প্রায় প্রতিদিনই হাজারো নতুন নতুন গেমস বাজারে আসছে। এই তো কিছু দিন আগেও একসাথে চারটি গেমস বের হলো। কিন্তু যারা মনোযোগ দিয়ে গেমস খেলে তাদের কাছে অবশ্যই পুরোনো কোনো গেমস একে বারে মনে গেথে থাকে। উদাহরণ হিসেবে ভাইস সিটির কথাটাই ধরা যায়! কত জনপ্রিয় হয়েছিল গেমটি বাংলাদেশে!
তাই আমি, আমার বহুদিনের শখ গেমস মোডিং করা! এবং তা অলরেডি শুরু করে দিয়েছি!! আর তা নিয়েই আজকের আমার এ টিউন। জানি না কে কিভাবে দেখবে এই টিউনকে।
গেমওয়ালা প্রজেক্ট দিয়ে আমি কাজ করে যাচ্ছি পুরোনো সব গেমসগুলোকে নতুন স্বাদ দেবার। বর্তমানে হাতে যেসব গেমসের কাজ চলছে তাদের সংক্ষিপ্ত বিবরণ দিলামঃ
নিড ফর স্পিড সিরিজের বহুল জনপ্রিয় গেমস হচ্ছে ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড গেমসটি। গেমটিতে আমি নতুন গাড়ি, ২৪ ঘন্টা আবহাওয়া সিস্টেম (দিন-রাত-গোঁধূলি-কুয়াশা), কঠিন পুলিশ সহ আরো অনেক কিছুই যোগ করেছি।
গেম-প্লে ভিডিওঃ https://www.youtube.com/watch?v=wAO2teWH52o
নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে গেমটিতে নতুন নতুন গাড়ি থাকা দরকার। তাই প্রায় ৮০টির উপরে নতুন নতুন গাড়ি গেমটিতে যুক্ত করেছি আমি। তবে তুমি চাইলে আসল / অরিজিনাল গাড়িগুলো নিয়েও খেলতে পারবে।
পুলিশ এর ক্ষমতা বাড়িয়ে দিয়েছি বহুগুনে! এবার আসল মজা পাওয়া যাবে! ১ম তারকাতেই ১০০টি পুলিশ আর রোডব্লকের মুখোমুখি হতে হবে তোমাকে! আর যত তারকা বাড়বে ততই আরো কঠিন হতে থাকবে পুলিশগুলো!! আর এখন ১০ তারকা পর্যন্ত ওয়ান্টেড লেভেল বাড়ানো যাবে!!
রয়েছে রাস্তা, ট্রাফিক গাড়ি, গাছপালা, দেয়াল, আকাশ সহ গেমটির প্রায় সবকিছুরই টেক্সচার নতুন করে সাজানো হয়েছে। এতে যেমন হাই কোয়ালিটির গ্রাফিক্স পাওয়া যাবে, তেমনি উচ্চ মানে পিসিরও দরকার হবে না!!
এবার আসি আবহাওয়া ফিচারে! গেমটি এবার দিন-রাত-সকাল-বিকেল ইত্যাদি আবহাওয়ায় খেলা যাবে!! রাতের বেলা গাড়ির হেড-লাইটের আলো তোমায় পথ দেখতে সাহায্য করবে!
আর ধোঁয়ার ইফেক্ট এ সাথে আগুনের ইফেক্ট যোগ করেছি! এবার গাড়ির সাথে সংর্ঘষ হলে আগুন জ্বলবে!!
ভাইস সিটিকে বাংলাদেশে বহুবার মোড করা হয়েছে! এই যেমন সেদিনও ডিক্সের দোকানে গিয়ে দেখলাম ভাইস সিটি সিরাজগঞ্জ! ভাইস সিটি ঢাকার কিং কং!! ইত্যাদি (!!) কিন্তু স্যান এনড্রেস গেমটি নিয়ে মোড করাই হয়নি তেমন! তাই আমি বসে না থেকে স্যান এনড্রেস গেমটিকে মোড করলাম!!
গেমটিতে আমি নতুন টেক্সচার দিয়ে সাজিয়েছি, জিটিএ ৪ এর ম্যাপ দিয়েছি, জিটিএ ৫ এর রাডার দিয়েছি, জিটিএ ৪ এবং জিটিএ ৫ এর অনেক ফিচার গেমটিতে যুক্ত করেছি। গাড়ি নতুন দেওয়া হয় নি ক্রাশের / বাগের কারণে!!
