গেমস জোন [পর্ব-২৫৩] :: গেমওয়ালার ‍দুনিয়ায় স্বাগতম!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

প্রায় প্রতিদিনই হাজারো নতুন নতুন গেমস বাজারে আসছে। এই তো কিছু দিন আগেও একসাথে চারটি গেমস বের হলো। কিন্তু যারা মনোযোগ দিয়ে গেমস খেলে তাদের কাছে অবশ্যই পুরোনো কোনো গেমস একে বারে মনে গেথে থাকে। উদাহরণ হিসেবে ভাইস সিটির কথাটাই ধরা যায়! কত জনপ্রিয় হয়েছিল গেমটি বাংলাদেশে!

তাই আমি, আমার বহুদিনের শখ গেমস মোডিং করা! এবং তা অলরেডি শুরু করে দিয়েছি!! আর তা নিয়েই আজকের আমার এ টিউন। জানি না কে কিভাবে দেখবে এই টিউনকে।

গেমওয়ালা প্রজেক্ট দিয়ে আমি কাজ করে যাচ্ছি পুরোনো সব গেমসগুলোকে নতুন স্বাদ দেবার। বর্তমানে হাতে যেসব গেমসের কাজ চলছে তাদের সংক্ষিপ্ত বিবরণ দিলামঃ

Need For Speed Most Wanted (2005)

নিড ফর স্পিড সিরিজের বহুল জনপ্রিয় গেমস হচ্ছে ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড গেমসটি। গেমটিতে আমি নতুন গাড়ি, ২৪ ঘন্টা আবহাওয়া সিস্টেম (দিন-রাত-গোঁধূলি-কুয়াশা), কঠিন পুলিশ সহ আরো অনেক কিছুই যোগ করেছি।

গেম-প্লে ভিডিওঃ https://www.youtube.com/watch?v=wAO2teWH52o

নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে গেমটিতে নতুন নতুন গাড়ি থাকা দরকার। তাই প্রায় ৮০টির উপরে নতুন নতুন গাড়ি গেমটিতে যুক্ত করেছি আমি। তবে তুমি চাইলে আসল / অরিজিনাল গাড়িগুলো নিয়েও খেলতে পারবে।

পুলিশ এর ক্ষমতা বাড়িয়ে দিয়েছি বহুগুনে! এবার আসল মজা পাওয়া যাবে! ১ম তারকাতেই ১০০টি পুলিশ আর রোডব্লকের মুখোমুখি হতে হবে তোমাকে! আর যত তারকা বাড়বে ততই আরো কঠিন হতে থাকবে পুলিশগুলো!! আর এখন ১০ তারকা পর্যন্ত ওয়ান্টেড লেভেল বাড়ানো যাবে!!

রয়েছে রাস্তা, ট্রাফিক গাড়ি, গাছপালা, দেয়াল, আকাশ সহ গেমটির প্রায় সবকিছুরই টেক্সচার নতুন করে সাজানো হয়েছে। এতে যেমন হাই কোয়ালিটির গ্রাফিক্স পাওয়া যাবে, তেমনি উচ্চ মানে পিসিরও দরকার হবে না!!

এবার আসি আবহাওয়া ফিচারে! গেমটি এবার দিন-রাত-সকাল-বিকেল ইত্যাদি আবহাওয়ায় খেলা যাবে!! রাতের বেলা গাড়ির হেড-লাইটের আলো তোমায় পথ দেখতে সাহায্য করবে!

আর ধোঁয়ার ইফেক্ট এ সাথে আগুনের ইফেক্ট যোগ করেছি! এবার গাড়ির সাথে সংর্ঘষ হলে আগুন জ্বলবে!!

  • সাইজ – ৪.২০ গিগাবাইট
  • স্ট্যাটাস – রেডি!

GTA San Andreas

ভাইস সিটিকে বাংলাদেশে বহুবার মোড করা হয়েছে! এই যেমন সেদিনও ডিক্সের দোকানে গিয়ে দেখলাম ভাইস সিটি সিরাজগঞ্জ! ভাইস সিটি ঢাকার কিং কং!! ইত্যাদি (!!) কিন্তু স্যান এনড্রেস গেমটি নিয়ে মোড করাই হয়নি তেমন! তাই আমি বসে না থেকে স্যান এনড্রেস গেমটিকে মোড করলাম!!

গেমটিতে আমি নতুন টেক্সচার দিয়ে সাজিয়েছি, জিটিএ ৪ এর ম্যাপ দিয়েছি, জিটিএ ৫ এর রাডার দিয়েছি, জিটিএ ৪ এবং জিটিএ ৫ এর অনেক ফিচার গেমটিতে যুক্ত করেছি। গাড়ি নতুন দেওয়া হয় নি ক্রাশের / বাগের কারণে!!

  •  সাইজঃ ৫ গিগাবাইট
  •  স্ট্যাটাস: রেডি!

ভাইস সিটি এইচডি!!

ভাইস সিটির গ্রাফিক্সকে একদম নতুন করে ঢেলে সাজিয়েছি!! ভাইস সিটিকে এভাবে আগে কেউ কোনোদিন দেখেনি!! একবার গেম-প্লে টি দেখে নিনঃ

পুলিশের সাথে মারামারিঃ https://www.youtube.com/watch?v=gtsK5TYb0TI

শহর ঘুরে দেখানোঃ https://www.youtube.com/watch?v=WfqW5WF2ah8

ভাইস সিটিকে অযথা নতুন নতুন গাড়ি না দিয়ে আমি এর গ্রাফিক্স এর উপর জোড় দিয়েছি। খুব শীঘ্রই গেমটি আপনাদের খেলার জন্য রেডি হবে।

  •  সাইজঃ ১৭.৪ গিগাবাইট
  •  স্ট্যাটাসঃ জুলাই ২০১৪ সালে মুক্তি পাবে

জিটিএ ৪ এইচডি!!

