গেমস জোন [পর্ব-২৫১] :: গ্র্যান্ড থেফট অটো ৫ – Walkthrough (২য় খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

মোডিং নিয়ে ব্যস্ততার কারণে কিছুদিন বিরতিতে ছিলাম। তবে আর দেরী নয়। নিয়ে এলাম জিটিএ ৫ এর গাইড!!

প্রতি খন্ডে মানে প্রতিটি টিউন গ্র্যান্ড থেফট অটো ৫ এর ৬টি করে মিশনের নির্দেশিকা দেওয়া হবে। গাইডের যেকোনো অংশ শুধুমাত্র “ব্যক্তিগত” কাজে যে কেউ কপি-পেষ্ট করতে পারো তবে কোনো ভাবেই গাইডের কোনো অংশ অর্থিক কাজে ব্যবহার করা যাবে না। গাইডটির খন্ড এডিশন শুধুমাত্র টেকটিউনস এবং গেমস জোনের সাইটে পাওয়া যাবে!

যারা ভূমিকা টিউনটি পড়ো নি তারা এখনি পড়ে নাও এই লিংক থেকেঃ https://www.techtunes.io/games/tune-id/281603

আসো চলে যাই জিটিএ ৫ এর দুনিয়া!!!

মিশন ১: Prologue

তথ্যঃ

জিটিএ ৫ গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যারিয়ারের প্রথম মিশন এটি। মিশনটিতে গেমটির গেম-প্লের উদাহারণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা পরবর্তীতে গেমটি খেলতে যাতে কোনো সমস্যায় না পড়ি। মিশনটিতে মাইকেল এবং ট্রেভর এর ভূমিকায় খেলা যাবে।

গেম-প্লেঃ

মিশনটিতে তোমাকে শুটিং ক্রসফায়ার, গাড়ি ড্রাইভিং এবং প্লেয়ার ক্যারেক্টারসমূহের মধ্যে পরিবর্তন করতে হবে।

মিশনঃ

হাহ! ১ম মিশনেই ডাকাতি!!

মিশনের শুরুতে তুমি মাইকেলের ভুমিকায় মাঠে নামবে! রাডার অনুসারে যে রুমে বন্দিদের রাখা হয়েছে সেই রুমে প্রবেশ করো। তোমার অস্ত্র বন্দির উপর তাক করে স্টোরেজ রুমে তাকে নিয়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে যে যাতে গুলি না ছোঁড়া হয় বন্দির উপর।

স্টোরেজ রুমে যাবার পর, তোমার মোবাইল ফোনটি বের করো এবং Detonate অপশনে ক্লিক করো। এতে Vault টে প্রবেশপথ আনলক করতে পারবে।

করিডোর অনুসরণ করে Vault এর গভীরে প্রবেশ করো। চিহ্নিত টেবিলের কাছে আসতে হবে টাকা সংগ্রহের জন্য। এরপর ভল্ট থেকে বেরিয়ে আসার সময় তোমাকে মানে মাইকেলকে পিছন থেকে একজন গার্ড ধরে ফেলবে!!

এবার ট্রেভর কে সিলেক্ট করতে হবে। ট্রেভর এর ভূমিকায় আসার পর মাইকেলের মাথার উপর দিয়ে গার্ডের মাথাকে অস্ত্রের টার্গেট বানাতে হবে এবং . . . . ঠুস!!

বিল্ডিং হতে বের হবার পথ অনুসরণ করে বেরিয়ে যেতে হবে। বের হবার পথে তোমাকে কভারে থেকে অস্ত্র চালানোর টিউটোরিয়াল শেখাবে গেমটি। এরপর যখন তুমি পার্কিং এরিয়াতে এসে পড়বে তখন তোমাকে নিজে থেকে নিকটস্থ কভারে গিয়ে বিদ্যমান পুলিশ অফিসারদের হত্যা করতে হবে!!

প্রথমে তোমার কাছের অফিসারদের খুন করো। তারপর বাকিদের ।

পার্কিং লট ক্লিয়ার হয়ে গেলে বরফের রাস্তা ধরে মেইন রোডের দিকে দৌড়িয়ে যাও। এবার রাস্তায় পুলিশের গাড়িটিতে বিদ্যমান অফিসারদের খুন করে গাড়িটি ছিনতাই করে নাও এবং গাড়িটি ব্যবহার করতে হবে এবার!!

গাড়িতে উঠার পর তোমাকে একটি গাড়ি চালানো সংক্ষিপ্ত টিউটোরিয়াল দেখাবে । এরপর তোমাকে গাড়িটি চালিয়ে এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে এসে বিদ্যমান পুলিশদের খুন করার পর একটি কাটসিন চালু হবে এবং মিশন সাকসেসফুল!!

