হুমম! বাংলা ভাইস সিটিতে কাজ করার বহু দিন পর আবারো গেমস এডিটিং এ মনোযোগ দিয়ে বানিয়ে ফেললাম ২০০৫ সংস্করণের মোষ্ট ওয়ান্টেডের “গেমওয়ালা এডিশন”!!
প্রায় ২ সপ্তাহের শ্রম, নেটের মেগাবাইট খরচ করে গেমওয়ালা এডিশন বানালাম। চলো দেখে নেই কি কি রয়েছে আমার সংস্করণেঃ
আমার এডিশনটি মূলত নতুন নতুন গাড়ি নিয়ে সাজানো হয়েছে। আর সামনে আরেকটি সংস্করণ আনবো উন্নত গ্রাফিক্স নিয়ে আর এরপর নতুন রোড নিয়ে আরেকটি সংস্করণ আনার চিন্তা রয়েছে।
তবে আপনাদের কথা চিন্তা করেই এই সংস্করণেরও গ্রাফিক্সের কাজ করেছি। তবে সবচেয়ে ভালো উন্নত গ্রাফিক্স নিয়ে সামনের সংস্করণ আসছে।
টাইটেল স্ক্রিণটি সংস্করণের সাথে মিলিয়ে রেখে পরিবর্তন করেছি। যেহেতু এই সংস্করণের নতুন গাড়ীর উপর জোড় দিয়েছি তাই গাড়ির ছবি দিলাম! 🙂
গেমটির মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড পাল্টিয়েছি। সাথে গাড়ির দোকান, শপের দোকানের ব্যাকগ্রাউন্ডও পাল্টানো হয়েছে। আর বিএমডব্লিউ এম৩ গাড়িতে নতুন স্টিকার লাগিয়েছি। 🙂
গেমটির মূল বৈশিষ্ট্য হলো এর নতুন নতুন গাড়ি। ক্রমানয়ে গাড়ির লিষ্ট নিচে দিলাম 🙂
পুলিশের পাওয়ার অনেক বাড়ানো হয়েছে। এবার লেভেল ১ ধাওয়াতেই ১০০টি পুলিশ তোমার পিছে লেগে থাকবে এবং জায়গায় জায়গায় রোড ব্লক থাকবে। আগুনে ইফেক্ট যুক্ত করেছি। এবার আগুনের মজা নেওয়া যাবে!! এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে গেমটিতে।
গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের সাইট থেকে : http://www.gamewala.net
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
mod link ta koi pailam na
r aitay ki grafix card lagbe?