সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের এর ৪র্থ পর্ব।
(প্রথমেই বলে নিচ্ছি এই টিউনে আপনি বড় কোন HD Games পাবেন না। পাবেন পিচ্চি পিচ্চি মজার গেমস)
Android এর জনপ্রিয় রেসিং গেম Riptide GP 2 খেলুন এখন পিসিতে। যারা গেমটি খেলেননি বা খেলতে চাইলেও আপনার android ডিভাইস গেমটি চালাতে পারেনি তারা এখনি গেমটি পিসিতে খেলে দেখুন। এর HD graphics এবং চমৎকার সব ফিচার আপনার ভালো লাগবেই। গেটির জন্য জায়গা লাগবে মাত্র 250 MB। আপনাদের download করার সুবিধার্থে গেমটি আমি compress করেছি মাত্র 74 MB তে।
গেমটি খেলতে আপনার পিসিতে minimum Windows Vista, directX 9.0c বা pixel shader 3 supported গ্রাফিক্স কার্ড এবং directX 9.0c software install দেয়া থাকতে হবে। software টি না থাকলে এই টিউনের ৩য় পর্ব থেকে Download করে নিন।
যাদের গেমটি install দিতে প্রবলেম হয় তারা নিচের download link থেকে download করুন। এটি install দেয়া লাগবে না। extract করুন এবং খেলুন।
গেমটি keyboard এবং joystick দুটি দিয়েই খেলতে পারবেন। Boost মারার জন্য space bar এবং style করার জন্য w, a, s, d এবং left, right, up , down key একসাথে ব্যবহার করুন। যদি আপনার পিসিতে গেমটি slow চলে তবে গেমের setting থেকে Resulation ও graphics quality কমিয়ে নিন।
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পুরাই জটিল হইছে, আপনার টিউন এর জন্য আমি অপেক্ষায় থাকি, কারণ অনেক সুন্দর সুন্দর android গেম এর পিসি কালেকশন পাই তার জন্য।
আশা করি নেক্সট পর্ব গুলা তে আরও আকর্ষণীয় গেম পাব আশা করি।