গেমস জোন [পর্ব-২৬০] :: কল অফ ডিউটি ২ – অনলাইন মাল্টিপ্লেয়ার (নির্দেশিকা)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

চলছে রমজানের মাস। এখন চাইলেই সকল গেমস খেলা যায় না! মানে কখন কি সামনে এসে পড়ে !! তাই বসে বসে এই মাসটি অনলাইনে গেমস খেলে সময় কাটাতে পারেন। আজ আমি তেমনই একটি অন্যরকম গেমস জোনের টিউন করতে যাচ্ছি। গেমস জোনে এই অনলাইন মাল্টিপ্লেয়ার নিয়ে আগে কোনো টিউন হয় নি।

যাই হোক, কোনো গেমের অনলাইন মাল্টিপ্লেয়ার সুবিধা উপভোগ করতে হলে প্রথম শর্ত হলো উক্ত গেমটির অরিজিনাল কী (Key) থাকতে হয়। আর বাংলাদেশি টাকায় যেকোনো অরিজিনাল গেমস এর দাম শুরু হয় ৩০০০ টাকা থেকে। তবে কি আমরা অনলাইন মাল্টিপ্লেয়ার খেলতে পারবো না?? অবশ্যই পারবো !!

কল অফ ডিউটি ২! কল অফ ডিউটি সিরিজে বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি মাল্টিপ্লেয়ার গেম। গেমটিতে ল্যানের মাধ্যমে মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা থাকায় এটি বাংলাদেশের দোকানে দোকানে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সাধারণ গ্রাফিক্স কার্ড দিয়ে চমৎকার ভাবে গেমটি খেলা যায়! আর গেমটির অনলাইন মাল্টিপ্লেয়ার ফিচারটিও এবার খুবই সহজে উপভোগ করা যাবে!

যা যা থাকতে হবে তোমার কাছেঃ

  • একটি কল অফ ডিউটি ২ এর কপি। (অবশ্যই পাইরেটেড!)
  • কল অফ ডিউটি ২ এর পাইরেটেড কী!
  • ৫১২ কেবিপিএস এর ইন্টারনেট কানেকশন (এর নিচে হলে ল্যাগ দিবে)
  • ডুয়ার কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম এবং রাডিয়ন এইচডি ৫৪৫০ গ্রাফিক্স কার্ড – এই কনফিগারেশনের একটি পিসি! তবে যত হাই কোয়ালিটির পিসি হবে ততই খেলে মজা পাওয়া যাবে।

ধাপসমূহঃ

  •  তো প্রথমেই তোমার কাছে কল অফ ডিউটি ২ গেমটি থাকতে হবে। না থাকলে এখনই দোকান হতে কিনে আনো অথবা ডাউনলোড করে নাও :

টরেন্টঃ http://kickass.to/call-of-duty-2-pc-dvd-key-1-3-patch-nocd-crack-t2564305.html

  • ডাউনলোড কিংবা গেমটি দোকান হতে কিনে আনার পর তোমার পিসিতে ইন্সটল দাও।
  • এরপর গেমটির মাল্টিপ্লেয়ার প্রোগ্রাম (CoD2MP_s) টি চালু করো।
  • এবার একটি পাইরেটেড কী গেমটিতে প্রবেশ করাতে হবে। সেটা করার জন্য Multiplayer Option থেকে Enter CD key অপশনে ক্লিক করো। ৪ ঘর গ্যাপ বিশিষ্ট একটি সিডি কী বক্স আসবে। এখানে তোমাকে একটি ২০ অক্ষরের সিডি কী প্রবেশ করাতে হবে।

নিচের যেকোনো একটি কী উক্ত ঘরে প্রবেশ করাওঃ

W5E7-6L5Z-66WZ-AUG7-63C3
W5HA-3557-666Q-JQGZ-232E
W5HA-ZHEL-666Q-L66X-CD23
W55E-QE6E-66Q6-EWE6-76DD

PWWJ-EQJG-7AEP-Q5P5-1C87
G6AE-57JJ-Q5G6-WJPP-E1D9
PPX6-6P6Q-7X3E-AZEA-20B0
P7QH-Q5U7-7U5W-EQ3Z-14AF
G3X7-6QZU-QZ3Z-A573-538F
PEJX-AZJH-7G7L-6PPW-5797
PUHP-3QL3-776J-J5XU-3887
PLP7-GAZG-7JZZ-HG75-E677
PUL3-X6UX-77UU-7H3L-E677

