২০১৪ সালকে মাতাতে বাজারে আসছে অনেক নতুন নতুন গেম। তাদের মধ্যে নিয়মিত ভাবে থাকছে নতুন কল অফ ডিউটি এবং নিড ফর স্পিড এর একটি করে গেম। আজকের এই টিউনের মাধ্যমে সামনে আগত কিছু গেমসের সংক্ষিপ্ত আইডিয়া দিতে চেষ্টা করবো। পরবর্তী টিউনগুলোতে এইসব গেমস নিয়ে বিস্তারিত লেখা যাবে নে।
কল অফ ডিউটি সিরিজের এ বছরের গেম হচ্ছে এডভান্সড ওয়ারফেয়ার। ভবিষ্যৎ দুনিয়ার রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে গেমটি সাজানো হয়েছে। গেমটিতে ভবিষ্যৎতের অসাম সব গেজেড ব্যবহার করতে পারবে তুমি। আপাতত ভাবে গ্রাফিক্স দেখে বুঝা যাচ্ছে যে ৮ গিগাবাইট র্যাম এবং ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ডের সাহায্যে গেমটি খেলা যাবে। গেমটি নভেম্বর ৪, ২০১৪ সালে বাজারে আসার ডেট রয়েছে। বিস্তারিতঃ http://gamewala.net/games/550
এ বছরে এসাসিন্স ক্রিড সিরিজের দুটি গেমস বাজারে আসবে। এদের মধ্যে পিসি সংস্করণে বের হবে ইউনিটি গেমটি। গেমটি ২০১৩ সালের এসাসিন্স ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাগ গেমটির সিকুয়্যাল হিসেবে এ বছরের শেষের দিকে আসবে। গেমটির পটভূমি ফ্রেঞ্চ রেভুলুশনের সময়ের দিকে সেট করা হয়েছে। কিছুদিন আগে গেমটির কিছু ইন-গেম স্ক্রিণশট নেটে লিক হয়ে যায়।
গেমারদের হ্যাকিং এর মজা দিতে এ বছর বাজারে আসতে ওয়াচ ডগস। গেমটিতে প্লেয়ারের যেকোনো ইলেকট্রিক ডিভাইস হ্যাক করার ক্ষমতা রয়েছে। এর সাহায্যে উক্ত ডিভাইসের জমাকৃত ডাটাগুলো চুরি করা যাবে এবং নির্দিষ্ট সময়ে ডিভাইসটি ফাটিয়ে (Burst) দেওয়া যাবে।
ব্যাটম্যান সিরিজের পরবর্তী গেমটি হচ্ছে আর্কাহাম নাইট। একশন-এডভেঞ্চার ধাঁচের এই গেমটি অক্টোবর মাসে রিলিজ পাবার কথা রয়েছে। গেমটি ব্যাটম্যান গেমস সিরিজের চতুর্থতম মূল গেম। ২০১১ সালের ব্যাটম্যা: আর্কাহাম সিটি গেমটির কাহিনীচক্র গেমটিতে ফেরৎ আসবে এবং চলতে থাকবে। গেমটিতে প্রধাণ শত্রু হিসেবে থাকছে Scarecrow সুপারভিলেন!
