Compressed পিসি গেমসের মেলা (সব ফ্রি), ঘুরে দেখুন একটি হলেও আপনার ভালো লাগবে আশা করি

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

এরপর আবার কবে টিউন করতে পারবো জানিনা। তাই আজ একসাথে অনেকগুলো গেম শেয়ার করছি। সবগুলোই compress করে দিয়েছি যাতে আপনারা সহজে Download করতে পারেন। তবে গেমস গুলো পুরানো। অনেকেই বলবেন পুরানো গেম দেয়ার দরকার কি। যারা আমার মতো Low configuration এর পিসি চালায় টিউনটি মূলত তাদের জন্য। এবার গেমস্‌ গুলো নিয়ে নিন-

1. BUS DRIVER

এটি অত্যন্ত cool একটি ড্রাইভিং গেম যেখানে আপনাকে অনেক ধরনের Bus চালাতে হবে। Traffic rules কাকে বলে এই গেমটি খেললে বুঝতে পারবেন। কারন এখানে সামান্য traffic rules ভাঙলেই point কাটা যাবে।

PC Requirement:

CPU: 1.5 ghz pentium iv

RAM: 256 MB

Graphics: Open GL 1.4 compatible 64 MB (এটি Internal graphics দিয়েই খেলা যায়। যেমন Intel G31 এর graphics দিয়েই খেলতে পারবেন। তবে g31 এর graphics driver updated হতে হবে)

Screenshot:

DOWNLOAD (58 MB)

আমরা অনেকেই সব traffic rules জানিনা, যেমন আপনি যে লেনে গাড়ি চালাচ্ছেন তার থেকে ডান বা বাম লেনে যেতে হলে blinker ব্যবহার করতে হয়। মানে ডান বা বাম লেনে যেতে হলে গাড়ির পেছোনের হলুদ লাইট জালিয়ে যেতে হয়। এই গেমটিতে আপনি যখনই লেন change করবেন তখন ডান লেনে যেতে keyboard এর "] }"  এই বাটন দিয়ে ডান পাশের blinker জালিয়ে নিবেন আর বাম লেনে যেতে "[ {" এই বাটন দিয়ে বাম blinker জালিয়ে নিবেন। তা না করলে আপনার পয়েন্ট কাটা যাবে। Blinker বন্ধ করতে বাটনটি আবার চাপ দিন। না বুঝলে খেলতে শুরু করেন। খেলতে খেলতে সব বুঝে যাবেন। গেমটির একটাই সমস্যা তা হল Camera view change করা যায় না।

2. MADE MAN

এটি একটি third-person shooter গেম game যেখানে আপনাকে প্রটিতি stage এ নতুন নতুন জায়গায় খেলতে হবে।

PC Requirement:

CPU: 1.5 ghz pentium iv

RAM: 256 MB

Graphics: DirectX 9.0 compatible 128 MB

HDD: 1.5 GB

Screenshot:

DOWNLOAD (160 MB)

Setup.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং install এ ক্লিক করুন। গেমটি install হতে একটু বেশি সময় লাগবে। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।

3. Project IGI

এটি একটি first person shooting গেম। পুরানো হলেও গেমটি মজার।

PC Requirement:

CPU: 800 mhz pentium 3

RAM: 128 MB

Graphics: DirectX 8.0 compatible 32 MB

HDD: 500 MB

Screenshot:

DOWNLOAD (136 MB)

Install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।

4. Virtua Tennis

নাম শুনেই বুঝতে পেরেছেন এটা কি ধরনের গেম। তাই এর সমন্ধে বেশি কিছু বলার নাই।

PC Requirement:

CPU: 800 mhz pentium 3

RAM: 128 MB

Graphics: DirectX 8.1 compatible 32 MB

HDD: 350 MB

Screenshot:

DOWNLOAD (58 MB)

Tennis.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং install এ ক্লিক করুন। গেমটি install হতে একটু বেশি সময় লাগবে। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন এবং খেলুন।

5. Age of Empires 2+Extension: The Conquerors

Age of empires  গেমটি সব সময়ই জনপ্রিয়। এই গেমের part 2 & 3 এর কয়েকটি extension রয়েছে। যেমন AOE 3 এর দুটি extension আছে যাদের নাম Asian Dynasties এবং The War chiefs। আজ আমি আপনাদের সাথে AOE 2 এবং এর Extension: The Conquerors শেয়ার করছি।

PC Requirement:

