়েছেঃ
২০০৫ সালের অক্টোবরে PSP এর জন্য,
২০০৬ সালের জুনে PlayStation 2 এর জন্য,
২০১৩ সালের এপ্রিলে PlayStation 3 এর জন্য!
আর পিসি সংস্করণে এই টিউনের মাধ্যমে আমি মুক্তি দিলাম!! 😀
ধরণঃ
একশন এডভেঞ্চার
খেলার ধরণঃ
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইটের বিল্ট ইন এজেপি ,
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩ )
ডাইরেক্স এক্স ৯.০সি
লির্বাটি সিটির গেম-প্লে গ্র্যান্ড থেফট অটো ৩ (১৯৯৯) গেমটির সাথে ব্যাপক ভাবে সাদৃশ্যমান। কারণ জিটিএ ৩ গেমটিতেও একই পটভূমি ব্যবহার করা হয়েছে। তবে লির্বাটি সিটি স্টোরিস গেমটিতে মোটরসাইকেল, পোষাক পরিবর্তন, ক্যামেরা মুভিং ফ্রিডম, সাঁতার কাটা সহ আরো অনেক নতুন ফিচার রয়েছে।
আর গেমটিতে তোমাকে টনি ক্লিপরিয়ানি এর ভূমিকায় খেলতে। ভাড়াটে ঘাতক পেশায় থাকার কারণে ডন স্যালভেটর লিওন এর অনুরোধে একজনকে খুন করে। আর এর প্রতিক্রিয়া হতে বাঁচতে টনি কয়েক বছরের জন্য আত্মগোপনে থাকে। আর এরপর ডন স্যালভেটর তাকে লির্বাটি সিটিতে নিয়ে আসেন এবং নিজের দল (Mafia Family) এর বিভিন্ন কাজে লাগিয়ে দেন।
টনি গেমটির বিভিন্ন মানুষের কাজ থেকে অর্থের বিনিময়ে মিশন গ্রহণ করতে পারবে যেমন ডন স্যালভেটর, ল্যাভেটর এর স্ত্রী মারিয়া, জেডি ও’টুল, ভিনচেনজো চিলি এমনকি টনির মা’র কাছ থেকেও।
গেমটির পটভূমি ১৯৯৮ সালের লির্বাটি সিটিতে সাজানো হয়েছে।
(খালিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ গেমটি আপলোড করে দেওয়ার জন্য)
http://www.mediafire.com/download/314i9d8p70887p0/LCSPC.rar
পাসওর্য়াডঃ
gamewalafahadLCSpe142@
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
PS2 তে আছে বাট মজা লাগে না গ্রাফিক্স ভালো না , ডাউনলোড দিতাছি মোড মনে হয় ভালোই করছেন exited 😀