ডাউনলোড করুন জোসস্ একটি গেম। না দেখলে সত্যিই মিস !!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Hello গেমার বন্ধুরা, আশা করি সবাই ভাল আছ।
গেম নিয়ে এটা আমার প্রথম পোস্ট।
আজ তোমাদের যে গেমটির সাথে পরিচয় করিয়ে দিব, সেটির নাম- AERO FIGHTERS 2. ছেলেবেলায় ভিডিও গেমস এর দোকানে গিয়ে কতবার যে এই গেমটি খেলেছি, তার কোন হিসাব নেই।
যাই হোক, আমার মতে, গেমটি এক কথায় অসাধারণ। শুধু একবার খেললেই বুঝতে পারবে। গেমটিতে হিরো হিসাবে ছয়টি ফাইটিং প্লেন থেকে যেকোন একটি বেছে নিতে পারবে। তারপর শুরু হবে রোমাঞ্চকর সব মিশন।আর বেশি বর্ণনায় যাব না। নিজেরাই খেলে দেখ.....

গেম খেলতে হলে যা করতে হবে :-

গেমটি মূলত একটি Emulator দিয়ে খেলতে হয়। তবে তোমাদের সুবিধার্থে আমি ROM টি যথাস্থানে PASTE করে দিয়েছি। তাই তোমাদের আর কস্ট করতে হবে না। শুধু আমার দেয়া নিচের ডাউনলোড লিঙ্ক থেকে জিপ
ফাইল টি ডাউনলোড করার পর Extract করে "Winkawaks.exe" ফাইল টি রান করতে হবে।
এবার নিচের ছবির মত File >Load Game এ ক্লিক করতে হবে।

7

এবার নিচের মত ডানপাশ থেকে Only Available বক্সে টিক দিয়ে বামপাশের Titel এ যে গেমের নাম আছে, সেখানে ডাবল ক্লিক করলেই গেম চালু হয়ে যাবে।

9

গেমের Keyboard Settings :-

  • কয়েন নেয়ার জন্য F3 চাপতে হবে।
  • Player-1 হিসাবে খেলার জন্য F1 চাপতে হবে।
  • Default Key হিসাবে এগুলো দেয়া আছে-
  • W = up
    S = down
    A = left
    D = right
    NUM-7 = shoot
    NUM-8 = bomb attack

তবে তুমি তোমার ইচ্ছামত key Change করে নিতে পার।

তাহলে আর দেরী না করে ৫ মেগাবাইটের এই গেমটি এখান থেকে ডাউনলোড করে নাও।
নিচে গেমটির কিছু Screenshot দিয়ে দিলাম। Happy Gammmmmiiiinnnngggg.........

1

2

3.

4

Note:- গেমটি তোমাদের ভাল খারাপ যাই লাগুক, Comment করলে খুব খুশী হব 🙂

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good অনেক ভালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    তানভীর ভাই, আপনারেও অনেক thanks.

Fine…………………………Thankyou for your Game.

ভালো হয়েছে……….

ডাউনলোড দিলাম ভাই। দেখি খেলে কেমন লাগে। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাল গেমস , গেমস লোড করার পরে বাহির হওয়ার সময় Exit দিলে কাজ হয় না কেন ।

    কমল ভাই, গেমটি যদি Exit করতে চান, তাহলে প্রথমে “ENTER” চাপুন, তারপর Exit করুন। দেখেন কাজ হবে। ধন্যবাদ।

হিমু ভাই গেম তো চলতেছে না.আপনি যেভাবে বলছেন ওই ভাবে ট্রাই করেছি

    অর্নব ভাই, problem তো হবার কথা না, আপনি প্রথমে “Winkawaks.exe” ফাইল টি রান করুন। তারপর file>load game এ ক্লিক করুন। এবার ডানপাশ থেকে Only available box এ ক্লিক করুন। তাহলেই দেখবেন বাম পাশে শুধু একটি গেম আছে। গেমটিতে ডাবল ক্লিক করলেই চালু হবে। খুব সোজা। আপনি ২য় Screenshot দেখতে পারেন। লাল দাগ দেয়া আছে। কোন problem হলে জানাবেন।

ভাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

সুমন, হেরার আলো, মঈনউদ্দিন ভাই, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কমেন্ট করার জন্য।

ভাই কি যে বলবো এই গেম দোকানে খেলতে গিয়ে কতবার যে মার খেয়েছি মায়ের হাতে তার কোন হিসাব নেই।আপনি তো আবারো আমাকে মার খাওয়ানোর ব্যাবস্থা করলেন…….. 🙁

    হে হে হে …. এখন আর মাইর খাইবেন ক্যান? এখন তো আর ভিডিও গেমস এর দোকানে গিয়া খেলতাছেন না………

ধন্যবাদ হিমু ভাই

খেলতে ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ডাউনলোড দিলাম।

    ধন্যবাদ সাইদ ভাই। আশা করি গেমটি আপনার ভাল লাগবে।