কেমন আছেন সবাই ? ভাল আছেন নিশ্চয়ই? ব্যস্ততার কারনে কয়েকদিন টিউন করা থেকে বিরত ছিলাম । এখন থেকে আবার নিয়মীত হবার চেষ্ঠা করবো । আজকে super Mario গেমস দিয়ে টিউন সাজিয়েছি । এই গেমসটির সাথে অনেকেই পরিচিত আছেন ।এবং এটি যে খুবই চমৎকার গেমস তাতো বলারই অবকাশ রাখেনা । আর এই গেমসটির বেশ কিছু ভাল লাগার মত ভার্সন আজকে সবার সাথে শেয়ার করবো ।যা আপনি আপনার পিসিতে ইনষ্টল দিয়ে মেতে থাকতে পারবেন মারিওর জগতে । চলুন তাহলে শুরু করা যাক :
Super Mario fusion 2010 18mb
Super Bros 3 Mario Forever v55 23.2mb
Mario Forever Advance 20mb
Mario forever galaxy 28mb
Mario Forever Block Party 29mb
Super Bros 3 Mario Forever Lost Map 6mb
Super Mario Ice Tower 5mb
এখানে প্রতিটি version এ বেশ কয়েকটি level দ্বারা তৈরী যেখানে মজাদার প্র্রতিটি level সাবধানতার সাথে অতিক্রম করে লক্ষ্যে পৌছতে হয় ।খেলার জন্য shift, arrowkey, spacebar, mouse, z button এগুলোর মাধ্যমে খেলতে হয় প্রত্যেকটি version এর সাথে কিভাবে খেলতে হবে direction দেওয়াই আছে ।তাই আর বেশী লিখার প্রয়োজন মনে করিনি screenshot এর মাধ্যমে দেখানোর চেষ্ঠা করেছি ।আমি এখানে জনপ্রিয় কয়েকটি version তুলে ধরেছি এবং বেশীরভাগ version ই portable।
আপনি আপনার পছন্দ অনুযায়ী download করতে পারেন সবগুলো version বা আপনার পছন্দের টি । এছাড়া ও আপনারা চাইলে অনলাইন থেকে পছন্দমত আর ও version নামাতে পারেন এবং উপভোগ করতে পারেন mario জগৎ । তো আজ এই পর্যন্তই ।সবাইর জন্য শুভ কামনায়………আল্লাহ হাফেজ ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
স্বপ্না আপু , আপনার উপস্হাপনখুব সুন্দর হয়েচ্ছে, পুরানো দিনের স্বৃতি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ………..।