সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি
আমার মতো অনেকেই আছেন যারা high Configuration এর pc কিনতে পারেন না অথবা high speed নেট না থাকার কারনে বড় বড় গেম Download করতে পারেন না। তাদের জন্য আমার এই টিউন। Low Configuration এর কম্পিউটারে বর্তমানের বড় বড় গেম গুলো খেলা যায় না। তাই আমি পুরানো কিছু ভালো গেম compress করে দিচ্ছি। আগে দিয়েছিলাম "GUN" এবার দিব "Pirates of the Caribbean: At World's End" । এর সাইজ 1 GB কিন্তু আপনাকে download করতে হবে মাত্র 124 MB.
(কেউ যদি আগে এই গেমটি দিয়ে থাকেন তার জন্য দুঃখিত)
PC Requirement:
OS: Windows XP, Vista, 7, 8
CPU: Pentium IV or Athlon XP processor, 1.5 GHz or greater
RAM: 256 MB
Graphics: 64 MB DirectX 9 compatible
HDD: 1.4 GB
Screenshot:
আপনি Pirates.exe ফাইলটি download করেছেন। ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। Install location দেখিয়ে দিন এবং Extract এ ক্লিক করুন। এবার যেখানে install করেছেন সেখানে গিয়ে SetupReg.exe ফাইলটি opean করুন। একটি ডায়লগ বক্স আসবে এবং কিছুক্ষন পর বক্সটি চলে যাবে। না গেলে close এ ক্লিক করুন। আপনার কাজ শেষ। "At worlds end.exe" তে ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবিটি দেখুন-
গেমটি একটু অন্যরকম ভাবে খেলতে হয়। গেমটিতে Mouse এর কোন ব্যবহার নেই। keyboard দিয়েই সব কিছু করতে হয়। কখন কোন বাটন দিতে হবে বা কি করতে হবে তা আপনাকে কিছু চিহ্নের মাধ্যমে দেখাবে। কোন চিহ্নে কোন বাটন দিতে হবে তা আপনি গেম option এ পাবেন। তবুও কোন চিহ্নে কোন বাটন তা আমি নিচে দিয়ে দিলাম-
cursor up, down, left, right বলতে keyboard এর up, down, left, right arrow key
বিভিন্ন রকম combo attack আপনাকে গেমে একের পর এক শিখিয়ে দিবে। মনে রাখবেন আপনাকে চিহ্নের মাধ্যমে দেখানো হবে। যেমন আপনাকে combo শেখানোর জন্য দুই বার Light attack এবং একবার Grab এর চিহ্ন দেখাবে। এর মানে আপনাকে combo মারতে হলে দুই বার Z এবং একবার C দিতে হবে। এমন আরো অনেক combo রয়েছে।
(বিঃদ্রঃ গেমটার ডায়লগ সিন গুলির সময় কোন সাউন্ড আসবে না। কারন ডায়লগের সাউন্ডই নাই। এটা কোন সমস্যা না)
এছাড়াও Low Configuration এর কম্পিউটারে prince of persia sand of time, warrior within, two thorns. Rise of the nation, Delta force 1,2......, Call of duty 1, 2. Battlefield 1,2. Medal of honor 1,2....., Max Payne 1,2. Age of Empires 1,2. Need for Speed: Hot Pursuit 2. FarCry 1 ও আরো অনেক ভালো ভালো গেম খেলা যায়
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, হাউজ অব দ্য ডেড ৩ টা দিতে পারবেন হাইলি কম্প্রেসড্ করে? দেড়মাস ধরে খুঁজছি, মনমত ডাউনলোড পাচ্ছি না। প্লিজ ভাইয়া, অনুরোধটা রাখার চেস্টা করবেন, পারলে ফার ক্রাই ৩ও!!!