জিটিএ ৫ পিসিতে খেলতে পারছেন না দেখে দুঃখ?? তাতে কি? এবার আমার জিটিএ ৪ এইচডি গেমটি খেলে দেখুন! জিটিএ ৫ এর চেয়েও চরম গ্রাফিক্স !!

  •  সাইজঃ ১৪ গিগাবাইট
  •  স্ট্যাটাসঃ পহেলা জুন  (২০১৪) থেকে পাওয়া যাবে

জিটিএ ৩ এইচডি!

জিটিএ সিরিজের সবচেয়ে পুরোনো গেমস (যেটি পিসিতে খেলা যায়) কে নতুন গ্রাফিক্স দিয়ে ঢেলে সাজাচ্ছি! তবে এই গেমটির কাজ এখনো শুরু হয় নি

  •  সাইজঃ ১৩ গিগাবাইট
  •  স্ট্যাটাসঃ জুলাই, ২০১৪ থেকে পাওয়া যাবে

জিটিএ স্যান এনড্রেস এইচডিঃ

ভাইস সিটির মতোই স্যান এনড্রেস গেমটিকে সাজাচ্ছি নতুন গ্রাফিক্স দিয়ে! ভাইস সিটির সাথেই গেমটি পাওয়া যাবে । গেম-প্লেঃ https://www.youtube.com/watch?v=qNnvvCuuipM

  •  সাইজঃ ১৪ গিগাবাইট
  •  স্ট্যাটাস” জুলাই, ২০১৪ থেকে পাওয়া যাবে

 

ক্রাইসিস (২০০৭):

ক্রাইসিস সিরিজের প্রথম গেমটির গ্রাফিক্স যদিও সেসময় কালে অসাম তবে এখন কার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে গেমটিরও নতুনত্ব আনা দরকার! গেমটির কাজ চলছে!

কল অফ ডিউটি ২ (মাল্টিপ্লেয়ার)

হ্যাঁ!! মাল্টিপ্লেয়ার (নেট এবং ল্যান) এ খেলার জন্য কল অফ ডিউটি ২ গেমটির বাংলাদেশে জনপ্রিয়! গেমটিতে নতুনত্ব নিয়ে আমি আসছি খুবই শীঘ্রই!!

ম্যাশ ইফেক্ট ৩

ম্যাশ ইফেক্ট সিরিজের সর্বশেষ গেমস ম্যাশ ইফেক্ট ৩ কে আরো উন্নত গ্রাফিক্স দিয়ে সাজায়েছি। থাকছে আলো-ছায়ায় খেলা, নতুন টেক্সচার সহ আরো অনেক কিছুই!

টেষ্ট ড্রাইভ আনলিমিটেড (২০০৭)

গেমটির গেম-প্লে চরম!! আর গেমটি খেললে মনে হয় সিলেটের চা-বাগানের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভিং করে যাচ্ছি! তবে গেমটির গ্রাফিক্স মটেও সুবিধার নয়। তাই গেমটির গ্রাফিক্স আমি আরো ভালো করার চেষ্টা করছি!

নিড ফর স্পিড – মোষ্ট ওয়ান্টেড গেমওয়ালা এডিশন এক্সট্রিম

সবচেয়ে বেশি কাজ করছি এই গেমটির উপর। মুল লক্ষ্য হচ্ছে আপনাদের নতুন গ্রাফিক্স উপহার দেবার! ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড গেমটি এবার আপনার একদম নতুন গ্রাফিক্সে খেলতে পারবেন। তবে দুঃখের কথা হচ্ছে গেমটির কাজ কবে নাগাদ শেষ হবে না বলতে পারছি না 🙁 !

বর্তমানে আপাতত এই কটি গেমসের মোড নিয়ে কাজ করছি। আপনার চাইলে আপনাদের পুরোনো কোনো পছন্দের গেমের নাম দিতে পারেন। আমি আমার সাধ্যমতো সেটিকে মোড করার চেষ্টা করবো। আর একটি কথা, আপনারা যদি আমার এই গেমসগুলো বাজারে ডিক্স আকারে বের করার ব্যবস্থা করতেন তাহলে, বাংলাদেশের সবাই গেমসগুলো সংগ্রহ করতে পারতো! আর এই বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই, কেউ সহযোগীতা করলে উপকৃত হতাম!!

গেমস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ফেসবুকের গেমস জোনের পেজেঃ http://www.facebook.com/games.zone.bd

ধন্যবাদ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এদের ই-মেইল পাঠাতে পারেনঃ http://itnextdigital.com/
এদের মোবাইল নম্বরঃ +8801689371947

গেমওয়ালা ভাই Avatar the game এইটা মড করুন।

Level 0

koi pabo apnr eishob Game ??

আপনি তো খালি ফাঁকা মাঠে গোল করে যান। একটা গেম রিভিউও আপনার লেখার কাছে পাত্তা পায় না। লেখায় তো পারিনা, তাই ভাবছি গেম মডিং এ আপনার সাথে পাল্লা দিব কিনা। আপনি অনুমতি দিচ্ছেন তো?

Level 0

আমার মনে হই sanandreas গেমটা আমার থেকে বেশি এডিট করতে পারেন নাই

Game gulo Download/Pabo korbo kivhabe?

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।