গেমস জোন [পর্ব-২৫৪] :: গ্র্যান্ড থেফট অটো : খুলনা সিটি!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গেমস জোন

যেকোনো গেমের ডিক্সের দোকানে যাও। দেখবে যে, জিটিএ সিরিজের বাংলাদেশী অ-নে-ক মোডিং করা গেমস দেখবে। যেমন জিটিএ সিরাজগঞ্জ! ঢাকার কিং কং! রুপসা! ইত্যাদি ইত্যাদি!!!

আর আমি বইসা বইসা এতদিন এইসব পিচ্চি পোলাদের মোডিং দেখছিলাম আর হাসছিলাম!! আর না! এবার বানিয়ে ফেললাম খুলনা সিটি!

জিটিএ ৩ এর অঞ্চল + জিটিএ ভাইস সিটি এর ফিচার + আমার নিজস্ব গ্রাফিক্স ইঞ্জিণে চমৎকার গ্রাফিক্স + সব নতুন মিশন + নতুন গাড়ি + নতুন গান এছাড়াও আরো অনেক কিছু দিয়েই গেমটি সাজিয়েছি!!

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

  • ডুয়ার কোর প্রসেসর,
  • ২ গিগাবাইট র‌্যাম,
  • ২৫৬ মেগাবাইট এজিপি
  • ২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস
  • উইন্ডোজ এক্সপি
  • ডাইরেক্ট এক্স ৯

মিশন এবং স্টোরিলাইন এখনই বললাম না! গেমটি খেলে তারপর তোমাকে সেটা জানতে হবে!!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিঙ্ক কই ? না এটা বিঞ্জাপন দেওয়ার জায়গা

    @রুহুল আমিন: এটা বিঞ্জাপন না যাস্ট রিভিউ, এটা খেলতে হলে আপনাকে কিনে খেলতে হবে , বুঝেছেন।

    গেম এর জন্য অনেক সোর্স আছে আমার কাছেই তো আছে বিশাল ভান্ডার FTP Server কিন্তু কোন গেমটা আমি খেলবো, কোন গেমটা খেললে ভালো লাগবে সেটা জানাটাই আমার কাছে এখন মুখ্য বিষয়। তাই এই ধরনের পোস্ট আমার কাছে বিশাল একটা পাওয়া। সুতরাং এটা বিজ্ঞাপন নয় আমাদের মতন গেমারদের জন্য এটাই অনেক কিছু। আপনারা তো শুধু গেম খেলেন কেউ তো রিভিউ দেন না। নিজে খেললে হবে, অন্যকেও তো জানানো উচিত গেমটা কেমন। কষ্ট করে ইনস্টল করার পর যদি ভালো না লাগে?

    ধন্যবাদ ফাহাদ ভাইকে এই ধরনের পোস্ট কষ্ট করে দেয়ার জন্য। আমি অনেক কষ্টে আজ উনাকে খুঁজে আবার বের করেছি। সার্ভার থেকে কোন গেমটা নামাবো জানার জন্য।

এই ধরনের টিউন করাটা ঠিক বলে মনে করলাম না …
টেক্টিউন্স শেয়ার করার জায়গা বিজ্ঞাপন দেয়াটাকে মেনে নিতে পারলাম না

    @ধীমান সরকার বাপ্পী: এটা বিঞ্জাপন না যাস্ট রিভিউ

      Level 0

      @মাহমুদ কলি।: ভাই রিভিউ দেয়ার পর টিউনার এর কাছ থেকে কিনে নিতে বললে সেটা বিজ্ঞাপন হয়। এটা আপনার বোঝা উচিৎ।

        @Naiem: প্রথমে এটা রিভিউ হিসাবে ধরে নিতে হবে, পরে হয়তো কোনদিন আপনাদের খেলার জন্য টিউনার ফুল ভার্শণ আপলোড করবেন। যেহেতু এটা অনে কস্ট করে টিউনার এডিট করেছেন তাই আমার উচিত তার কস্টকে মুল্যয়ন করা।

Level 0

হ মূল্যায়ন যদি করা লাগে তাইলে অন্য জায়গা দিয়া করান । টেক্টিউন্সে করান লাগবোনা এখানে সবাই সব কিছু ফ্রী দেয়