সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
আমি যেই গেমটি দিচ্ছি সেটি কোন নতুন গেম না। অনেকেই গেমটি চেনেন এবং খেলেছেন। গেমটি আমার অত্যন্ত প্রিয়। এর সাইজ 3.2 GB। কিন্তু আপনাদের Download করতে হবে মাত্র 218 MB । Install হতে সময় লাগবে ৮-১০ মিনিট (Pentium 4 pc তে)। core i3 তে ২ মিনিট।
Minimum PC Requirement:
OS- Windows XP
CPU- Pentium IV 1.8GHz
RAM- 256 MB
Graphics- DirectX 9.0 supported graphics.
এবার গেমটি নিয়ে নিন
(গেমটি যদি এর আগে কেউ দিয়ে থাকেন তার জন্য দুঃখিত। তবে আমার বিশ্বাস কেউ আগে দিলেও এতো ছোটো সাইজে দেয়নি।)
আমি এতক্ষন ধরে যেই গেমটির কথা বলেছি সেটি অনেকেরই পরিচিত গেম যার নাম "GUN"
Screenshot:
আপনি GUN.exe ফাইলটি download করেছেন। এবার GUN.exe ফাইলটি ওপেন করুন। যেখানে install করতে চান তার location দেখিয়ে দিন। Extract এ ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই গেমটি extract বা install হয়ে যাবে। এবার যেখানে গেমটি install দিয়েছেন সেখানে যান এবং SETUP.REG ফাইলটিতে ডাবল ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে এবং YER or NO দুটি option দিবে। আপনি YES এ ক্লিক করে OK করুন। আপনার কাজ শেষ। Gun.exe এ ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবি গুলো দেখুন-
লাল দাগের মাঝের জায়গায় ক্লিক করে install location দেখিয়ে দিন।
যেখানে install করেছেন সেখানে গিয়ে প্রথমে SETUP.REG opean করে yes দিন এবং Gun.exe এ ডাবল ক্লিক করে খেলুন।
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আবার ও চরম একটা গেম দিছেন এবং ফাটায়ে দিছেন ভাই, আশা করি এই রকম আরও গেম দিবেন।
যাদের লো-কনফিগারেশন এর পিসি তাদের জন্য খুবই উপকার হবে।