Windows 7 এ এই গেমটির কালারে প্রবলেম করে। এছাড়া অন্য সব OS (including windows 8) এ কোন প্রবলেম হয় না।

 Screenshot:

DOWNLOAD (178 MB)

AOE2 all.exe ফাইলে ডাবল ক্লিক করুন। install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। install শেষে যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে গেমটি ওপেন করুন। আপনি দুটি exe file পাবেন। "age2_x1.exe" ওপেন করলে আপনি Extension: The Conquerors খেলতে পারবেন। আর "empires2.exe" ওপেন করলে আপনি সাধারন Age of Empires 2 খেলতে পারবেন।

6. Spirit - Stallion Of The Cimarron

এটি অত্যন্ত মজার একটি গেম যেখানে আপনাকে খেলতে হবে একটি ঘোড়া হিসাবে। পুরো গেমে key board এর কোন ব্যবহার নেই। মাউস দিয়ে খেলতে হয়।

PC Requirement:

Windows 8 এ গেমটি চলবে না। windows 7 পর্যন্ত খেলা যাবে।

Screenshot:

DOWNLOAD (69 MB)

গেমটিতে keyboard এর কোন কাজ নেই। সব কিছু Mouse দিয়ে করতে হবে।

7. Feeding Frenzy 2

এটি অনেকেরই পরিচিত মজার একটি মাছের গেম। এখানে আপনাকে ছোট মাছ খেয়ে বড় হতে হবে এবং আপনার থেকে বড় মাছের কাছ থেকে পালিয়ে বাচতে হবে। গেমটিতে মাছ ছাড়াও পাবেন মজার মজার পাওয়ার যা আপনাকে বড় হতে সাহায্য করবে।

PC Requirement:

OS: Windows 2000/XP/Vista/7/8

CPU: 600 Mhz pentium 4

RAM: 128 MB

DirectX: 7.0

Screenshot:

DOWNLOAD (14 MB)

8. Virtua cop2

অনেকেই হয়তো হাসতে পারেন এই কটকটি সালের গেম দেখে। আসোলে আমার পুরানো গেমের কালেকশন গুলো দেখতে দেখতে এটা চোখে পড়লো। আজ থেকে প্রায় ৮ বছর আগে এই গেমটি আমার খুব প্রিয় ছিলো। চাইলে ডাউনলোড করতে পারেন কারন মাত্র ৮ এম বি তে compress করে দিয়েছি।

PC Requirement:

যাদুঘর থেকে পিসি নিয়া আসলেও এটা চলবে। তাই কোন চিন্তা না করে install দিতে পারেন।

Screenshot:

DOWNLOAD (Only 8 MB)

Virtual cop2.exe file এ ডাবল ক্লিক করুন। Install location দেখিয়ে দিন। Install location দেখানোর সময় যে drive এ install দিবেন সেই drive এর একটি ফোল্ডার এর ভিতর install দিন। প্রয়োজনে new folder বানিয়ে নিন। মানে শুধু C:\ ,D:\, বা E:\ drive এ install না দিয়ে C:\Games,  D:\Games বা যে কোন একটি ফোল্ডার বানিয়ে Extract এ ক্লিক করুন।

[বিঃ দ্রঃ যেহেতু টিউনটি অনেক বড় তাই বেশি detail লিখতে পারলাম না। যদি কোন Download link বা অন্য কোন সমস্যা হয় তবে comment করে জানান এবং অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমি অবশ্যই তা সমাধান করবো। তবে একটু বেশি সময় লাগবে, কারন আমি অনেক busy থাকি। সবগুলো ফাইল Mediafire এ upload করেছি। Mediafire থেকে download করতে গেলে মাঝে মাঝে no connection দেখায়। এ ক্ষেত্রে কিছুক্ষন পর আবার try করুন। এছাড়া মাঝে মাঝে Mediafire এ টেকটিউনসে log in এর মত captcha code লিখতে বলে। এ ক্ষেত্রে যেই লেখাটি দেখাবে তা দেখে দেখে লিখে Enter press করুন। এই কথাটি বলার কারন হল captcha code লিখতে বলায় একজন না বুঝে বলেছিলো download link lock । তাই এবার আগেই বলে রাখলাম]

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লাগলো ….আমি MADE MAN আর AOE2 ডাউনলোড করলাম ..দেখুন যদি NFS 2 দিতে পারেন নাকি ..বেশ পুরনো গেম..এক কিবোর্ড শেয়ার করে রেসিং করতে ভালো লাগে ..এই গেম গুলোর জন্য ধন্যবাদ..