মিশন ২: Franklin and Lamar

তথ্যঃ

মিশনটিতে তোমাকে ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলতে হবে। মিশনটিতে তুমি কিভাবে পারফেক্ট ভাবে গাড়ি চালাতে হয় তা শিখবে। আর এই মিশন থেকেই ১০০% লিষ্ট চেক করে খেলতে হবে তোমাকে।

মিশনঃ

ফ্র্যাঙ্কলিনের ভূমিকায় এবার তোমাকে একটি সরু গলিপথ ধরে একটি লোকেশনে যেতে হবে যেখানে দুটি বিলাসী গাড়ি রাখা রয়েছে। এদের মধ্যে যেকোনো একটিতে চড়তে হবে। তবে উল্লেখ্য যে, গাড়ি দুটির ভিতর পারফরমেন্সে কোনো পার্থক্য নেই।

পাওয়া তথ্যের উপর ভিক্তি করে তোমাকে লামারকে ফলো করতে হবে গাড়ি চালিয়ে। এখানে গাড়িতে ডেমেজ এবং পাবলিকের উপর গাড়ি উঠিয়ে দেওয়া যাবে না। ফ্র্যাঙ্কলিনের স্পেশাল ড্রাইভিং স্কিলগুলো এই মিশনেই তোমাকে ব্যবহার করা শিখতে হবে।

মিশনের এক পর্যায়ে একটি ছায়াছবির শুটিং এরিয়ার মাঝখান দিয়ে ড্রাইভিং করে যেতে হবে তোমার। লক্ষ্য রাখতে হবে, এলিয়েন কস্টিউম ওয়ালা অভিনেতাদের উপর গাড়ি যাতে ধাক্কা না খায়।

এবার একটু কঠিন কারণ এরপরই কয়েকটি জাম্প দিতে হবে গাড়িয়ে নিয়ে। তাই অন্য কারো সাথে ধাক্কা খাওয়া চলবে না।

সবশেষে তিনটি পাকিং লটের মধ্য দিয়ে যেতে হবে তোমাকে। তবে এরপরই দুই তারকা বিশিষ্ট পুলিশ তোমার এবং লামারের পিছে লাগবে। তাই তোমাকে পুলিশের ধাওয়া থেকে মুক্ত হতে হবে।

তবে এটি সিরিজের আগের গেমগুলোর তুলনায় ভিন্ন। কারণ পুলিশের ধাওয়া থেকে মুক্ত হতে হলে প্রথমে পুলিশ গাড়ির নজর থেকে পালাতে হবে তারপর নির্দিষ্ট সময়ের জন্য লুকিয়ে থাকতে হবে। অনেকটা মোষ্ট ওয়ান্টেডের কুল ডাউন ফিচারের মতো।

এবার ম্যাপে দেখে গাড়ি ডিলারশিপ শপে যেতে হবে। এখানে গিয়ে গাড়ি ডেলিভারী দেবার আগে যদি কোনো ডেমেজ গাড়িতে আসে সেটির টাকা তোমার থেকে উসুল করে নেবে।

এবার একটি কাটসিন দেখতে হবে তারপর ফ্র্যাঙ্কলিনের প্রাইভেট গাড়িতে চলে তার বাসায় আসতে হবে এবং গাড়িটি গ্যারেজে স্টোর করেই মিশন সাকসেকফুল!!

এবার বাসার বেডরুমের বিছানাতে গিয়ে গেমটি সেভ করতে পারো! উল্লেখ্য যে, বিছানাতেই তুমি আগের কমপ্লিট করা যেকোনো মিশন যেকোনো প্লেয়ার কে নিয়ে আবারো খেলতে পারবে ১০০% পূরণ করার জন্য।

১০০% করতে গেলেঃ

  •  চুরি করা গাড়িটিতে কোনো প্রকার ডেমেজ দেওয়া যাবে না।
  •  ফ্র্যাঙ্কলিনের স্পেশাল স্কিল ড্রাইভিং এর সময় টাইম স্লো করে দেওয়া, এটি ৭ সেকেন্ডের জন্য করতে হবে
  •  রেসে প্রথম হতে হবে মানে পাকিং এরিয়াতে সবার প্রথমে যেতে হবে।
  •  ছায়াছবির শুটিং এরিয়াতে এলিয়েন কস্টিউমওয়ালাদের ধাক্কা মারা যাবে না।

উপহারসমূহঃ

  •  ২৫০ ডলার
  •  ফ্র্যাঙ্কলিনের বাড়ি এবং এর সকল এক্টিভিটি আনলক
  •  ফ্র্যাঙ্কলিনের Bravado Buffalo গাড়ি আনলক
  •  ফ্র্যাঙ্কলিনের বাড়ির গ্যারেজ আনলক
  •  ওয়ার্ল্ড ম্যাপে একটি একটিভি আনলক

