যেকোনো গেমের ডিক্সের দোকানে যাও। দেখবে যে, জিটিএ সিরিজের বাংলাদেশী অ-নে-ক মোডিং করা গেমস দেখবে। যেমন জিটিএ সিরাজগঞ্জ! ঢাকার কিং কং! রুপসা! ইত্যাদি ইত্যাদি!!!
আর আমি বইসা বইসা এতদিন এইসব পিচ্চি পোলাদের মোডিং দেখছিলাম আর হাসছিলাম!! আর না! এবার বানিয়ে ফেললাম খুলনা সিটি!
জিটিএ ৩ এর অঞ্চল + জিটিএ ভাইস সিটি এর ফিচার + আমার নিজস্ব গ্রাফিক্স ইঞ্জিণে চমৎকার গ্রাফিক্স + সব নতুন মিশন + নতুন গাড়ি + নতুন গান এছাড়াও আরো অনেক কিছু দিয়েই গেমটি সাজিয়েছি!!
মিশন এবং স্টোরিলাইন এখনই বললাম না! গেমটি খেলে তারপর তোমাকে সেটা জানতে হবে!!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
লিঙ্ক কই ? না এটা বিঞ্জাপন দেওয়ার জায়গা