    Level 0

    @bhuban10: আমি চেষ্টা করবো ভাই। ধন্যবাদ

প্রথম গেমটা download দিলাম…। ধন্যবাদ আমাদের মাজে শেয়ার করার জন্য…

    Level 0

    @রাকিব হাসান: ভাইয়েরা আমার অন্য সব টিউন গুলোতেও অনেক ভালো ভালো গেম পাবেন। ধন্যবাদ।

Level 0

bus driver ta valo laglo

    Level 0

    @Yasin ali: আমার ও এই গেমটা ভালো লাগে।

Level 0

ভাই শুধু aoe2 Extension: The Conquerors টা দিতে পারবেন? আমার কাছে aoe2 টা আছে

    Level 0

    @rhriyad: ভাই আমার কাছে আলাদা করা নাই।

Level 0

only tnx dear jonno e log in korlam…

    Level 0

    @Forhad095: আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

অনেক সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @rana786: Welcome

Level 2

Bro age of empire 3 chai ar comand and conquer game ta chai pls upload it.

Level 2

Bro age of empire 3 chai ar comand and conquer game ta chai pls upload it.Also Bus driver game ta amar laptop e theme theme ase.Amar mother board intel atom.kono solution thakle janaben.

    Level 0

    @saeedrony: ভাই AOE 3 সব extention সহ 3 GB+ । compress করেও 2 GB+ । তাই দিতে পারবো কিনা বলতে পারছিনা। slow হবার কারন মনে হয় আপনার graphics. আপনার graphics কোনটা? Graphics এর texture memory কত? DDI কত পর্যন্ত সাপোর্ট করে? WDDM কত? আর OS কোনটা চালান? গেমের option থেকে graphics quality কমিয়ে দিয়ে দেখেন। ধন্যবাদ।

Level 0

ভাই made man ডাউনলোড করতে গিয়ে 200mb শেষ করেছি তবুও ডাউনলোড করতে পারছি প্রথমে ডাউনলোড এর সময় কিছু খন পর পুস করে আবার যখন ডাউনলোড দেই দেখি লেখা আছে এই ফাইল নাকি রিজিউম সাপোর্ট করেনা তার পর আবার প্রথম থেকে দিলাম ডাউনলোড ডাউনলোড যখন শেষ সময় তখন মডেম ডিসকানেক্ট হলো আবার কানেক্ট হওয়ার পর আবার ডাউনলোড ফেইল রিজিউম দিলে আর হই না ওই একি মেসেজ দেখাই।এখন সেভাবেই আটকে আছে এখান থেকে কি রিজিউম করার কোনো সিস্টেম আছে থাকলে প্লিজ ভাই একটু বলেন। আমি idm দিয়ে ডাউনলোড দিএছিলাম ভাই কি করবু এখন ভাই?

    Level 0

    @rhriyad: ভাই আমিও আজকাল mrdiafire এ কিছু সমস্যা পাইছি। আর net speed কম হলে বেশি সমস্যা করে। বেশি speed এর নেট দিয়া try করেন। আমি একটু ব্যস্ত আছি। তাই কয়েকদিন পর অন্য জায়গায় upload করে link দিব।

Level 0

ভাই আমার ইন্টারনেট স্পিড 512kbps ছিল। ভাই এই গেম আর আপলোড করতে হবে না ভালো কোনো আপলোড করে দিয়েন ভাই ভালো হবে।ধন্যবাদ ভাই রিপ্লাই দেয়ার জন্য

ধন্যবাদ।

Bro, apnar file gulote ei (WS.Reputation.1) virus pacce. and shate shate file delete kore felche Norton. Pls bro, help………….. Shob games gulote, ager post’a j games gulo ache, shuguloteo….

    Level 0

    @Cleaver Munna: ভাই গেম গুলো 7zip,uharc ও অন্যান্য soft দিয়ে আমি নিজে compress করেছি। কোনো একটি software এর licence এর কারনে হয়তো আপনার anti virus এটিকে ভাইরাস বলছে কিন্তু এটি কোনো ভাইরাস না। কোনো সমস্যা করে না এবং অন্যান্য anti virus এটাকে ভাইরাস বলে না। তাই আপনি আপনার anti virus off করে নিন অথবা যেই ফাইলটিকে ভাইরাস বলে সেটাকে positive হিসাবে দেখিয়ে দিন।