Low Configuration এর কম্পিউটারের জন্য Super compressed একটি গেম (3.2 GB থেকে মাত্র 218 MB)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আমি যেই গেমটি দিচ্ছি সেটি কোন নতুন গেম না। অনেকেই গেমটি চেনেন এবং খেলেছেন। গেমটি আমার অত্যন্ত প্রিয়। এর সাইজ 3.2 GB। কিন্তু আপনাদের Download করতে হবে মাত্র 218 MB । Install হতে সময় লাগবে ৮-১০ মিনিট (Pentium 4 pc তে)। core i3 তে ২ মিনিট।

Minimum PC Requirement:

OS- Windows XP

CPU- Pentium IV 1.8GHz

RAM- 256 MB

Graphics- DirectX 9.0 supported  graphics.

এবার গেমটি নিয়ে নিন

(গেমটি যদি এর আগে কেউ দিয়ে থাকেন তার জন্য দুঃখিত। তবে আমার বিশ্বাস কেউ আগে দিলেও এতো ছোটো সাইজে দেয়নি।)

আমি এতক্ষন ধরে যেই গেমটির কথা বলেছি সেটি অনেকেরই পরিচিত গেম যার নাম "GUN"

Screenshot:

DOWNLOAD(218 MB)

আপনি GUN.exe ফাইলটি download করেছেন। এবার GUN.exe ফাইলটি ওপেন করুন। যেখানে install করতে চান তার location দেখিয়ে দিন। Extract এ ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই গেমটি extract বা install হয়ে যাবে। এবার যেখানে গেমটি install দিয়েছেন সেখানে যান এবং SETUP.REG ফাইলটিতে ডাবল ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে এবং YER or NO দুটি option দিবে। আপনি YES এ ক্লিক করে OK করুন। আপনার কাজ শেষ। Gun.exe এ ডাবল ক্লিক করুন এবং খেলুন। বোঝার জন্য নিচের ছবি গুলো দেখুন-

লাল দাগের মাঝের জায়গায় ক্লিক করে install location দেখিয়ে দিন।

যেখানে install করেছেন সেখানে গিয়ে প্রথমে SETUP.REG opean করে yes দিন এবং Gun.exe এ ডাবল ক্লিক করে খেলুন।

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আবার ও চরম একটা গেম দিছেন এবং ফাটায়ে দিছেন ভাই, আশা করি এই রকম আরও গেম দিবেন।
যাদের লো-কনফিগারেশন এর পিসি তাদের জন্য খুবই উপকার হবে।

    Level 0

    @asstha: ধন্যবাদ। যদি গেম চলতে কোন প্রবলেম হয় তবে বলবেন।

Level 0

গেমটি আগে খেলেছিলাম, গেমটি অনেক মজার । হাইলি কমপ্রেসড ফাইল যেহেতু, শেয়ার করেছেন তাহলে তো ডাউনলোড করে আবারও খেলতেই হয় । অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    Level 0

    @Moyin Emon: আপনাকেও ধন্যবাদ। আমি গেমটি তিনবার খেলেছি।

অনেকদিন পর এই গেমটা পেলাম। ২০০৬ এ একটা ডিভিডি ডিক্স কিনসিলাম (সিলভার ডিক্স).

    Level 0

    @ওয়াহিদ: আমি ২০০৭ or ২০০৮ (ঠিক মনে নেই) এ গেমটি প্রথম খেলেছিলাম।

Level 0

যদি আপনার anti virus এটাকে virus বলে তবে ignore করেন। কারন এটা কোন virus না। আমি নিজে এটা compressed করেছি।

যদি সত্যিই আপনি গেমস্ টি হাইলি কম্প্রেস করে থাকেন ৩.২ জিবি থেকে ২১৮ এম বি, তাহলে এটা কীভাবে করেছেন…? এটার উপর একটা বিস্তারিতো পোস্ট লিখবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    @মাহমুদ কলি।: আমি আগে “uharc cmd” software দিয়ে compress করতাম। কিন্তু এটা অনেক জটিল। এবং অনেক সময় লাগতো। এখন “7zip” software এর latest version দিয়ে যেকেউ সহজে Highly compress করতে পারবে। এই গেমটাও 7zip দিয়ে করা। আর “KGB” দিয়ে সবচাইতে বেশি compress করা যায়। তবে অনেক বেশি সময় লাগে বলে কেউ KGB use করে না।

vai darun
chalaiya jan boss

    Level 0

    @sarwar sajeeb: আরো অনেক পাবেন।

Level 2

bro thanks for ur nice tune also i need Age of Empire 3 in small size.Pls do some thing.

