সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের এর ৭ম পর্ব।
(প্রথমেই বলে নিচ্ছি এই টিউনে আপনি বড় কোন HD Games পাবেন না। পাবেন পিচ্চি পিচ্চি মজার গেমস)
টিউনের নামটি দেয়া হয়েছে আজকের দেয়া গেমস্ অনুযায়ী। চারিদিকে এখন উচ্চ গ্রাফিক্সের গেম তৈরী হচ্ছে। কিন্তু আমি যেই গেমটি দিচ্ছি সেটি সম্পূর্ণ সাদাকালো। আলো ছায়ার অদ্ভুত ইফেক্ট ব্যবহার করে গেমটিতে বানানো হয়েছে ভয়ংকর এক মৃত্যুপুরী। যেখানে আপনাকে প্রতি মুহুর্তে নতুন নতুন মৃত্যুর ফাদ পার হতে হবে। এটি অনেকেরই পরিচিত গেম যার নাম "LIMBO"
(যদি এর আগে কেউ এই গেমটি দিয়ে থাকেন তবে জন্য দুঃখিত)
Screenshot:
Download লিঙ্কে যান 'continue to file" এ ক্লিক করুন। তারপর "Download file (77.54 MB)" তে ক্লিক করুন। এটি zip ফাইল, তাই extract করতে কোন আলাদা software এর দরকার নেই।
সাইজ ছোট হলেও গেমটি অনেক বড়। গেমটি start করার পর দেখবেন গেমের হিরো (একটি শিশু) শুয়ে আছে। keyboard এর up, down, left, right বাটন চাপতে থাকবেন তবে সে উঠবে এবং খেলা শুরু হবে। কোন কিছু ধরে টান দিতে ctrl বাটন use করতে হবে। গেমের যেকোন stage এ আটকিয়ে গেলে youtube এর সাহায্য নিন। Youtube এ এর প্রটিতি stage পার হবার video আছে।
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো খেলতেই পারলাম না…! ইন্সটল দেয়ার পর প্লে করতে গেলে এই লেখাটা আসে..
” Video Card is below minimum system requirement. You need a video card with at least shader model 3.0 ”
তারমানে কি এটা খেলার জন্য আলাদা গ্রাফিক্স কার্ড লাগবে নাকি …? আমার বিল্ডইন গ্রাফিক্স।