35WZ-E3WQ-UUGU-Q7WW-C18C
WZHP-ZGQW-5Q3A-LHHQ-AFE8
EZWX-U7JX-WQ5P-6JUU-1F21
63EX-G7WQ-ZLXH-56ZU-7ADD

63EG-J5LG-WZW5-3QX5-2CED
GXJP-XPPA-QP7J-7ZJQ-A96E
PWP5-36PG-7AZG-JHJ5-A34D
6LWX-5W6X-WJEL-WEEL-97FC

W5E7-6L5Z-66WZ-AUG7-63C3
W5HA-3557-666Q-JQGZ-232E
W5HA-ZHEL-666Q-L66X-CD23
W55E-QE6E-66Q6-EWE6-76DD
PWWJ-EQJG-7AEP-Q5P5-1C87
G6AE-57JJ-Q5G6-WJPP-E1D9
PPX6-6P6Q-7X3E-AZEA-20B0
P7QH-Q5U7-7U5W-EQ3Z-14AF
G3X7-6QZU-QZ3Z-A573-538F
PEJX-AZJH-7G7L-6PPW-5797
PUHP-3QL3-776J-J5XU-3887
PLP7-GAZG-7JZZ-HG75-E677
PUL3-X6UX-77UU-7H3L-E677
XEZL-GZWX-XQZG-GEGU-EEFC
WUEH-ALAL-67WW-6UQX-A771
WH7U-P5AJ-6QJ3-UQQP-C04A
WH5G-AHAG-6QQ5-66Q5-4A61
WHUE-A55G-6QL6-6QG5-C92C
WULQ-HU7X-67UA-GLZL-66A5
WH5H-LX77-6QQW-Z3ZZ-25F8
W5HE-AJ3W-6666-67UH-3D0A
WAXQ-6A73-6W3A-AGZU-574E
WULZ-WUUG-67U7-5L35-4379
WHAG-L3QH-6QG5-ZXAW-3FC5
WULP-ZLPL-67UJ-LUJX-0AD3
WAQQ-56LJ-6W5A-WHXP-FD7A
WH63-EW7W-6QHU-QEZH-ADC2
WHXW-LU6G-6Q3H-ZLE5-F855
WU5H-QZA7-67QW-EPQZ-7016
WH7J-3XW7-6QJP-J3HZ-3B14
WH3P-GWA5-6QXJ-HEQG-603E
WHLX-JLXW-6QUL-3ULH-107A
W5E7-3L65-66WZ-JUEG-32D4
WAQ7-6EUX-6W5Z-AW3L-7529
WUJW-XWWL-677H-7EHX-718E
WUPJ-L5WZ-67ZP-ZQH7-A4AF
WUPJ-L5WZ-67ZP-ZQH7-A4AF
WH3A-3AZ7-6QXQ-JG7Z-4ABE
WHXL-PXEW-6Q3X-U36H-5AB2
WUH6-HGEX-676E-GA6L-4C92
WUEQ-5XAP-67WA-W3QJ-530D
WUQH-JEHP-675W-3WWJ-F8CC
WU5U-Q6WP-67Q3-EHHJ-D76E

