গেমস জোন [পর্ব-২৫৭] :: Grid Autosport ২০১৪ প্রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গ্রিড অটোস্পোর্ট একটি রেসিং ভিডিও গেম নির্মাণ করেছে কোডমাস্টার এবং তারাই গেমটি প্রকাশ করবে। গেমটি ২০০৮ সালের গ্রিড এবং ২০১৩ সালের গ্রিড ২ গেমসগুলোর সিকুয়্যাল হিসেবে আসছে। মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য গেমটি ২৪ জুন বাজারে আসছে। গেমটিতে ইন-কার ক্যামেরা ভিউ, অথেনটেটিক হ্যান্ডেলিং সাথে ২২টি লোকেশনের ১০০টি রাস্তা!

নিমার্তা এবং প্রকাশ করবেঃ কোডমাস্টার

ইঞ্জিনঃ EGO

খেলা যাবেঃ মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে

মুক্তি পাচ্ছেঃ জুন ২৭, ২০১৪ সালে

ধরনঃ রেসিং

খেলার ধরনঃ সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

  • কোর আই ৫ প্রসেসর,
  • ৪ গিগাবাইট র‌্যাম,
  • ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড
  • উইন্ডোজ সেভেন এবং
  • ডাইরেক্স এক্স ১০

প্রথম গেমটির প্রায় চার বছর গ্রিড ২ এসেছিল গত বছর (২০১৩)! গ্রিড ফ্যানরা অনেক আশা নিয়ে ছিল গ্রিড ২ গেমটির প্রতি। কিন্তু ফ্ল্যাশব্যাক সহ কিছু “কাল্পনিক” ফিচার গেমটির বাস্তবিক মজাটাকে নষ্ট করে দেয়! তবে বছর না ঘুরতেই সেইসব আশাহত ফ্যানদের নতুন কিছু দিতে আসছে গ্রিড সিরিজের পরবর্তী সংস্করণ গ্রিড অটোস্পোর্ট।

থাকছে না স্টোরি লাইন ফিচার সম্বলিত WSR সিরিজ, থাকছে না Patrck Callaghan, থাকছে না গ্যারেজ এবং ইন-গেম কম্পিউটার সিস্টেম! গেমটি সাম্প্রতিক কালের F1 গেমসের মতো করে “লাইনার” ভাবে সাজানো হয়েছে।

বাস্তবিকতা! হ্যাঁ! বর্তমান যুগের গেমস নির্মাতারা এই বাস্তবিকতার উপর জোড় দিচ্ছেন! গেমকে যতটা সম্ভব বাস্তব করা যায়। গ্রাফিক্স, গেম-প্লে, ফিচার সব কিছুই বাস্তাবিক চাই ই চাই! আর তাই এখনকার যুগের গেমস গুলো চালাতে লাগছে উচ্চ গতির পিসি!

অবশ্য গ্রিড ২ গেমটি বিল্ট ইন ইন্টেল এইচডি গ্রাফিক্সেও স্মুথ ভাবে খেলা যেতো, এবার দেখা যাক গ্রিড অটোস্পোর্ট গেমটি আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে।

২০০৭ সালের প্রথম গ্রিড গেমটির হ্যান্ডেলিং এবং বেশ কটি ফিচার গ্রিড অটোস্পোর্ট গেমটিতে ফিরে আসছে। ‍আর গেমটির মূল চমক থাকছে এর গ্রাফিক্স নয় এর গাড়ির হ্যান্ডেলিং! আর তা হলো গেমটির প্রত্যেকটি গাড়ির নিজস্ব হ্যান্ডেলিং সিস্টেম থাকছে! আরো থাকছে ৫টি রেস নিয়ম! সাথে গেমটিতে থাকছে Touring Cars, GT Cars, Single-Seaters Cars, Muscle Cars, Drift Cars, Supercars, Hypercars, Prototypes গাড়ি সহ আরো অনেক কিছুই!

গেমটিতে থাকছে ২২টি লোকেশন, এদের মধ্যে রয়েছৈ Hockenheim, Sepang, Jarama, ‍San Francisco ইত্যাদি। আর ১০০টির বেশি রাস্তার থাকবে গেমটিতে। উল্লেখ্য যে, গ্রিড এবং গ্রিড ২ গেমস দুটোর সকল রাস্তার মিলিয়েও গ্রিড অটোস্পোর্ট গেমটির রাস্তা বেশি থাকছে!

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের  সাইট থেকে : http://www.gamewala.net

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Core i3 3220 3rd Gen a cholbe?