গেমস জোন [পর্ব-২৬৪] :: জিটিএ লির্বাটি সিটি স্টোরিস – পিসি সংস্করণ!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গেমস জোন

একশন-এডভেঞ্চার ধাঁচের গেমস সিরিজ গ্র্যান্ড থেফট অটো’র ৯তম সংস্করণ হচ্ছে লির্বাটি সিটি স্টোরিস। গেমটি নির্মাণ করেছে রকস্টার লিডস এবং রকস্টার নর্থ আর প্রকাশ করেছে রকস্টার গেমস। গেমটি ২০০৫ সালের অক্টোবরে প্লে-স্টেশন পোর্টেবল কনসোলের জন্য মুক্তি পায়। জাপানে গেমটির মুক্তি দেয় ক্যাপকম।

যাদের প্লে-স্টেশন ২ কিংবা প্লে-স্টেশন পোর্টেবল নেই তারা এখনো গেমটি খেলতে পারো নি। আর কম্পিউটারে প্লে-স্টেশন ২ এর এমুলেটর দিয়ে গেমটি খেললেও স্পিড (FPS) খুবই কম! তবে কি আমরা গেমটি খেলতে পারবো না??

অবশ্যই পারবো! কারণ আমি আছি না!! :p গেমটি এবার পিসিতেও খেলা যাবে!!

মূল নির্মাতাঃ

রকস্টার লিডস,

রকস্টার নর্থ

পিসি সংস্করণ নির্মাতাঃ

গেমওয়ালা

প্রকাশ করেছেঃ

রকস্টার গেমস

ইঞ্জিণঃ

San Andreas ইঞ্জিণ

খেলা যাবেঃ

উইন্ডোজের যে কোনো সংষ্করণে

মুক্তি পেয়েছেঃ

২০০৫ সালের অক্টোবরে PSP এর জন্য,

২০০৬ সালের জুনে PlayStation 2 এর জন্য,

২০১৩ সালের এপ্রিলে PlayStation 3 এর জন্য!

আর পিসি সংস্করণে এই টিউনের মাধ্যমে আমি মুক্তি দিলাম!! 😀

ধরণঃ

একশন এডভেঞ্চার

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইটের বিল্ট ইন এজেপি ,

উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩ )

ডাইরেক্স এক্স ৯.০সি

লির্বাটি সিটির গেম-প্লে গ্র্যান্ড থেফট অটো ৩ (১৯৯৯) গেমটির সাথে ব্যাপক ভাবে সাদৃশ্যমান। কারণ জিটিএ ৩ গেমটিতেও একই পটভূমি ব্যবহার করা হয়েছে। তবে লির্বাটি সিটি স্টোরিস গেমটিতে মোটরসাইকেল, পোষাক পরিবর্তন, ক্যামেরা মুভিং ফ্রিডম, সাঁতার কাটা সহ আরো অনেক নতুন ফিচার রয়েছে।

আর গেমটিতে তোমাকে টনি ক্লিপরিয়ানি এর ভূমিকায় খেলতে। ভাড়াটে ঘাতক পেশায় থাকার কারণে ডন স্যালভেটর লিওন এর অনুরোধে একজনকে খুন করে। আর এর প্রতিক্রিয়া হতে বাঁচতে টনি কয়েক বছরের জন্য আত্মগোপনে থাকে। আর এরপর ডন স্যালভেটর তাকে লির্বাটি সিটিতে নিয়ে আসেন এবং নিজের দল (Mafia Family) এর বিভিন্ন কাজে লাগিয়ে দেন।

টনি গেমটির বিভিন্ন মানুষের কাজ থেকে অর্থের বিনিময়ে মিশন গ্রহণ করতে পারবে যেমন ডন স্যালভেটর, ল্যাভেটর এর স্ত্রী মারিয়া, জেডি ও’টুল, ভিনচেনজো চিলি এমনকি টনির মা’র কাছ থেকেও।

গেমটির পটভূমি ১৯৯৮ সালের লির্বাটি সিটিতে সাজানো হয়েছে।

পিসি সংস্করণের ফিচারঃ

  • ভাইস সিটি স্টোরিস পিসি সংস্করণের মতোই এই গেমটিতেও ব্যবহার করেছি জিটিএ স্যান এনড্রেস এর ইঞ্জিণ। তাই স্যান এনড্রেস এর গ্রাফিক্স পাওয়া যাবে গেমটিতে
  • লির্বাটি সিটি স্টোরিস এর মুল মিশন সহ সাইড মিশন
  • লির্বাটি সিটি স্টোরিস এর যাবতীয় চরিত্রসমূহ
  • লির্বাটি সিটি স্টোরিস এর গাড়ি
  • লির্বাটি সিটি স্টোরিস এর ম্যাপ (মডিফাইড জিটিএ ৩ ম্যাপ)
  • নিজস্ব গ্রাফিক্স আপডেট সহ আরো অনেক কিছুই
প্রথম মিশনের শুরুতে. ..
টনি!
স্টোরিলাইন, গেম-প্লে সবাই অরিজিনাল শুধু গ্রাফিক্স টা San Andreas এর
পুরাই জিটিএ ৩ এর ম্যাপ l
হোন্ডার!
এটা San Andreas থেকে আনা হয়েছে :p
সব ধরণের পিসিতেই খেলা যাবে গেমটি। 😀

ডাউনলোডঃ

(খালিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ গেমটি আপলোড করে দেওয়ার জন্য)

http://www.mediafire.com/download/314i9d8p70887p0/LCSPC.rar

পাসওর্য়াডঃ

gamewalafahadLCSpe142@

বিঃদ্রঃ

  • গেমটি “লির্বাটি সিটি স্টোরিস” এর প্লে-স্টেশন ২ সংস্করণের থেকে মডিফাইড করা
  • গেমটিতে পিসি তে আনার জন্য স্যান এনড্রেস এর ইঞ্জিণ ব্যবহার করেছি।
  •  কোনো প্রকার খারাপ উদ্দেশ্যে (Evil intents) গেমটি মডিফাইড করেনি।
  • গেমটি সবর্ত্র শেয়ার করতে পারবেন কিন্তু টাকা উপাজর্নের উদ্দ্যেশে গেমটি কোনো ভাবেই বিতরণ করা যাবে না। অন্যথায় আপনার বিরুদ্ধে কপি রাইট এক্ট প্রযোজ্য হবে
  • গেমটি ডাউনলোড করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

PS2 তে আছে বাট মজা লাগে না গ্রাফিক্স ভালো না , ডাউনলোড দিতাছি মোড মনে হয় ভালোই করছেন exited 😀

ধন্যবাদ টিউনের জন্য।

Download করে খেলে দেখলাম ,ভালো লাগল । কিন্তু Cheat Code গুলি কি ? plz জানাবেন ।

আপনার Share করা Liberty City Pc Edition Game টা Download করে WinRAR এর Best mood/ 7Zip ultra Method এ Compress করে দেখি Size মাত্র 423Mb যেখানে আপনার Share করা ফাইলটি 723 MB এর মতো । তাই অনুরোধ ফাইলগুলি plz Compressed করে Share করবেন ।