WUEH-ALAL-67WW-6UQX-A771
WHY8-DONT-U463-GET4-UROWN
ASDA-SDAS-DASD-ASDA-SDASD
LGJA-LZPJ-LPGQ-5EWQ-D6BE
G3G6-WHXG-QZAE-56L5-6A37
55P2 M75X PTMD UDCX 3E38
CP2C UH7E HW8L E7XD 034C
WCL1 TXHW 5UDH MLDD 4DFC
1UL1 8XTC HEM5 TEE8 3303
XEZL-GZWX-XQZG-GEGU-EEFC
Q3AX-UZ5J-XPHZ-X3PJ-FBFE
LXH5-655J-ZQEU-H6UW-65DE
7XJP-7WWL-5ZZ6-77G6-EC0C
WAPL-WXE6-6WZX-536E-3192
WA75-WQX7-6WJG-55LZ-F7F0
PWQE-ZPLU-7A56-LZX3-36C2
GU6L-EPA6-Q7HX-QZQE-BF7F
W5JG-GJJU-6675-H7P3-5BD3
WAHZ-6ZHW-6W67-APWH-3221
PG5Q-6HEG-7EQA-A665-09BA
PGQE-WPWX-7E56-5ZHL-B507
P57Q-GZ5H-76JA-HPGW-E7EC
P3HA-AHP7-7Z6Q-66JZ-7D11
6LPE-H5GZ-WJZ6-GQ57-943E
WH5G-6HL6-6QQ5-A6XE-5630
6WAE-JXE7-WAG6-336Z-C2DB
GZZE-Z5PQ-Q3P6-LQJA-1676
PEEP-XLGX-7GWJ-7U5L-87B7
6ZQG-G7JU-W355-HJP3-A79C
G6U5-6G7H-Q5LG-AAZW-2919
W55P-QAQ3-66QJ-EGAU-3314
GPAL-3AZW-QXGX-JG7H-1CE2
G75W-7LEH-QUQH-XU6W-7F18
G566-5LHL-Q6HE-WUWX-EF56
63UX-XH7P-WZLL-76ZJ-4689
WAHG-6QEQ-6W65-A56A-D813
WH3Q-5GAJ-6QXA-WAQP-7157
G7PZ-GPPQ-QUZ7-HZJA-D173
GWXA-U6LQ-QA3Q-PHXA-04D8
WHJ6-GQ77-6Q7E-H5ZZ-DFB0
GALZ-5LWH-QWU7-WUHW-0FC9
GEPZ-EWJ3-QGZ7-QEPU-64FD
WHQ5-XWQZ-6Q5G-7EA7-67DD
6ZJ5-G6LZ-W37G-HHX7-F704
6AZU-U5P5-WWP3-PQJG-5197

WU5P-EZ5A-67QJ-QPGQ-51AC
GHQ7-LAAJ-QQ5Z-ZGQP-4E3B
WA7X-QHW7-6WJL-E6HZ-BF6D
G3AH-QPL3-QZGW-EZXU-A894
WAEU-JLHU-6WW3-3UW3-5C89
WH33-7AU6-6QXU-XG3E-E77D
WHW6-GJQA-6QEE-H7AQ-C091
66QH-P5HZ-W55W-UQW7-63D1
GJE5-AXGQ-QLWG-635A-BEFD
GZEU-LZ5J-Q3W3-ZPGP-46A0
PQ3J-Z77Z-7HXP-LJZ7-017D
P5PZ-Z5X3-76Z7-LQLU-1EEB
65LA-G5EJ-W6UQ-HQ6P-0E26
63UH-3HAJ-WZLW-J6QP-4C79
G5J7-LUG3-Q67Z-ZL5U-2CBF
PJE3-6PPQ-7LWU-AZJA-8440
WUQ3-WJPH-675U-57JW-0BEF
GWWA-PP55-QAEQ-UZGG-E550
W5EP-HQHQ-66WJ-G5WA-D223
WA7A-QEHJ-6WJQ-EWWP-564C
GPGW-X55Z-QXAH-7QG7-982D
6JZA-AGEZ-WLPQ-6A67-DCE9
W5JG-UP56-6675-PZGE-F909
G6PL-G7XW-Q5ZX-HJLH-D4BD
636A-5L6H-WZHQ-WUEW-7B81
6LL7-5LPU-WJUZ-WUJ3-70B6
PH7W-L53G-7QJH-ZQU5-17C1
63UP-LLUU-WZLJ-ZU33-2AA5
66A7-Z365-W5GZ-LXEG-391A
W5HE-A5Z7-6666-6Q7Z-09A2

W5EE-7X3E-66W6-X3U6-2711
P33J-3G67-7ZXP-JAEZ-B482
GPZA-GLHA-QXPQ-HUWQ-38B0
P5L7-36UH-76UZ-JH3W-77AD
65WP-ZWQ3-W6EJ-LEAU-1657
6Z5E-U7W6-W3Q6-PJHE-862B
PUZP-36AE-77PJ-JHQ6-6071
GGZP-UEAH-QEPJ-PWQW-3DFA
WAXH-UXPX-6W3W-P3JL-6F3A
W5J5-7A7J-667G-XGZP-0A6B
PLWU-GL5L-7JE3-HUGX-9F96
63L3-JJ5J-WZUU-37GP-3EEC
WHHJ-7PWE-6Q6P-XZH6-3C13
XQL3-G3WP-JULE-XPU6-EF07
P6A6-PP3L-WEZ3-7JZE-BE5A
P5GJ-AE7W-75EX-H5ZH-D08E
U6UW-37UL-EAUE-JLLX-ADB7
JULG-AGUP-XLZL-U7U5-570D
DU3P-P3YG-U4SP-SPDP-B0FF
DPQY-KFG5-GBQ9-9T27-QQGD