মিশন ৩: Repossessions

তথ্যঃ

সিমেরন এর কাছ থেকে একটি ফোন কল আসবে এরপরই মিশনটি শুরু হবে। এরপর তোমাকে গাড়ি ডিলারশিপ লোকেশনে যেতে হবে। যা ম্যাপে S লেটার আইকনে রয়েছে।

মিশনঃ

গাড়ির ডিলারশীপ লোকেশনে যাও। যাবার পর গাড়িটি এলিতে পার্কে রেখে বিল্ডিংয়ের পিছনে অবস্থিত গ্যারেজে প্রবেশ করো এবং মিশন শুরু হবে একটি কাটসিন দিয়ে।

ডিলারশিপ বিল্ডিং হতে বেরিয়ে এসে তোমার গাড়িতে করে মোটরবাইট চুরির লোকেশনে যাও। সেখানে যাবার পর গাড়িটি মার্কেড লোকেশনে পার্ক করো এবং গাড়ি হতে বের করে বাম দিকে যেতে হবে। এবার স্টিলতারের বেড়া টপকাতে হবে তোমাকে।

গ্যারেজে আসার পর ডানদিকের এরিয়টি এক্সপ্লোর করতে থাকো। এখানে তোমাকে একটি কাটসিন দেখানো হবে এবং এরপর লস স্যানটস এর গ্যাঙ্গ “Vagos” এর সাথে লড়তে হবে।

লড়ার এক পর্যায়ে তোমাকে গ্যাঙ্গের একটি গাড়ির উড়িয়ে দিতে হবে। ওদিকে একজন মোটরবাইট নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে ধাওয়া করার জন্য তোমার গাড়িতে উঠতে হবে এবং ওর পিছনে ধাওয়া করতে হবে।

ধাওয়ার মধ্যে অনান্য গাড়িকে ধাক্কা দেওয়া চলবে না। এবার বাইকের পিছে থেকে কাছে এসে ফ্র্যাঙ্কলিনের স্পেশাল স্কিল সময় স্লো একটিভ করতে হবে এবং পিস্তল দিয়ে তোমাকে বাইকারের মাথায় শুট করতে হবে।

এবার বাইকে চড়ে নির্দিষ্ট লোকেশনে যেতে হবে। মিশন সাকসেসফুল।

১০০% করতে গেলেঃ

  •  পুরো মিশনটি তোমাকে ৬ মিনিট ৩০ সেকেন্ডের ভিতর শেষ করতে হবে।
  •  মূল ক্রসফায়ারে শত্রুর গাড়ির ফুয়েল ট্যাঙ্কে শুট করতে হবে, এতে গাড়িটির বিস্ফোরণ হবে
  •  মোট ছয়জন গ্যাঙ্গস্টারদের মাথায় গুলি করতে হবে
  •  মিশনটি ৭০% অস্ত্রের একুরেসিতে শেষ করতে হবে।  তাই অযথা গুলি করলে হবে না।

মিশন ৪: Chop

তথ্যঃ

এখন তোমাকে গেমটির ফিচারকৃত কুকুরকে নিয়ে খেলতে হবে। কুকুরটি লামারের।

মিশনঃ

ফ্র্যাঙ্কলিনের বাসার সামনের সার্কেলে পা রাখলেই মিশনটি শুরু হবে। এখানে ব্যালাস গ্যাঙ্গ দলের একজন মেমবারকে ধরতে হবে। কাটসিনটি শেষ হলে লামারকে অনুসরণ করে ভ্যানে উঠতে হবে এবং লোকেশনে যেতে হভে।

লোকেশনে যাবার পর একটি কাটসিন দেখার পর আবারো তোমাকে তড়িৎ ভ্যানে উঠতে হবে এবং ক্রিমিনালের পিছু পিছু ধাওয়া করতে হবে। এই সময় টাইম স্লোয়ের স্কিলটি ব্যবহার করতে হবে ।

নির্দিষ্ট যায়গায় যাবার পর কুকুরটিকে নিয়ে বেরিয়ে এসো এবং ক্রিমিনালের পিছু পিছু যেতে থাকো। কাঠের বাক্সের জায়গাটি পার করার পর আরেকটি কাটসিন চালু হবে।

এবার কুকুরটির ভূমিকায় ক্রিমিনালটিকে খুঁজতে হবে তোমাকে। কুকুরটি একটি ট্রেনের বগিতে ক্রিমিনালটির অবস্থান নিশ্চিত করবে।

এবার আবারো ফ্র্যাঙ্কলিনের চরিত্রে ক্রিমিনালটির পিছে ধাওয়া করতে হবে। তবে এবার কুকুরটিই ক্রিমিনালটিকে দৌড়িয়ে গিয়ে আহত করবে!