টম ক্ল্যান্সিস সিরিজে নতুন একটি গেম আসছে আর তা হলো দ্যা ডিভিশন। থার্ড পারসন ট্যাকটিক্যাল শুটার ধাঁচের এই গেমটি ২০১৪ সালের একদম শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে। প্রথমে গেমটির পিসি সংস্করণ বাজারে আসবে কিনা এটা দিয়ে ছিনিমিনি খেলা খেললেও অবশেষে ঊবিসফট গেমটির পিসি সংস্করণও বাজারে আসবে বলে নিশ্চিত করেছে। তবে এক্সবক্স ওয়ান এবং প্লে-স্টেশন ৪ এর জন্য উপযুক্ত করে নির্মাণ করা এই গেমটি পিসিতে কতটুকু গ্রাফিক্স খাবে তা এখনো সিউর নই।
নিড ফর স্পিড এর সাথে প্রতিযোগীতায় নামতে আসছে “দ্যা ক্রিউ”। দ্যা ক্রিউ একটি “ওপেন ওর্য়াল্ড” রেসিং ভিডিও গেম যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। গেমটি নির্মাণ করছে ইভোরি টাওয়ার এবং ঊবিসফট রিফ্লেকশনস এবং প্রকাশ করবে ঊবিসফট। গেমটি বাজারে আসবে ২০১৪ সালের শেষের দিকে। উল্লেখ্য যে গেমটি শুধুমাত্র পরবর্তী প্রজন্মের কনসোল (এক্সবক্স ওয়ান এবং প্লে-স্টেশন ৪) এবং মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসিতে খেলা যাবে।
গেমটির প্রধান বৈশিষ্ট্য এর ওপেন ওর্য়াল্ড ফিচার। যেটি টেস্ট ড্রাইভ আনলিমিটেড গেমস সিরিজে রয়েছে। গেমটির পটভূমিতে রয়েছে আমেরিকার বিভিন্ন প্রদেশ। এর এক প্রদেশ হতে অন্য প্রদেশে ভ্রমণ করতে প্রায় ৯০ মিনিট সময় লাগবে! গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনটি ৩৫ ঘন্টার গেম-প্লে ফিচার করবে। গেমটির কাহিনীতে থাকছে বিভিন্ন ক্রিমিনাল গ্রুপের নিজস্ব কাহিনী। গেমটি মূলত মাল্টিপ্লেয়ার গেম হলেও গেমটির সিঙ্গেলপ্লেয়ার ফিচারও রয়েছে। “দ্যা ক্রিউ” ব্যাতিক্রমী ফিচার হলো গেমটিতে ইন-গেম লোডিং ক্রিণ এবং pause সিস্টেম নেই! গেমটির গাড়িসমূহকে প্লেয়াররা একটি টাই-ইন এ্যাপ (Tie-in App) এর মাধ্যমে কাস্টোমাইজেশন করতে পারবে। এ্যাপটি iSO এবং Android তে ব্যবহার করা যাবে।
গেমটির নির্মাতাদের দলে রয়েছেন আরেকটি জনপ্রিয় “ওপেন ওর্য়াল্ড” রেসিং গেম “টেস্ট ড্রাইভ আনলিমিটেড” সিরিজের নির্মাতা “ইডেন গেমস” এর কর্মীরা। বিভিন্ন অনলাইন ম্যাগাজিন “দ্যা ক্রিউ” গেমটিকে “নিড ফর স্পিড” এর যোগ্য প্রতিদন্ধি হিসেবে দেখছে। দেখা যাক গেমাররা গেমটিকে কিভাবে নেয়।
বিস্তারিতঃ https://www.techtunes.io/games/tune-id/260654
শুধুমাত্র প্লে-ষ্টেশন ৪ গেমস কনসোলের জন্য এ বছরের অক্টোবরে বাজারে আসবে রেসিং ভিডিও গেম #ড্রাইভক্লাব। গেমটি গ্রিড ২ এর আদলে তৈরি করা হয়েছে। তবে গেমটিতে রয়েছে নতুন কিছু ফিচার যেমন অফ লাইন টিম রেস।
দ্যা লাষ্ট অফ আস গেমটির উন্নত সংস্করণ আসছে এ বছরের শেষের দিকে। গেমটিকে প্লে-ষ্টেশন ৪ এর জন্য উপযুক্ত করে তোলার জন্যা পুনরায় গেমটির আপগ্রেডের সংস্করণ আসবে। যেখানে গ্রাফিক্স আপডেট, ৬০ ফ্রেমরেট প্রতি সেকেন্ডে, ১০৮০পি রেজুলেশন ইত্যাদি ফিচার যুক্ত করা হয়েছে।
ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন একশন রোল প্লেয়িং ফার্স্ট পারসন শুটার ধাঁচের “ডেসটিনি” ভিডিও গেমটি এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে। গেমটির পটভূমি একটি সাইন্স ফিকশন দুনিয়াতে সেট করা হয়েছে।
