Low Configuration এর কম্পিউটারের জন্য Highly compressed একটি গেম (1.0 GB থেকে মাত্র 124 MB)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

আমার মতো অনেকেই আছেন যারা high Configuration এর pc কিনতে পারেন না অথবা high speed নেট না থাকার কারনে বড় বড় গেম Download করতে পারেন না। তাদের জন্য আমার এই টিউন। Low Configuration এর কম্পিউটারে বর্তমানের বড় বড় গেম গুলো খেলা যায় না। তাই আমি পুরানো কিছু ভালো গেম compress করে দিচ্ছি। আগে দিয়েছিলাম "GUN" এবার দিব "Pirates of the Caribbean: At World's End" । এর সাইজ 1 GB কিন্তু আপনাকে download করতে হবে মাত্র 124 MB.

(কেউ যদি আগে এই গেমটি দিয়ে থাকেন তার জন্য দুঃখিত)

PC Requirement:

OS: Windows XP, Vista, 7, 8

CPU: Pentium IV or Athlon XP processor, 1.5 GHz or greater

RAM: 256 MB

Graphics: 64 MB DirectX 9 compatible

HDD: 1.4 GB

Screenshot:

DOWNLOAD

How to Install

আপনি Pirates.exe ফাইলটি download করেছেন। ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। Install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। এবার যেখানে install করেছেন সেখানে গিয়ে SetupReg.exe ফাইলটি opean করুন। একটি ডায়লগ বক্স আসবে এবং কিছুক্ষন পর বক্সটি চলে যাবে। না গেলে close এ ক্লিক করুন। আপনার কাজ শেষ। "At worlds end.exe" তে ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবিটি দেখুন-

How to Play

গেমটি একটু অন্যরকম ভাবে খেলতে হয়। গেমটিতে Mouse এর কোন ব্যবহার নেই। keyboard দিয়েই সব কিছু করতে হয়। কখন কোন বাটন দিতে হবে বা কি করতে হবে তা আপনাকে কিছু চিহ্নের মাধ্যমে দেখাবে। কোন চিহ্নে কোন বাটন দিতে হবে তা আপনি গেম option এ পাবেন। তবুও কোন চিহ্নে কোন বাটন তা আমি নিচে দিয়ে দিলাম-

cursor up, down, left, right বলতে keyboard এর up, down, left, right arrow key

বিভিন্ন রকম combo attack আপনাকে গেমে একের পর এক শিখিয়ে দিবে। মনে রাখবেন আপনাকে চিহ্নের মাধ্যমে দেখানো হবে। যেমন আপনাকে combo শেখানোর জন্য দুই বার Light attack এবং একবার Grab এর চিহ্ন দেখাবে। এর মানে আপনাকে combo মারতে হলে দুই বার Z এবং একবার C দিতে হবে। এমন আরো অনেক combo রয়েছে।

(বিঃদ্রঃ গেমটার ডায়লগ সিন গুলির সময় কোন সাউন্ড আসবে না। কারন ডায়লগের সাউন্ডই নাই। এটা কোন সমস্যা না)

এছাড়াও Low Configuration এর কম্পিউটারে prince of persia sand of time, warrior within, two thorns. Rise of the nation, Delta force 1,2......, Call of duty 1, 2. Battlefield 1,2. Medal of  honor 1,2....., Max Payne 1,2. Age of Empires 1,2.  Need for Speed: Hot Pursuit 2. FarCry 1 ও আরো অনেক ভালো ভালো গেম খেলা যায়

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, হাউজ অব দ্য ডেড ৩ টা দিতে পারবেন হাইলি কম্প্রেসড্ করে? দেড়মাস ধরে খুঁজছি, মনমত ডাউনলোড পাচ্ছি না। প্লিজ ভাইয়া, অনুরোধটা রাখার চেস্টা করবেন, পারলে ফার ক্রাই ৩ও!!!

    Level 0

    @Central Cyber Intelligence: ভাই far cry 3 অনেক বড়। তবে House of the dead 3 দিতে পারবো।

    Level 0

    @Central Cyber Intelligence: ভাই আজ house of the dead 3 দিয়েছি। নিয়ে নিন। খুব বেশি compress করতে পারিনি। সাইজ 242 MB.

Level 2

ভাই Halo 2/3 Game টা কে দেওয়া জায় . pc dual core 2.50 2gb ram agp128

    Level 0

    @Azim: ভাই আমি সকাল ৮ টা থেকে রাতের ৯.৩০ পর্যন্ত কাজে থাকি। তারপর পড়ি। এখন আমি অফিসে। কাজের ফাকে টিউন করেছি। আরো অনেকেই techtunes এ এবং facebook এ অনেক গেমের request করেছে। যদি পারি শেয়ার করবো।

Level 0

Aste aste holew Share koren plzzzzzz

    Level 0

    @Jubayer: আগামী দুই একদিনের মধ্যে House of the dead 3 শেয়ার করবো।

Thank u.

    Level 0

    @AdSense_Approval: thank u too

tnx bai

    Level 0

    @sarwar sajeeb: welcome

অসাধারন ভাই..! আমি সাধারনত কোন টিউনে কমেন্ট করিনা..আলসেমির জন্য…কিন্তু আপনার টিউন এ কমেন্ট না করে পারা যায়না..! নিচের লেখা গেমগুলিও আশা করছি শেয়ার করবেন..অপেক্ষায় রইলাম..ধন্যবাদ ।

    Level 0

    @sajibmazhar: vai house of the dead 3 242 mb te ditechi. etao low configuration e chole.

vi ata khela sesh onno kono sequal thakle dile khusi hobo 🙁 onnogulo amr server e pachina 🙁

    Level 0

    @আজিম মাহমুদ: vai hod 4 & over kill er pc version ber hoini, ps3 version ber hoeche. r onekei etar jonno request koreche tai dibo bole thik korechi

vai sotti osadharon tune koren …… thanks

    Level 0

    @হাসান উজ্জামান: আপনাকে ধন্যবাদ।

ভাই আপনি এত কমপ্রেস কিভাবে করেন ? প্লিজ সফটয়ার টা কি দেওয়া যাবে ?

    Level 0

    @newmission17: software গুলো ফ্রি পাওয়া যায়। আমি নাম বলে দিচ্ছি uharc cmd/GUI, 7zip, kgb.

Thanks Bro…

    Level 0

    @Cleaver Munna: welcome

awsome post vai
onek moja paisi.

    Level 0

    @হারুন অর রশিদ: vai amar onno post guloteo onek compress kora game paben