Low Configuration এর কম্পিউটারের জন্য এবার HOUSE OF THE DEAD 3 compressed (মাত্র 242MB)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

House of the dead গেমটির সাথে আমরা সবাই ছোট বেলা থেকেই পরিচিত। তাই এই গেমের বর্ণনা দেবার দরকার নেই। এই পর্যন্ত পিসির জন্য এর তিনটি পর্ব বের হয়েছে। পরবর্তী পর্ব গুলো PS3 version এ বের হয়েছে। আজ আমি আপনাদের সাথে এর ৩য় পর্বটি শেয়ার করছি। এই গেমটির সাইজ  520 MB+ । কিন্তু গেমটি আসলে এত বড় নয়। গেমটির মধ্যে trailer আছে প্রায় 150 MB । এর মধ্যে house of the dead 1, 2, 3 এর খেলার রিভিউ এবং ছোট একটি মুভি trailer আছে। এগুলো খেলার জন্য মোটেও দরকারি না। তাই এই ফালতু ফাইল গুলো আমি ডিলিট করে দিয়েছি এবং 242 MB তে compress করেছি। তাই সাইজ ছোট হলেও গেমটি সম্পূর্নই আছে।

(কেউ যদি আগে এই গেমটি দিয়ে থাকেন তার জন্য দুঃখিত)

PC Requirement:

OS: Windows XP, Vista, 7, 8

CPU: Pentium IV 1.4 ghz

RAM: 256 MB

Graphics: 64 MB DirectX 9 compatible

এবার গেমটি নিয়ে নিন-

Screenshot:

DOWNLOAD

How to Install & Play

HOD3.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। Install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। এবার যেখানে install দিয়েছেন সেখানে গিয়ে SetupReg.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। wimdows vista, 7, 8 এ mouse এর right বাটন ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে এবং কিছুক্ষন পর বক্সটি চলে যাবে। না গেলে close এ ক্লিক করুন। Install এর কাজ শেষ এখন খেলার পালা। hod3launch.exe তে ডাবল ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে GRAPHIC SETTINGS এ যান। SCREEN MODE এ FULL SCREEN দিন। আপনার কম্পিউটারের graphic ভালো হলে resolution, frame rate ও texture quality বাড়িয়ে নিতে পারেন। এবার graphic settings থেকে exit করুন এবং PLAY GAME এ ক্লিক করুন। গেম চালু হবে এবং SEGA লেখা আসবে। তারপর আপনার পুরো মনিটর কালো হয়ে যাবে। ভয় পাবেন না। keyboard থেকে ENTER বাটন ক্লিক করুন। গেম শুরু হয়ে যাবে। এবার মজা করে খেলুন। চাইলে গেমের ভিতরে option থেকে life ও continue বাড়িয়ে নিতে পারেন। বোঝার জন্য নিচের ছবি গুলো দেখুন-

বিঃদ্রঃ গেমটি খেলার জন্য directX 9.0c install দেয়া থাকতে হবে। না থাকলে নিচে লেখা টিউনটিতে যান। ডিরেক্ট-এক্স 9.0c পাবেন।

অন্যরকম PC GAMES [পর্ব-০৩] :: PC VERSION of Subway Surfer and Fruit Ninja

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অসাধারন এই টিউনটি উপহার দেবার জন্য

    Level 0

    @আশিকুর রহমান: আপনাকেও ধন্যবাদ।

Level 0

onek Dhonnobad & R O Game chai……………….

    Level 0

    @Jubayer: welcome

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সেদিন এটাই অনুরোধ করেছিলাম। টেকটিউন্সে এটা সেটা আর সাহায্য চেয়ে অনেক অনুরোধই করেছিলাম। অনুরোধ রাখলেন শুধু আপনিই।

    Level 0

    @Central Cyber Intelligence: ভাই আপনার অনুরোধ রাখতে পেরে আমারও ভালো লাগছে। আসলে সব সময় সবার অনুরোধ রাখা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি রাখার।

Level 2

Bro Gun game er last stage ta kibave khelesen vilen ke to marte parsina dynamite use koreo marte parsina ektu help koren ar amar Age of Empire 3 er khobor ki?