গেমটি নির্মাণ করেছে হালো সিরিজ নির্মাতা Bungie এবং প্রকাশ করবে এক্টিভিশন। উল্লেখ্য যে, গেমটির সকল উপাদান প্লেয়ারেরা নিয়ন্ত্রণ করতে পারবে। মানে গেমটিতে কোনো কম্পিউটার প্লেয়ার থাকবে না।
একশন রোল প্লেয়িং ধাঁচের গেমস সিরিজ ফাইনাল ফ্যান্টাসি এর ১৫তম সংস্করণ বাজাবে আসবে এ বছর। গেমটিতে সিরিজের অনান্য গেমসের থেকে হেভিলি মডিফাইড দুনিয়ায় এবং চরিত্রের সমন্নয় ঘটানো হয়েছে। গেমটিতে মূল প্লেয়ার চরিত্রে রয়েছে নকটিস লুসিস, একটি মাফিয়া ধাঁচের ফ্যামিলির প্রিন্স সে। সে দুনিয়ার শেষ ক্রিসটালটি রক্ষা করে চলেছে। এই ফ্যামিলিটি টেকনোলজিক্যালী এডভান্সড একটি শহরের উপর রাজত্ব করে আসছে। আর তাদের মধ্যে যুদ্ধ লাগে ওই ক্রিসটালটির উপর দখলদারী দিয়ে। গেমটি ২০০৬ সাল হতে নির্মাণের কাজ চলে আসছে।
জাপানে সাইকোব্রেক নামে পরিচিত এই সুরভাইবাল হরর গেমটি বেথেষ্ঠা সফটওয়কস কোম্পানি নির্মাণ করে আসছে। গেমটি খেলা হবে থার্ড পারসন ভিউ ক্যামেরা এঙ্গেলে। গেমটিতে বেঁচে থাকতে হলে ফাইট ছাড়াও পরিবেশের উপযুক্ত সৎ ব্যবহার করা জানতে হবে।
মেজর লিগ বেসবল গেমস সিরিজের এ বছরের গেম হচ্ছে MLB 14: The Show. গেমটি নির্মাণ এবং প্রকাশ করবে সনি কম্পিউটার এন্টারটেইমেন্ট। গেমটি এমএলবি সিরিজের নবম সংস্করণ।
ডুম ৪ গেমটির নির্মাতারা ডুম ৪ গেমটির ইঞ্জিণ আইডি টেক ৫ ইঞ্জিণ দিয়ে এই গেমটি নির্মাণ করেছে। আর গেমটির প্রি-অর্ডার করলেই ডুম ৪ গেমটির বেটা সংস্করণ পাওয়া যাবে। ওলফেনস্টাইন: দ্যা নিউ অর্ডার একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। গেমটি ওলফেনস্টাইন সিরিজের নবম সংস্করণ।
গেমটিতে শুধুমাত্র সিঙ্গেল প্লেয়ার মোড থাকবে। এবং গেম-প্লে হবে লেভেল ভিত্তিক। গেমটির কাহিনীচক্র ১৯৬০ দশকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী “কাল্পনিক” ঘটনাবলীকে নিয়ে সাজানো হয়েছে।
একশন এডভেঞ্চার ধাঁচের ভিডিও গেম দ্যা অর্ডার ১৮৮৬ বাজারে আসছে এ বছরের শেষের দিকে। গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৪ গেমিং কনসোলের জন্য মুক্তি পাবে। গেমটির পটভূমি ১৮৮৬ সালের লন্ডনে সাজানো হয়েছে। গেমটির নির্মাণ কাজ ২০১০ সাল থেকে শুরু হয়।
দ্যা উইচার ৩: ওয়াইল্ড হান্ট একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড একশন রোল-প্লেয়িং ভিডিও গেম যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। নির্মাণ করছে সিডি প্রজেক্ট রেড। গেমটি ফেব্রুয়ারী ৫, ২০১৩ সালে অফিসিয়াল ভাবে এনাউন্স করা হয়েছে। গেমটি দ্যা উইচার সিরিজের সর্বশেষ গেম হতে যাচ্ছে।দ্যা উইচার ৩ গেমটি নতুন গেম ইঞ্জিণ রেডইঞ্জিণ ৩ দিয়ে নির্মাণ করেছে সিডি প্রজেক্ট রেড। এটি আরপিজি ওপেন ওয়ার্ল্ড গেমস এর জন্য আলাদা করে বানানো গেম ইঞ্জিণ। ইঞ্জিণ টি ৬৪বিট প্রিসিশন ব্যবহার করা হয়েছে, এতে হাই ডাইনামিক রেঞ্জ রেডিং সার্পোট করবো এবং এর ফলে আরো উন্নত মানের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে।
