সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
এরপর আবার কবে টিউন করতে পারবো জানিনা। তাই আজ একসাথে অনেকগুলো গেম শেয়ার করছি। সবগুলোই compress করে দিয়েছি যাতে আপনারা সহজে Download করতে পারেন। তবে গেমস গুলো পুরানো। অনেকেই বলবেন পুরানো গেম দেয়ার দরকার কি। যারা আমার মতো Low configuration এর পিসি চালায় টিউনটি মূলত তাদের জন্য। এবার গেমস্ গুলো নিয়ে নিন-
এটি অত্যন্ত cool একটি ড্রাইভিং গেম যেখানে আপনাকে অনেক ধরনের Bus চালাতে হবে। Traffic rules কাকে বলে এই গেমটি খেললে বুঝতে পারবেন। কারন এখানে সামান্য traffic rules ভাঙলেই point কাটা যাবে।
PC Requirement:
CPU: 1.5 ghz pentium iv
RAM: 256 MB
Graphics: Open GL 1.4 compatible 64 MB (এটি Internal graphics দিয়েই খেলা যায়। যেমন Intel G31 এর graphics দিয়েই খেলতে পারবেন। তবে g31 এর graphics driver updated হতে হবে)
Screenshot:
আমরা অনেকেই সব traffic rules জানিনা, যেমন আপনি যে লেনে গাড়ি চালাচ্ছেন তার থেকে ডান বা বাম লেনে যেতে হলে blinker ব্যবহার করতে হয়। মানে ডান বা বাম লেনে যেতে হলে গাড়ির পেছোনের হলুদ লাইট জালিয়ে যেতে হয়। এই গেমটিতে আপনি যখনই লেন change করবেন তখন ডান লেনে যেতে keyboard এর "] }" এই বাটন দিয়ে ডান পাশের blinker জালিয়ে নিবেন আর বাম লেনে যেতে "[ {" এই বাটন দিয়ে বাম blinker জালিয়ে নিবেন। তা না করলে আপনার পয়েন্ট কাটা যাবে। Blinker বন্ধ করতে বাটনটি আবার চাপ দিন। না বুঝলে খেলতে শুরু করেন। খেলতে খেলতে সব বুঝে যাবেন। গেমটির একটাই সমস্যা তা হল Camera view change করা যায় না।
এটি একটি third-person shooter গেম game যেখানে আপনাকে প্রটিতি stage এ নতুন নতুন জায়গায় খেলতে হবে।
PC Requirement:
CPU: 1.5 ghz pentium iv
RAM: 256 MB
Graphics: DirectX 9.0 compatible 128 MB
HDD: 1.5 GB
Screenshot:
Setup.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং install এ ক্লিক করুন। গেমটি install হতে একটু বেশি সময় লাগবে। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।
এটি একটি first person shooting গেম। পুরানো হলেও গেমটি মজার।
PC Requirement:
CPU: 800 mhz pentium 3
RAM: 128 MB
Graphics: DirectX 8.0 compatible 32 MB
HDD: 500 MB
Screenshot:
Install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।
নাম শুনেই বুঝতে পেরেছেন এটা কি ধরনের গেম। তাই এর সমন্ধে বেশি কিছু বলার নাই।
PC Requirement:
CPU: 800 mhz pentium 3
RAM: 128 MB
Graphics: DirectX 8.1 compatible 32 MB
HDD: 350 MB
Screenshot:
Tennis.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং install এ ক্লিক করুন। গেমটি install হতে একটু বেশি সময় লাগবে। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।
Age of empires গেমটি সব সময়ই জনপ্রিয়। এই গেমের part 2 & 3 এর কয়েকটি extension রয়েছে। যেমন AOE 3 এর দুটি extension আছে যাদের নাম Asian Dynasties এবং The War chiefs। আজ আমি আপনাদের সাথে AOE 2 এবং এর Extension: The Conquerors শেয়ার করছি।