    Level 0

    @saeedrony: ভাই আপনি প্রতিবার ঘুরে আসলে একটা করে life পাবেন। বসকে মারতে dynamite তীর use করেন। বসের গায়ে তীর লাগবে না। মাটিতে এমন ভাবে মারেন যাতে বস ঘুরে এসে তীরের কাছে পরে। এভাবে বসের life কিছু কমালে বস উপরের তলায় উঠে যাবে কিন্তু আপনি নিচে থাকবেন। বসের মাথায় গুলি করেন। বস dynamite মারবে। dynamite মারলে আপনি quickdrow মুডে যান এবং ডিনামাইটে গুলি করেন। এভাবে বসের ডিনামাইটে বস মরবে। চিট বইয়ের hint দিলাম-
    You can’t kill Magruder by shooting him, since he is wearing armor plating. Instead,
    use the bow with exploding arrows. Get Magruder to chase you. As you are backing
    away, shoot an arrow at a geyser when he walks over it. Magruder will be damaged
    by the exploding fire. Then, when he is on the higher level, shoot him in the head
    with the rifle until he starts yelling, then go into Quickdraw mode. Shoot the
    dynamite when he throws it. After shooting a few sticks of dynamite, the roof
    will collapse on him.

Level 2

Thanks bro for ur suggestion but what about Age of Empire 3 ?

    Level 0

    @saeedrony: অল্প কিছুদিন অপেক্ষা করেন

    Level 0

    @saeedrony: ভাই গতকাল আপনার Age of Empire 3 নিয়া বসছিলাম। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনভাবেই 1.8 GB-র চাইতে কমাতে পারিনা। এত বড় ফাইল আপলোড দিমু কেমনে ????

Level 0

vai ai game ta ki w7 colbe & colle w7 ki directX 9.0c
install dite hobe

    Level 0

    @amisoham: ভাই এটা windows xp, vista, 7, 8 সব গুলোতেই চলে। সাধারণত pc তে directx 9.0c install দেয়া থাকে। কারন অনেক গেম খেলতে এটা লাগে। আপনি try করে দেখেন। যদি না চলে তবে বুঝবেন directx install দেয়া নেই। তখন directx 9.0c install দিয়া নিবেন

Level 0

khub e chomotkar.100 parcent working.

    Level 0

    @CAKS: ধন্যবাদ। আমি যে সব গেম দিবো তা সব গুলোই 100% working.

Thank you Bro…..
Akon kono request korbo na, xm-r pore apnak onek gulo request korbo…

Thanks Bro….

    Level 0

    @Cleaver Munna: Request না করার জন্য ধন্যবাদ। কারন অনেক request জমা হয়ে গেছে।

ভাই, আপনার কাছে আমার কাছে আমার তিনটা গেমর এর রিকোয়েস্ট…
১. ফার ক্রাই
২. হিটম্যান
৩. ম্যাক্স পাইন
এই তিনটার যে কোনটা আপনার সুবিধা মত দিবেন..! টিউনের জন্য অনেক ধন্যবাদ… ইদানিং আপনার গেমের টিউনের জন্য অপেক্ষায় থাকি ।

ভাই, আপনার কাছে আমার তিনটা গেম এর রিকোয়েস্ট…
১. ফার ক্রাই
২. হিটম্যান
৩. ম্যাক্স পাইন
এই তিনটার যে কোনটা আপনার সুবিধা মত দিবেন..! টিউনের জন্য অনেক ধন্যবাদ… ইদানিং আপনার গেমের টিউনের জন্য অপেক্ষায় থাকি ।

    Level 0

    @sajibmazhar: ভাই মারছেন। সব গুলোইতো বড়। এত বড় বড় গেম আপলোড করমু কেমনে !!???!!

vi cossack serieser gamesgulo parle upload diben. jmn cossack:back to war etc…..

    Level 0

    @আজিম মাহমুদ: চেষ্টা কোরবো ভাই। ধন্যবাদ

Level 2

Bro tahole ki amar request puron hosse na?Pls bro take it seriously and upload Age of empire 3 eta amar khub priyo game.

    Level 0

    @saeedrony: age of empire 3 & age of empire 3 asian কোনটাই ছোট করতে পারছি না। যেহেতু আপনি আবার বলছেন আমি আবার try করবো।

দারুন গেম

কিন্ত এখন ডাউনলোড লিংক কাজ করছে না

thanks @Naiem vaiya game ta amar ma’r jonno download dilam. Maa na mouse perfect vabe control korte pare na tai game khele jodi control korte pare tahole to valoi hoi