ভাইস সিটির গ্রাফিক্সকে একদম নতুন করে ঢেলে সাজিয়েছি!! ভাইস সিটিকে এভাবে আগে কেউ কোনোদিন দেখেনি!! একবার গেম-প্লে টি দেখে নিনঃ
পুলিশের সাথে মারামারিঃ https://www.youtube.com/watch?v=gtsK5TYb0TI
শহর ঘুরে দেখানোঃ https://www.youtube.com/watch?v=WfqW5WF2ah8
ভাইস সিটিকে অযথা নতুন নতুন গাড়ি না দিয়ে আমি এর গ্রাফিক্স এর উপর জোড় দিয়েছি। খুব শীঘ্রই গেমটি আপনাদের খেলার জন্য রেডি হবে।
জিটিএ ৫ পিসিতে খেলতে পারছেন না দেখে দুঃখ?? তাতে কি? এবার আমার জিটিএ ৪ এইচডি গেমটি খেলে দেখুন! জিটিএ ৫ এর চেয়েও চরম গ্রাফিক্স !!
জিটিএ সিরিজের সবচেয়ে পুরোনো গেমস (যেটি পিসিতে খেলা যায়) কে নতুন গ্রাফিক্স দিয়ে ঢেলে সাজাচ্ছি! তবে এই গেমটির কাজ এখনো শুরু হয় নি
ভাইস সিটির মতোই স্যান এনড্রেস গেমটিকে সাজাচ্ছি নতুন গ্রাফিক্স দিয়ে! ভাইস সিটির সাথেই গেমটি পাওয়া যাবে । গেম-প্লেঃ https://www.youtube.com/watch?v=qNnvvCuuipM
ক্রাইসিস সিরিজের প্রথম গেমটির গ্রাফিক্স যদিও সেসময় কালে অসাম তবে এখন কার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে গেমটিরও নতুনত্ব আনা দরকার! গেমটির কাজ চলছে!
হ্যাঁ!! মাল্টিপ্লেয়ার (নেট এবং ল্যান) এ খেলার জন্য কল অফ ডিউটি ২ গেমটির বাংলাদেশে জনপ্রিয়! গেমটিতে নতুনত্ব নিয়ে আমি আসছি খুবই শীঘ্রই!!
ম্যাশ ইফেক্ট সিরিজের সর্বশেষ গেমস ম্যাশ ইফেক্ট ৩ কে আরো উন্নত গ্রাফিক্স দিয়ে সাজায়েছি। থাকছে আলো-ছায়ায় খেলা, নতুন টেক্সচার সহ আরো অনেক কিছুই!
গেমটির গেম-প্লে চরম!! আর গেমটি খেললে মনে হয় সিলেটের চা-বাগানের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভিং করে যাচ্ছি! তবে গেমটির গ্রাফিক্স মটেও সুবিধার নয়। তাই গেমটির গ্রাফিক্স আমি আরো ভালো করার চেষ্টা করছি!
সবচেয়ে বেশি কাজ করছি এই গেমটির উপর। মুল লক্ষ্য হচ্ছে আপনাদের নতুন গ্রাফিক্স উপহার দেবার! ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড গেমটি এবার আপনার একদম নতুন গ্রাফিক্সে খেলতে পারবেন। তবে দুঃখের কথা হচ্ছে গেমটির কাজ কবে নাগাদ শেষ হবে না বলতে পারছি না 🙁 !
বর্তমানে আপাতত এই কটি গেমসের মোড নিয়ে কাজ করছি। আপনার চাইলে আপনাদের পুরোনো কোনো পছন্দের গেমের নাম দিতে পারেন। আমি আমার সাধ্যমতো সেটিকে মোড করার চেষ্টা করবো। আর একটি কথা, আপনারা যদি আমার এই গেমসগুলো বাজারে ডিক্স আকারে বের করার ব্যবস্থা করতেন তাহলে, বাংলাদেশের সবাই গেমসগুলো সংগ্রহ করতে পারতো! আর এই বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই, কেউ সহযোগীতা করলে উপকৃত হতাম!!
গেমস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ফেসবুকের গেমস জোনের পেজেঃ http://www.facebook.com/games.zone.bd
ধন্যবাদ!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এদের ই-মেইল পাঠাতে পারেনঃ http://itnextdigital.com/
এদের মোবাইল নম্বরঃ +8801689371947