PC Requirement:
Windows 7 এ এই গেমটির কালারে প্রবলেম করে। এছাড়া অন্য সব OS (including windows 8) এ কোন প্রবলেম হয় না।
Screenshot:
AOE2 all.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন। আপনি দুটি exe file পাবেন। "age2_x1.exe" ওপেন করলে আপনি Extension: The Conquerors খেলতে পারবেন। আর "empires2.exe" ওপেন করলে আপনি সাধারন Age of Empires 2 খেলতে পারবেন।
এটি অত্যন্ত মজার একটি গেম যেখানে আপনাকে খেলতে হবে একটি ঘোড়া হিসাবে। পুরো গেমে key board এর কোন ব্যবহার নেই। মাউস দিয়ে খেলতে হয়।
PC Requirement:
Windows 8 এ গেমটি চলবে না। windows 7 পর্যন্ত খেলা যাবে।
Screenshot:
গেমটিতে keyboard এর কোন কাজ নেই। সব কিছু Mouse দিয়ে করতে হবে।
এটি অনেকেরই পরিচিত মজার একটি মাছের গেম। এখানে আপনাকে ছোট মাছ খেয়ে বড় হতে হবে এবং আপনার থেকে বড় মাছের কাছ থেকে পালিয়ে বাচতে হবে। গেমটিতে মাছ ছাড়াও পাবেন মজার মজার পাওয়ার যা আপনাকে বড় হতে সাহায্য করবে।
PC Requirement:
OS: Windows 2000/XP/Vista/7/8
CPU: 600 Mhz pentium 4
RAM: 128 MB
DirectX: 7.0
Screenshot:
অনেকেই হয়তো হাসতে পারেন এই কটকটি সালের গেম দেখে। আসোলে আমার পুরানো গেমের কালেকশন গুলো দেখতে দেখতে এটা চোখে পড়লো। আজ থেকে প্রায় ৮ বছর আগে এই গেমটি আমার খুব প্রিয় ছিলো। চাইলে ডাউনলোড করতে পারেন কারন মাত্র ৮ এম বি তে compress করে দিয়েছি।
PC Requirement:
যাদুঘর থেকে পিসি নিয়া আসলেও এটা চলবে। তাই কোন চিন্তা না করে install দিতে পারেন।
Screenshot:
Virtual cop2.exe file এ ডাবল ক্লিক করুন। Install location দেখিয়ে দিন। Install location দেখানোর সময় যে drive এ install দিবেন সেই drive এর একটি ফোল্ডার এর ভিতর install দিন। প্রয়োজনে new folder বানিয়ে নিন। মানে শুধু C:\ ,D:\, বা E:\ drive এ install না দিয়ে C:\Games, D:\Games বা যে কোন একটি ফোল্ডার বানিয়ে Extract এ ক্লিক করুন।
[বিঃ দ্রঃ যেহেতু টিউনটি অনেক বড় তাই বেশি detail লিখতে পারলাম না। যদি কোন Download link বা অন্য কোন সমস্যা হয় তবে comment করে জানান এবং অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমি অবশ্যই তা সমাধান করবো। তবে একটু বেশি সময় লাগবে, কারন আমি অনেক busy থাকি। সবগুলো ফাইল Mediafire এ upload করেছি। Mediafire থেকে download করতে গেলে মাঝে মাঝে no connection দেখায়। এ ক্ষেত্রে কিছুক্ষন পর আবার try করুন। এছাড়া মাঝে মাঝে Mediafire এ টেকটিউনসে log in এর মত captcha code লিখতে বলে। এ ক্ষেত্রে যেই লেখাটি দেখাবে তা দেখে দেখে লিখে Enter press করুন। এই কথাটি বলার কারন হল captcha code লিখতে বলায় একজন না বুঝে বলেছিলো download link lock । তাই এবার আগেই বলে রাখলাম]
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো ….আমি MADE MAN আর AOE2 ডাউনলোড করলাম ..দেখুন যদি NFS 2 দিতে পারেন নাকি ..বেশ পুরনো গেম..এক কিবোর্ড শেয়ার করে রেসিং করতে ভালো লাগে ..এই গেম গুলোর জন্য ধন্যবাদ..