অন্যরকম PC GAMES [পর্ব-০৬] :: মজার গেম Sunny Hillride এর PC version (compressed 24 MB)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের এর ৬ষ্ঠ পর্ব।

(প্রথমেই বলে নিচ্ছি এই টিউনে আপনি বড় কোন HD Games পাবেন না। পাবেন পিচ্চি পিচ্চি মজার গেমস)

আগের কয়েক পর্বের মতো এই পর্বেও থাকছে একটি চমৎকার Android গেমের pc version. যারা গেমটি খেলেন নি তারা অবশ্যই খেলে দেখবেন। আশা করি ভালো লাগবে। গেমটির নাম Sunny Hillride. গেমটির সাইজ 100 MB কিন্তু আপনাকে Download করতে হবে মাত্র 24 MB.

screenshot:

DOWNLOAD

Sunny Hillride.exe ফাইলে ডাবল ক্লিক করুন, Install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। যেখানে install করেছেন সেখানে গিয়ে গেমটি opean করুন। একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনি গেমের Resolution, Graphic quality ও Windowed option গুলো পাবেন। গেমটি full screen এ খেলতে Windowed option এর টিক চিহ্ন উঠিয়ে দিন এবং Play তে ক্লিক করুন।

এবার মজা করে খেলুন।

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very exciting game. Thanks for sharing. –>> http://www.ittimesbd.com

    Level 0

    @Md. Asif Rabbi: welcome.

Level 0

chomotkar. apnar proti amar asha kintu bere jacche.

    Level 0

    @CAKS: ধন্যবাদ।

অনেক ধন্যবাদ…এরকম একটা চরম জিনিস দেয়ার জন্য!!
ভবিষ্যতে আরো এরকম এপ্স চাই 😀 😀

    Level 0

    @হায়দার: welcome

ভালো তবে গতকাল আপনার শেয়ার করা ১১১ এমবির একটা গেম যখন ৯৯% হয়ে ডাউনলোড ফেইলড দিলো IDM করণটা বুঝলাম না। এখন গেমস্ ডাউনলোড করতে ভয় হচ্ছে আবার যদি ৯৯তে ফেইলড হয়।

    Level 0

    @মাহমুদ কলি।: ভাই গেমটা firedrive এ upload করেছি। কারো প্রব্লেম হয় নাই। আবার try করেন। যদি তারপরও ফেল হয় তবে জানায়েন mediafire এ দিব।

    Level 0

    @মাহমুদ কলি।: IDM যদি download করতে ফেল করে তবে IDM opean করেন। এবার যেটা ফেল করেছে সেটার নামের উপরে Mouse এর right বাটন ক্লিক করেন। “Refresh download address” এ ক্লিক করেন। দেখবেন IDM একটা ছোট waiting বক্স দেখাবে এবং যেখান থেকে download করেছেন সেই লিঙ্ক ওপেন করবে। লিঙ্কে আবার Download এ ক্লিক করেন। IDM অটোমেটিক ফাইলটি resume download করবে।

গেমস টা ডাউনলোড করতে আর ইনস্টল করতে কোনো সমস্যা হইনি কিন্তু ওপেন করলে ওপেন হই না। নিচের লিখাটি আসে-The game crach
The crache report folder name ………………

    Level 0

    @tarshidahmodkhan: আপনি কত বিটের windows চালান? গেমের প্রথম ডায়লগ বক্সটা কি আসে? মানে play লেখা বক্সটা কি আসে? কি লেখা আসে কষ্ট করে তা পুরোটা লেখেন।

ভাইয়া আপনার টিউন গুলো অসাধারন।আমায় একটা help করেন।আমি সিমুলেটিং গেম খুব পছন্দ করি কিন্তু মার্কেট এ শুধু উড়োজাহাজ সিমুলেটর আছে।ট্রেন বা ship simulator গেম নেই।আপনি কি এইগুলার মধ্যো কোনো গেম এনে দিতে পারবেন কম্প্রেস করে?এরকম কয়েকটা দিতে পারলে হতো।হয় টিউন করে না হয় কম্প্রেস করে ডাউনলোড লিঙ্ক মেইল এ পাঠিয়ে দিলেও হবে।mail adress [email protected]

    Level 0

    @dip mazumder: ভাই আমি simulator গেম খুব কম খেলেছি। যদি কালেকশনে থাকে তবে শেয়ার করবো। ধন্যবাদ

কত বিটের সেটাতো জানি না তবে আমি windows xp use করি। আপনার টিউনের শেষে যে Screen shoort টা দিয়েছেন সেটা game open করলে আসে কিন্তু যখন play ত়ে ক্লিক করি তখন একটা dailog box আসে যেখানে লিখা থাকে “The game crach”
The crache report folder name 2014-05-1587 এরকম হাবিজাবি অনেক কিছু।

    Level 0

    @tarshidahmodkhan: Screen shoort টা আসলে গেমে কোনো প্রবলেম হয় নি। আপনি resolution একেবারে কমিয়ে try করতে পারেন। আমি বা আমার আশেপাশের কেউ Windows XP চালায় না। তাই নিশ্চিত ভাবে বলতে পারছিনা।

tnx bro

    Level 0

    @Shuyaeb Ahsan: Welcome bro

থ্যাংকস ।
আপনার টিউনগুলো মিস করছি ।