গেমস জোন [পর্ব-২৫০] :: নিড ফর স্পিড মোষ্ট ওয়ান্টেড – গেমওয়ালা এডিশন!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হুমম! বাংলা ভাইস সিটিতে কাজ করার বহু দিন পর আবারো গেমস এডিটিং এ মনোযোগ দিয়ে বানিয়ে ফেললাম ২০০৫ সংস্করণের মোষ্ট ওয়ান্টেডের “গেমওয়ালা এডিশন”!!

প্রায় ২ সপ্তাহের শ্রম, নেটের মেগাবাইট খরচ করে গেমওয়ালা এডিশন বানালাম। চলো দেখে নেই কি কি রয়েছে আমার সংস্করণেঃ

আমার এডিশনটি মূলত নতুন নতুন গাড়ি নিয়ে সাজানো হয়েছে। আর সামনে আরেকটি সংস্করণ আনবো উন্নত গ্রাফিক্স নিয়ে আর এরপর নতুন রোড নিয়ে আরেকটি সংস্করণ আনার চিন্তা রয়েছে।

তবে আপনাদের কথা চিন্তা করেই এই সংস্করণেরও গ্রাফিক্সের কাজ করেছি। তবে সবচেয়ে ভালো উন্নত গ্রাফিক্স নিয়ে সামনের সংস্করণ আসছে।

টাইটেল স্ক্রিণঃ

টাইটেল স্ক্রিণটি সংস্করণের সাথে মিলিয়ে রেখে পরিবর্তন করেছি। যেহেতু এই সংস্করণের নতুন গাড়ীর উপর জোড় দিয়েছি তাই গাড়ির ছবি দিলাম! 🙂

মেইন মেনুঃ

গেমটির মেইন মেনুর ব্যাকগ্রাউন্ড পাল্টিয়েছি। সাথে গাড়ির দোকান, শপের দোকানের ব্যাকগ্রাউন্ডও পাল্টানো হয়েছে। আর বিএমডব্লিউ এম৩ গাড়িতে নতুন স্টিকার লাগিয়েছি। 🙂

গাড়ি লিষ্টঃ

গেমটির মূল বৈশিষ্ট্য হলো এর নতুন নতুন গাড়ি। ক্রমানয়ে গাড়ির লিষ্ট নিচে দিলাম 🙂

অনান্য ফিচারঃ

পুলিশের পাওয়ার অনেক বাড়ানো হয়েছে। এবার লেভেল ১ ধাওয়াতেই ১০০টি পুলিশ তোমার পিছে লেগে থাকবে এবং জায়গায় জায়গায় রোড ব্লক থাকবে। আগুনে ইফেক্ট যুক্ত করেছি। এবার আগুনের মজা নেওয়া যাবে!! এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে গেমটিতে।

ইন্সটলের নিয়মঃ

  • তোমার কাছে আগে থেকেই একটি মোষ্ট ওয়ান্টেড গেম থাকতে হবে। না থাকলে নিচের লিংক থেকে হাইলি কমপ্রেস মোষ্ট ওয়ান্টেড গেমটি ডাউনলোড করে ইন্সটল করে নাও।

NFS MW 2005 (356MB):

http://bit.ly/1ni5Vxx

  •  এবার আমার মোডটি ডাউনলোড করো। লিংকঃ http://gamewala.net/games/639
  •  তারপর আনজিপ করো। Install Gamewala Editon প্রোগ্রামে ক্লিক করে মোডটি ইন্সটল করো
  •  সবার শেষে বাকি ফাইলগুলো তোমার মোষ্ট ওয়ান্টেড ডিরেক্টরিতে কাট পেষ্ট করো। ফাইল ওভার রাইটের অনুমতি চাইলে অনুমতি দাও।
  •  সবার শেষে Need for Speed™ Most Wanted (Mod Loader) শটকাট আইকনে ক্লিক করে গেমটি চালু করো।

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের  সাইট থেকে : http://www.gamewala.net

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mod link ta koi pailam na
r aitay ki grafix card lagbe?

    মোডটি কিনে নিতে হবে ভাই! 🙂 আর আলাদা গ্রাফিক্স লাগবে না

      @গেমওয়ালা: Ami to jantam techtunes e banijjik uddesshe tune kora jabe na. Shortlink daoata tao mana gelo kintu bikri korte chaile tAds e jogajog korun.

Level 0

Don’t.

Level 0

তার মানে এটা Gamewala Editon এর বিজ্ঞাপন।

    @Naiem: এই গেমটা টিউনারের নিজের এডিট করা, এতে তার অনেক শ্রম ও অনেক ডাটা খরচ করতে হয়েছে। তাই যার যার এই গেমটি প্রয়োজন এটি ক্রয় করে উৎসাহ প্রদান করা উচিত। যাতে পরবর্তিতে সে এই রকম গেম এডিট করে সকলের খেলার জন্য আরো অনেক গেমস্ এডিট করেন।

      ঠিক বলেছেন ভাই। আমি ব্যাবসা করার জন্য টিউন টি করি নি। ছাত্র মানুষ শ্রম এবং অনেক ডাটা খরচ করে মোডটি বানিয়েছি। আর ব্যবসার উদ্দেশ্যে করলে Most Wanted গেমটার ৩৫৬ মেগার লিংকটাও বেঁচে দিতাম 🙂

Valo korsen

অসাম!
টাকা পাইলেই কিনব!