ফার্স্ট পারশন শুটার ধাঁচের গেমস সিরিজ বর্ডারল্যান্ড এর দুটি গেম এ বছর মুক্তি পাচ্ছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে দ্যা প্রি-সিকুয়্যাল। গেমটি বর্ডারল্যান্ডস সিরিজের তৃতীয় সংস্করণ এবং ২০১২ সালের বর্ডাল্যান্ডস ২ গেমটির প্রিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ কনসোলের জন্য ২০১৪ সালের শেষের দিকে মুক্তির কথা রয়েছে।
এলিয়েন গেমস সিরিজের আপকামিং গেম হচ্ছে এলিয়েন আইসোলেশন। ফার্স্ট পারসন সুরভাইবাল হরর ধাঁচের গেমটি নির্মাণ করেছে দ্যা ক্রিয়েটিভ এসেম্বলি এবং প্রকাশ করতে সেগা। গেমটির পটভূমি ২১৩৭ সালের এডভান্সড ফিউচারিষ্টিক দুনিয়াতে সেট করা হয়েছে। সিরিজের আগের গেমসগুলো একশন শুটার হলেও এই গেমটিতে নির্মাতারা সুরভাইবাল হরর উপাদান মিশিয়ে সিরিজের নতুনত্ব আনার চেষ্টা করেছেন।
একশন রোল প্লেয়িং ধাঁচের মিডেল আর্থঃ শ্যাডো অফ মরডর গেমটি বাজারে আসছে অক্টোবর ৭, ২০১৪ সালে। গেমটির কাহিনীচক্র “দ্যা লর্ড অফ দ্যা রিংস” দুনিয়াতে সেট করা হয়েছে। গেমটিতে রয়েছে ওপেন ওর্য়াল্ড ফিচার।
মার্শাল আর্ট ফাইটিং ধাঁচের ভিডিও গেমস সিরিজ ইউএফসি এর নতুন সংস্করণ বাজারে আসছে জুন ১৭, ২০১৪ সালে। গেমটি নির্মাণ করেছে ইএ কানাডা । এবং নামের মতো গেমটির সকল উপাদান Ultimate Fighting Championship (UFC) ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে। টিএইকিউ কোম্পানি কর্তৃক গেমটির লাইসেন্স ইলেক্ট্রনিক আর্টস এর কাছে বিক্রি করে দেবার পর এটিই ইউএফসি সিরিজের প্রথম গেম যেটির নিমার্ণ করেছে ইলেক্ট্রনিক আর্টস।
ম্যাক্স ইফেক্ট সিরিজ নির্মাতা বায়োওয়্যার এর একশন রোল-প্লেয়িং ধাঁচের গেমস সিরিজ ড্রাগন এজ এর নতুন সংস্করণ ইনকুইজিশন বাজারে আসছে অক্টোবর ৭, ২০১৪ সালে। গেমটি ড্রাগন এজ: অরিজিনস এবং ড্রাগন এজ ২ গেমটির সিকুয়্যাল এবং সিরিজের তৃতীয় মূল সংস্করণ।
একশন-এডভেঞ্চার ধাঁচের ভিন্নধর্মী ইউনিক এই গেমটি নির্মাণ করেছে এয়ারটাইট গেমস এবং প্রকাশ করবে স্কোয়ার ইনিক্স। গেমটি বাজারে আসবে জুন, ২০১৪ সালে। গেমটির পটভূমি Salem, Massachusetts এর আশে পাশের জায়গাকে ঘিরে নির্মাণ করা হয়েছে। গেমটিতে দেখা যাবে একজন তদন্তকারী রোনান ও’কন্নর কে নির্মম ভাবে খুন করা হয়। এরপর রোনান ভূত হয়ে ফিরে আসে এবং ভূতুরে পাওয়ার দিয়ে নিজের খুনের কেস নিজেই চালাতে থাকে!
এ বছর আরো শ’খানেক গেমস মুক্তির শিডিউলে রয়েছে। তবে তাদের সম্পর্কে এখনি বিস্তারিত বলা যাচ্ছে না বিধায় টিউনে যুক্ত করতে পারলাম না। যেমন জিটিএ ৫ গেমটির পিসি সংস্করণ এ বছর বাজারে আসছে। যাই হোক, আগামীতে সিঙ্গেল টিউনে এসকল গেমস নিয়ে প্রিভিউ টিউন লেখার ইচ্ছে রয়েছে।
গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের সাইট থেকে : http://www.gamewala.net
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অসাধারণ পোস্ট। চোখ বুলিয়ে নিলাম।