গেমারদের জন্য চিটবুক ২০১০!!! যার নেই এখানে নজর বুলান

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম!!!!

আশা করি সৃষ্টিকরতার অশেষ রহমতে ভাল আছেন!

টিউনটি শুধু গেমারদের জন্য!! তবে নন গেমাররাও পরতে পারেন!

গেমস! কি এক অদ্ভুত সৃষ্টি! সবাইকেই আক্রিষ্ট করে নিমিশে। যখন খুব ছোট ছিলাম, বাসায় কমপিউটার ছিল না; তখন কতই না কষ্ট করেছি গেমস খেলার জন্য। বাহিরে গেমস খেলার দোকানে সারা দিন গেমস নিয়ে ব্যস্ত থাকতাম। এর জন্য কত মার আর কত বকা যে খেয়েছি বলার বাইরে!

থাক হিস্ট্রি বাদ দেই & মুল কথায় আসি। আমি এখনো গেমস খেলি। শুধু আমি না আমার মত আরো কত জন গেমস পাগলা {মাফ করবেন} আছে?

টিউন টি তাদের জন্যই। যারা সুপার গেমার তারা ইতিমধ্যেই এটি ডাউনলোড করে ফেলেছেন! কিন্তু যারা সময়ের অভাবে বা কোন কারণে ডাউনলোদ করতে পারেন নি তারা ডাউনলোদ করে নিতে পারেন নিচে প্রদত্ত লিঙ্ক থেকে। তার আগে চলুন দেখে নেই কি আছে এই চিটবুক ২০১০ তে!!!!!!!

এটি একটি ফ্রিওয়্যার। এতে আপনি শুধু কম্পিউটার না;গেমস খেলা জন্য বিভিন্ন কনসোল যেমন-Playstation 1, Playstation 2, Playststation 3, Sega, Nintendo 64, DVD, Gameboy Advance, iPhone, Gameboy Color, N-Gage, Nintendo DS, PSP, Xbox, Gamecube, Dreamcast, Xbox 360, Super Nintendo সহ আরো অনেক কনসোলের চিট পাবেন। আরেকটি কথা এতে যে শুধুমাত্র চিতকোডই পাবেন তা না; এতে গেমসের বিভিন্ন মিশন কিভাবে কম্পলিট করতে হয় + কিভাবে খেল্লে ভালো হবে + কোথায় কিভাবে কি কি করতে হবে + কোন বসকে কিভাবে মারতে হবে ইত্যাদি আরো বেশ অনেক কিছুই দেয়া আছে। যা আপনার গেমস খেলার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলবে।

এতে আরও যেসব সুবিধা আছে---

১.এটি ব্যবহার করা বেশ সহজ। একটা বাচ্চাও পারবে!

চিটবুক বায় ডিজে আরিফ

২.আপনি চাইলে নতুন চিটকোড যুক্ত করতে পারবেন।

৩.আপনি চিটকোড ইডিটও করতে পারবেন!

৪.পারসোনাল ডাটাবেজ তৈরি করতে পারবেন।

৫.সারচ করার ব্যবস্থাও আছে।চিটবুক বায় ডিজে আরিফ

৬.আপনার ইছামত ছবি এবং লিঙ্ক যুক্ত করতে পারবেন।

৭.আপনার পছন্দের গেমস গুলোকে আপনার ফেবারিট লিস্টে যুক্ত করতে পারবেন।

চিটবুক বায় ডিজে আরিফ

৮.প্রতি মাসেই আপডেট করা হয়।{ যা আপনাকে ডাউনলোড করে নিতে হবে}

৯.প্রায় সকল গেমসের চিটকোডই এই চিটবুকে পাবেন।

১০.এছাড়া আরও অনেক সুবিধাই আছে যা সময়ের অভাবে লিখতে পারলাম না{ সরি }


ডাঊনলোড করুন এখানে (50.72MB)

সবাই প্লিজ কেমন লাগল জানাবেন!

আর আমার সাইটি ভিজিট {ইচ্ছা হলে} করে কেমন হল জানাবেন! {মহৎ হারট অয়ালা ব্যক্তিরা}

http://www.djarifrocks.tk


Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mobile game er nai……

    Sorry! আবরার ভাইয়া মোবাইল গেমের নাই!
    তবে যদি পাই কখনো তাহলে জানাবো!

ভালো লাগলো।

    আপনার কমেন্ট শুনে আমারও ভালো লাগলো!
    আপনার নাম টা কিন্তু ভালই!!!!!!!!!

    http://djarifrocks.tk

Level 0

ধন্যবাদ আপনাকে শেয়ার করারা জন্য ।

    আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য!

ভালোই ধন্যবাদ আপনাকে।

গেমারদের জন্য খুবই প্রয়োজনীয় টিউন, গেমার ভাইরা কই????????????

    আসলেই পাভেল ভাই গেমার ভাইরা কই??????????

    ভাই যারা গেমে চিটকোড ব্যাবহার করেন তাদের আমি গেমার হিসেবে মানিনা।

    @ মেরাজ০৭ ভাইয়া! আমি কিন্তু সবাইকেই চিটকোড ব্যবহার করতে বলছিনা। কারণ চিট ব্যবহার করলে গেমের মজাই থাকে না! প্রথমে নরমালি গেমস খেলতে হবে তারপর শব কিছু জানা হয়ে গেলে তারপর চিট ইউস করা উচিত! কিন্তু অনেক সময় গেমস খেলতে গিয়ে এমন অনেক সমস্যা আস্তে পারে যা আপনি সল্ভ করতে পারছেন না তখন চিটবুকে দেয়া হিন্টস গুলো ইউস করে সুবিধা পেতে পারেন!

আরে ভাই লিংক তো কাজ করে না।

DJ ARIF ROCKS ভাই.!
আপনার সাইটি গুরে এলাম ..
আপনি একটা উপকার করেন..
এম এস পাওয়ার পয়েন্ট বাংলা ই-বুকটা পাইলে দিয়েন..
অনেক খুযেছি পাইনাই.
আমাকে সাহায্য করেন..
দোয়া শুভ কামনা..

Level 0

ভাই আরিফ আমি SeriousSam II এর চিট গুলু use করতে পারতেছিনা pls এটা খি ভাভে use করব জানিএ দিলে ভাল হইত।