কী প্রবেশ করানোর পর Valid বাটনে ক্লিক করো। Key appears to be Valid বার্তা আসবে।

তারপর মেইন মেনু থেকে Find Game অপশনে ক্লিক করো। সেখান থেকে Refresh List বাটনে ক্লিক করলেই অনেকগুলো সার্ভার লিষ্ট তোমার সামনে চলে আসবে। উল্লেখ্য যে, Source: Internet এবং Connection: LAN/Cable/DSL অপশনগুলো চেক করা থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোমাকে নেট কানেক্ট করেই এগুলো করতে হবে!! লুল!

৩। খেয়াল করো, যেহেতু পাইরেটেড কী দিয়ে খেলা হচ্ছে তাই যে সার্ভারগুলো Cracked লেখা থাকবে শুধু মাত্র সেগুলোতেই খেলা যাবে। আর প্রত্যেকটি সার্ভারে প্রথমবার কিছু ফাইল ডাউনলোড করে নিতে হয়। যা কোনো সার্ভারে প্রবেশ করার আগেই ডাউনলোড অটোমেটিক ভাবে হয়। তাছাড়াও যদি কাষ্টম ম্যাপে খেলা হয় তাহলেও সার্ভারে প্রবেশের আগে ম্যাপ টি অটো ডাউনলোড হয়ে নিবে।

৪। এরপর কল অফ ডিউটি ২ গেমটি খেলতে থাকো!! গেমটিতে কয়েক ধরণের গেম মোড রয়েছে যেমন, টিম ডেডম্যাচ (tdm), ডেডম্যাচ (dm), ক্যাপচার দা ফ্ল্যাগ (ctf), জুম্বিস (zm) ইত্যাদি!!

আর অনেক ক্ষেত্রে তোমাকে ইউজার নেম এবং পাসওর্য়াড দিয়ে সার্ভারে প্রবেশ করতে হবে এবং এগুলোতে র‌্যাঙ্ক সিস্টেমও থাকে! যেটি খুবই মজার!

দ্রষ্টব্যঃ

  • অনলাইনে খেলার সময় কখনোই চিটকোড / হ্যাক / ট্রেইনার এগুলো ব্যবহার করা যাবে না। চিট করছো এটা ধরা পড়লে উক্ত সার্ভার থেকে আজীবনের জন্য ব্যান হতে পারো তুমি।
  • যতজন প্লেয়ার একটি সার্ভারে খেলবে তত বেশি মেগাবাইট কাটবে। সর্বোচ্চ ৪৪ জন প্লেয়ারের একটি সার্ভারে যদি তুমি খেলো তাহেল প্রতি ঘন্টায় কমবেশি ৫০ মেগাবাইট করে নেট খরচ হবে তোমার ।
  • আর এখানে তুমি মানুষের সাথে খেলবে। মানে তোমার যা বুদ্ধি ওদেরও তাই বুদ্ধি। তাই প্রথম প্রথম গেমটি খেলতে গিয়ে একটু কঠিনই মনে হবে।
  • কল অফ ডিউটি ২ এর আসল সার্ভারে তুমি ঢুকতে পারবে না, যেহেতু তুমি পাইরেটেড ইউজার!!
  • কোনো সময় সিডি কী ভেলিড না হলে অন্য সিডি কী দিয়ে ট্রাই করতে হবে
  • এক্সট্রা কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না কল অফ ডিউটি ২ অনলাইন মাল্টিপ্লেয়ার খেলার জন্য।
  • গেমটির অনলাইন মাল্টিপ্লেয়ার ফিচারটি নেট স্পিড এবং পিসি স্পিড এদুটোর উভর নির্ভর করে।

আশা করি এবার কল অফ ডিউটি ২ গেমটি তোমরা অনলাইনে খেলতে পারবে!! আর মাঠে নামার আগে Option থেকে Player Name ফিল্ডে তোমার নাম লিখতে ভূলবে না যেন!! আর হ্যাঁ, অবশ্যই এন্টিভাইরাস একটিভ রাখবে খেলার সময়!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যে সার্ভার গুলো পাচ্ছি তার মধ্যে ক্রাক লেখা কোনো সার্ভার দেখছি না