আবার কাটসিন। এরপর লামারকে নিয়ে তোমাকে Recretional Center ভবনে যেতে হবে। মিসন সাকসেসফুল!

উপহারঃ

  •  চোপ নামের কুকুর, এটাকে ফ্র্যাঙ্কলিনের বাসার পিছনে পাওয়া যাবে
  •  ১০০% করতে হলেঃ
  •  লামারের ভ্যানটি চালানো সময় কোন প্রকার ডেমেজ নেওয়া যাবে না
  •  কুকুরটির ভূমিকায় ১০ সেকেন্ড খেলতে হবে
  •  ফ্র্যাঙ্কলিনের স্পেশাল স্কিল সময় স্লো করাটি মোট ৭ সেকেন্ডের জন্য ব্যবহার করতে হবে।

মিশন ৫: Complications

তথ্যঃ

এই মিশনটি দিয়ে তুমি গেমটিতে স্টেলথ মোডে কিভাবে খেলা যায় তা শিখতে পারবে।

মিশনঃ

আবারো গাড়ি ডিলারশীপ শপে যেতে হবে এবং সিমেরনের সাথে তোমার কথা বলতে হবে। সেখান থেকে একটি কাটসিনের পর তোমাকে রকফোড হিলস ডিস্ট্রি তে যেতে হবে। যেতে যেতে ফোনেও তোমাকে সিমেরনের সাথে আলাপ করতে হবে।

যে বাড়ি থেকে গাড়ি চুরি করতে হবে তার গেটের সামনে থামো এবং গেট টপকে ভিতরে ঢুকে পড়ো।

এবার কির্বোডের C বাটন চেপে বসে পড়ো এখন তোমার বাম দিকে একজন বাগানের কাজ করছে। আস্তে আস্তে তার পিছনে গিয়ে তাকে খুন করো।

এরপর বাসাটিতে তোমাকে প্রবেশ করতে হবে। তবে মেইন দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। কারণ এটি লক করা রয়েছে।

এখন বাগানে যে কাজ করছিল সে গাড়ি ব্যবহার করে উপরের জানালায় লাফ দিতে হবে তোমায়।

উপরে উঠার পর তুমি একটি বাথরুমে প্রবেশ করলে। সেখান থেকে একটি তরুণী বের হবে। তাকে তার রুমে যেতে দাও। এরপর নিচ তলায় আস্তে আস্তে নিচে এসে পড়ো।  সেখান থেকে বামে মোড় নাও এবং দেখবে যে তরুণীটি টেনিস টিচারের সাথে “ ইটিস-পিটিস” করছে! এদেরকে টপকিয়ে আস্তে আস্তে গ্যারেজে চলে যাও।

গ্যারেজের হলুদ  SUV টি নিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে গ্যারেজ থেকে বেড়িয়ে আসো। এবার গাড়ি ডিলারশীপ শপের দিকে ড্রাইভ করে গাড়িটিকে নিয়ে আসো। পথিমধ্যে মাইকেলকে তোমাকে গাড়িতে উঠাতে হবে।

এবার শপে চিহ্নিত জায়গা দিয়ে শপের কাঁচ ভেঙ্গে শপে প্রবেশ করতে হবে।

এখন তোমাকে মাইকেলের ভূমিকায় কিছু হেন্ড ফাইট করতে হবে। এ ধরণের ফাইটিং এই প্রথম তাই তোমাকে গাইড দিতে স্ক্রিণের উপরের বাম দিকে কিছু তথ্য আসবে।

গাড়ি ডিলারশীপ মালিক কে পর্যাপ্ত পরিমাণে আঘাত করার পরেই মিশন শেষ হবে।

উপহারঃ

  •  ৩০০ ডলার পাবে ফ্র্যাঙ্কলিন
  •  মাইকেল চরিত্র আনলক
  •  ওর্য়াল্ড ম্যাপে নতুন এক্টিভিটি

১০০% করতে হলেঃ

  •  সর্ম্পূণ মিশনটি তোমাকে ৫ মিনিটের ভিতর শেষ করতে হবে
  •  মাইকেলের হয়ে ফাইটিংয়ের সময় মাইকেল যেন কোনো আঘাত না পায়
  •  বাগানে কাজ করা মানুষটিকে খুন করতে হবে

কেমন লাগলো টিউনটি? মন্তব্য করতে ভূলো না যেন!!

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের  সাইট থেকে : http://www.gamewala.net

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

download link den

Level 0

মিশন ৪ এ কুকুরের চরিত্র সম্পর্কে কিছু বললেন না 😛 :3

জটিল একটা টিউন, চালিয়ে যান বস।