    Level 0

    @saeedrony: ভাই আমার কাছে হাজারের উপরে গেম আছে। Age of Empire 3 আছে কিন্তু আমি সকাল ৮ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত ব্যস্ত থাকি। তাই দিলেও আপনাকে অনেক অপেক্ষা করতে হবে।

Level 0

Hi Naiem Vai, please confirm the game is in Englins Version. In your provided image it seems in other language.

    Level 0

    @topin: 100% English.

Level 2

Ok bro i will wait for it also when u upload it pls send me the download link through my email: [email protected]

    Level 0

    @saeedrony: ভাই আপলোড করলে টেকটিউনসেই দিবো

এরকম আরো অনেক গেমস্ শেয়ার করবেন আশাকরি।

    Level 0

    @মাহমুদ কলি।: এমন আরও অনেক পাবেন।

ভাই , অসাধারন…!! কই ছিলেন আপনি এতদিন এই গেম নিয়া ..! খেলে অনেক ভালো লাগতেছে..! কিন্তু ভাই একটা সমস্যা গেমটার ডায়লগ সিন গুলির সময় কোন সাউন্ড আসেনা..! এটা কি ঠিক করা যায়..? আর কোন চিট কোড কি আছে ..? থাকলে একটু শেয়ার করবেন প্লিজ ! তবে গেম টার জন্য অনেক অনেক ধন্যবাদ..পরবর্তি টিউনের জন্য অপেক্ষায় রাইলাম !

    Level 0

    @sajibmazhar: ভাই গেমটার ডায়লগ সিন গুলির সময় কোন সাউন্ড আসবে না। কারন ডায়লগের সাউন্ডই নাই। এটা কোন সমস্যা না। চিট নাই তবে চিট বইয়ে খুজলে Hints পাবেন। কিছু কিছু মিশনে hints খুব কাজে দিবে।

      Level 0

      @Naiem: নায়ীম ভাই আপনার কাছে কি NFS 2 আর RED SHARK আছে ..আমি নেট খুঁজে ফুল সেটআপ কোথাও পাইনি ..থাকলে কি শেয়ার করতে পারবেন ??

        Level 0

        @bhuban10: ভাই আমার কাছে nfs 2 se, 5, nfs hot persute 2, hotpersute 2010, most wanted, most wanted 2012, rivals, peradise island, src, nfs carbon ও আরো কিছু raceing গেম আছে। red shark নাই।

Thanks Bro…. many many thanks….

    Level 0

    @Cleaver Munna: welcome bro

Super compressed কি শুধু গেইমেসেই করা করা যাবে ,নাকি অন্য সকল ভিডিও অডিও যে কোন ফাইল করা যাবে ?winzip pro তে হাইলি কম্প্রেস হবে কি ?

    Level 0

    @Helal-Alnur: অডিও .mp3 ছাড়া অন্যগুলো করা যায়। ভিডিও ঠিক compresse করা যায় না তবে বিভিন্ন ভাবে convert করে কম জায়গায় high quality video তৈরী করা যায়। যেমন বিভিন্ন গেমসে video কে .bin ফাইল হিসাবে রাখা হয় জায়গা কমানোর জন্য, যা আপনি bink player দিয়ে চালাতে পারবেন। এছাড়া বিশেষ ভাবে .mkv and .webm এ convert করে quality ঠিক রেখে জায়গা কমানো যায়। winzip pro এর চাইতে আমার কাছে 7zip বেশি ভালো লাগে।