Low Configuration এর কম্পিউটারের জন্য এবার Highly compressed Racing Game (মাত্র 111 MB)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আজ যেই গামটি দিচ্ছি সেটি অনেক পুরানো হলেও খুব চমৎকার। আপনারা অনেকেই বলবেন পুরানো গেম দেয়ার দরকার কি? কারন হল আপনি হয়তো "Core i7 4th generation" অথবা "Bulldozer fx 9000"  use করেন কিন্তু আমার মতো লোকের কাছে core i7 কল্পনা মাত্র। তাই আমার মতো লোকদের জন্য এই টিউন। যেই গেমটি দিচ্ছি তার নাম "Need For Speed Hot Pursuit 2". গেমটির সাইজ 600MB।  কিন্তু আপনাকে download করতে হবে মাত্র 111MB।

PC Requirement:

  • OS: Windows 2000, xp, vista, 7, 8
  • CPU: Pentium 3 @ 1 Ghz
  • RAM: 256 MB
  • Graphics: 32 MB directX 8.1 compatible
  • HDD: 600 MB

Screenshot:

DOWNLOAD

HOW TO INSTALL & PLAY

আপনি NFSHP2.exe ফাইলটি download করেছেন। ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং install location দেখিতে দিন। Extract এ ক্লিক করুন। যেখানে install করেছেন সেখানে যান এবং RegSetup.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। "Registry setup completed" লেখা আসলে Ok ক্লিক করুন। আপনার কাজ শেষ। এবার NFSHP2 এ ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবিটি দেখুন-

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please

সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। টিটির গেমস্‌ বিভাগে এখন গেম, গেমের টিপস্‌ বা গেমের সফটওয়্যার তেমন পাওয়া যায় না। পাওয়া যায় প্রচুর গেমের রিভিউ। এ কারনে অনেকেই নেতিবাচক মন্তব্য করে। তাই গেমের রিভিউ গুলো রিভিউ বিভাগে দিলে মনে হয় ভালো হয়। এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি? জানাবেন please.

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good

    Level 0

    @hafiz anower: Thanks

ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রত্যেকটা গেম সংগ্রহে রাখি আশা করি সামনে আরো পাবো ।কিন্তু কথা হল আপনি হাইলি কমপ্রেস্ড করেন কিভাবে এর উপর একটা বিস্তারিত টিউন করলে আমার মতো অনেকে ১২০জিবি নিয়ে অনেক ফাইল রাখার সুবিধা পেত।

    Level 0

    @অবুজ বালক: আসোলে আমি খুব simple পদ্ধতিতে compress করি। তা নিয়ে টিউন করলে সবাই হাসবে। 7zip এর latest version অথবা UHARC CMD/GUI software use করেন। তবে সব ধরনের ফাইল ছোট হয় না। যেমন .exe ও .bin ফাইল তেমন ছোট হয় না। আমি গেম গুলো install করার পর compress করি। registry file খুজি। কারন registry setup করলে install ছাড়াই যেকোন কম্পিউটারে গেম চালানো যায়। অপ্রোজনীয় ফাইল বাদ দেই। যেমন House of dead 3 থেকে 150MB+ ফাইল বাদ দিয়েছি।

    @অবুজ বালক: এই বিষয়ে আমি অনেক আগেই বলেছি, কিন্তু বরাবরের মত এবারও তিনি এড়িয়ে গেলেন।

ধন্যবাদ আপনাকে তবে আপনি ৬০০এমবি কে ১০০ এমবি তে পরিনত করেছেন এর থেকে ছোট আর কি চাই । তবে টিউন করলে বিষয়টা ভালোভাবে বোঝা যেত।

Level 0

purai superb vai. asoley amader moto puran computer jader tader ou game kheltey mon chai kinthu teymn pai na. but apnar collection gula dekh ley purai shanti laghey vai. coz mon khuley game kheltey parbo.
thx a lot vai. aro game asha kori vai…….

    Level 0

    @asstha: আরো অনেক পাবেন।

Thanks for share

    Level 0

    @মাহমুদ কলি।: welcome

Thank u Bro…..

    Level 0

    @Cleaver Munna: thank u too

অনেক ধন্যবাদ ভাই..। আচ্ছা NFS Most Wanted যেটা একদম প্রথম ২০০৫ এ বের হইছিলো বোধহয় ..ওইটা কি লো কনফিগারেশন পিসিতে চলবে না..গেমটা কি আছে আপনার কাছে..থাকলে শেয়ার করবেন প্লিজ..। এই রকম টিউন আরও আশা করছি..ধন্যবাদ।

    Level 0

    @sajibmazhar: এই গেম না থাকলে কোনটা থাকবো বলেন। 2.0 Ghz CPU, 1 GB RAM, directX 9.0 supported graphics হলে ভালো ভাবে খেলা যায়। External graphics লাগে না। Internal দিয়াই খেলা যায়। যেমন আপনি intel g31 মানে GMA 3100 দিয়াই খেলতে পারবেন। গেমওয়ালা ভাইয়ের এই টিউনে Download link দেয়া আছে।
    https://www.techtunes.io/games/tune-id/285503
    আবার বলে দিচ্ছি এটা আমার দেয়া লিঙ্ক না। গেমওয়ালা ভাইয়ের

Thank you, its working

    Level 0

    @The Dead Man: Welcome. ভাই আমার সব টিউন গুলো দেখুন। অনেক গেম পাবেন। আমি নিজে compress করে গেম upload করি, তাই আপনার hardware or software এর কনো সমস্যা না থাকলে সবগুলোই ১০০% কাজ করবে।

Level 0

নাইম, অসাধারন আপনার লোকনফিগারেশন পিসি গেম গুলো । ভাল লেগেছে । এ+

Level 0

ডাউনলোড লিন্ক কাজ করছেনা । ঠিক করে দিন ।

Vaia download link update koran