সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
আজ যেই গামটি দিচ্ছি সেটি অনেক পুরানো হলেও খুব চমৎকার। আপনারা অনেকেই বলবেন পুরানো গেম দেয়ার দরকার কি? কারন হল আপনি হয়তো "Core i7 4th generation" অথবা "Bulldozer fx 9000" use করেন কিন্তু আমার মতো লোকের কাছে core i7 কল্পনা মাত্র। তাই আমার মতো লোকদের জন্য এই টিউন। যেই গেমটি দিচ্ছি তার নাম "Need For Speed Hot Pursuit 2". গেমটির সাইজ 600MB। কিন্তু আপনাকে download করতে হবে মাত্র 111MB।
আপনি NFSHP2.exe ফাইলটি download করেছেন। ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং install location দেখিতে দিন। Extract এ ক্লিক করুন। যেখানে install করেছেন সেখানে যান এবং RegSetup.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। "Registry setup completed" লেখা আসলে Ok ক্লিক করুন। আপনার কাজ শেষ। এবার NFSHP2 এ ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবিটি দেখুন-
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please
সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। টিটির গেমস্ বিভাগে এখন গেম, গেমের টিপস্ বা গেমের সফটওয়্যার তেমন পাওয়া যায় না। পাওয়া যায় প্রচুর গেমের রিভিউ। এ কারনে অনেকেই নেতিবাচক মন্তব্য করে। তাই গেমের রিভিউ গুলো রিভিউ বিভাগে দিলে মনে হয় ভালো হয়। এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি? জানাবেন please.
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good