Hello গেমার বন্ধুরা, আশা করি সবাই ভাল আছ।
গেম নিয়ে এটা আমার প্রথম পোস্ট।
আজ তোমাদের যে গেমটির সাথে পরিচয় করিয়ে দিব, সেটির নাম- AERO FIGHTERS 2. ছেলেবেলায় ভিডিও গেমস এর দোকানে গিয়ে কতবার যে এই গেমটি খেলেছি, তার কোন হিসাব নেই।
যাই হোক, আমার মতে, গেমটি এক কথায় অসাধারণ। শুধু একবার খেললেই বুঝতে পারবে। গেমটিতে হিরো হিসাবে ছয়টি ফাইটিং প্লেন থেকে যেকোন একটি বেছে নিতে পারবে। তারপর শুরু হবে রোমাঞ্চকর সব মিশন।আর বেশি বর্ণনায় যাব না। নিজেরাই খেলে দেখ.....
গেমটি মূলত একটি Emulator দিয়ে খেলতে হয়। তবে তোমাদের সুবিধার্থে আমি ROM টি যথাস্থানে PASTE করে দিয়েছি। তাই তোমাদের আর কস্ট করতে হবে না। শুধু আমার দেয়া নিচের ডাউনলোড লিঙ্ক থেকে জিপ
ফাইল টি ডাউনলোড করার পর Extract করে "Winkawaks.exe" ফাইল টি রান করতে হবে।
এবার নিচের ছবির মত File >Load Game এ ক্লিক করতে হবে।
এবার নিচের মত ডানপাশ থেকে Only Available বক্সে টিক দিয়ে বামপাশের Titel এ যে গেমের নাম আছে, সেখানে ডাবল ক্লিক করলেই গেম চালু হয়ে যাবে।
তবে তুমি তোমার ইচ্ছামত key Change করে নিতে পার।
তাহলে আর দেরী না করে ৫ মেগাবাইটের এই গেমটি এখান থেকে ডাউনলোড করে নাও।
নিচে গেমটির কিছু Screenshot দিয়ে দিলাম। Happy Gammmmmiiiinnnngggg.........
Note:- গেমটি তোমাদের ভাল খারাপ যাই লাগুক, Comment করলে খুব খুশী হব 🙂
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
good অনেক ভালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