GamerZ TunE (পর্ব-০৪)WARFACE একটি ফ্রি-টু-প্লে অনলাইন মালটিপ্লেয়ার গেম।কম স্পিডেও খেলা যাবে!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

WARFACE একটি ফ্রি-টু-প্লে অনলাইন মালটিপ্লেয়ার গেম। ডেভেলপ করেছে CRYSIS SERIES এবং FARCY নির্মাতা CRYTEK. CRYENGINE ব্যাবহার করে গেমটি তৈরি। আমি বলব না যে এটাই সবচেয়ে ভালো ফ্রি গেম। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে ভালো গ্রাফিক্স, সুন্দর গেমপ্লে, ফ্রি মালটিপ্লেয়ার যা মোটামোটি কম স্পিডেই খেলা যাবে ও ছোট সাইজ যা ডাউনলোড করতে বেশি সময় লাগে না এমন কোন গেমটি ভালো হবে? তাহলে আমি বলব WARFACE. ফ্রি-টু-প্লে তার মানে বুঝাই যায় যে গেমটি একদম ফ্রি। কিনতে কোন টাকা লাগবে না। শুধু ডাউনলোড করুন আর খেলুন। গেমটির গেমপ্লে কিছুটা CRYSIS এর মতই। গেমটিতে আছে PvP ও CO-OP মোড। PvP এর জন্য ৬ ধরনের PvP মোড। খেলার জন্য চার ধরনের সোলজার ক্লাস।

WARFACE ডাউনলোড লিঙ্ক এবং ইন্সটলেশন গাইড।

যা যা করতে হবে,

✡ প্রথমে http://www.gface.com থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে ✡

✡ একটি সবুজ আইকন আসবে, দেখাবে লোড হচ্ছে, আসতে অনেক সময় লাগে। তাই ধরজ হারাবেন না। তাই লোড হতে দিন ✡

✡ লোড হলে অ্যাকাউন্ট খুলে ফেলুন, তারপরেও অনেক সময় লাগবে লোড হতে ✡

✡ অ্যাকাউন্ট খুলার সব কাজ শেষ হয়ে গেলে http://www.warface.com এইখান থেকে গেমটির লঞ্চার ডাউনলোড করুন। সাইজ মাত্র ৩০ মেগাবাইট ✡

✡ গেমটি সম্পর্কে সব বিস্তারিত জানতে হলেও এই ওয়েবসাইট থেকেই জানতে পারবেন ✡

✡ লঞ্চার ডাউনলোড শেষ হলে তা ইন্সটল করুন। ইন্সটল করতে বেশি সময় লাগবে না ✡

✡ তারপর লঞ্চারটি ওপেন করুন। আপনার GFACE অ্যাকাউন্ট এর ইমেইল আর পাসওয়ার্ড দিন। সাইন ইন করুন ✡
✡ তারপর সার্ভার সিলেক্ট করার অপশন আসবে। ইউরোপ সিলেক্ট করুন। অন্য কোনটা সিলেক্ট করবেন না ✡
✡ তারপর নিচে ডানে INSTALL এ ক্লিক করুন। তারপর সম্পূর্ণ গেমটি ডাউনলোড ও সাথে সাথে ইন্সটল হওয়া শুরু হবে ✡
✡ আপনি নিচে দেখতে পারবেন ডাউনলোড ও ইন্সটল কতটুকু হয়েছে। আপনি যদি ইন্সটল বন্ধ করতে চান তাহলে মাঝে করতে পারবেন। পরে আবার সব কিছু আগের মতই ওপেন করে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ইউরোপ সার্ভার নিন। তারপর নিচে ডানে এখন INSTALL এর জায়গায় UPDATE লেখা থাকবে। সেইখানে ক্লিক করুন ও আপনার ডাউনলোড আবার শুরু হবে ✡
✡ ডাউনলোড থিক সে জায়গা থেকে শুরু হবে যে জায়গায় সম্পূর্ণ ইন্সটল হয়েছে। অর্থাৎ আপনার ইন্সটল যদি ১০% হয়, তাহলে আপনার ডাউনলোডও পরে ১০% থেকে শুরু হবে। তাই বলতে পারেন যে বন্ধ করে আবার ছালু করলে আনার ডাউনলোড না, ইন্সটলেশন ঠিক একি জায়গা থেকে আবার শুরু হবে ✡
✡ এ বেপারে আমি আপনাকে ভালো যে উপদেশ দিতে পারি তা হল, আপনি একদিন ধৈর্য ধরুন। ডাউনলোড এর সময় ইন্টারনেট ইউজ করবেন না। ডাউনলোড ঠিকভাবে হতে দিন। তাহলে ১ দিন অর্থাৎ ২৪ ঘণ্টায় ডাউনলোড শেষ হয়ে যাবে।
✡ ডাউনলোড শেষ হয়ে গেলে এখন UPDATE এর স্থানে এখন PLAY লেখা থাকবে। প্লে ক্লিক করুন ও গেমটি এখন আরামসে খেলুন। আর হ্যাঁ, গেমটি সবসময় লঞ্চার দিয়েই ওপেন করতে হবে ✡

বি.দ্র. ইউরোপ সার্ভার সিলেক্ট করার কারন হল, বাংলাদেশের বেশিরভাগ WARFACE প্লেয়ার ইউরোপ সার্ভারে খেলে। মাত্র কয়েকজন অন্য সার্ভারে খেলে। আর আমরা কয়েকজন WARFACE প্লেয়াররা বাংলাদেশের ইউরোপ সার্ভারের প্লায়েরদের নিয়ে একটি CLAN ওপেন করতে চাই। তাই মাত্র কয়েকজন পরিচিত মানুষের জন্য অন্য সার্ভার নিবেন না। এখন যদি চিন্তা করেন CLAN কি? তা গেম খেলার পর বুঝতে পারবেন। আজকের জন্য এতটুকুই থাকুক। ডাউনলোড শেষ হলে আপনার আইডি নিচে কমেন্ট করুন যেন আপনাকে CLAN এ ইনভাইট করতে পারি। ধন্যবাদ

যদি কোন প্রশ্ন থাকে  গ্রুপএ  জিজ্ঞাসা করুন।

আমাদের গ্রুপ.......

Level 0

আমি shoaibur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai kom speed ta koto bolle valo hoto

Level 0

২৫৬তে খেলা যায়… এর কমেও খেলা যাবে ……

Level 0

যদি কোন প্রশ্ন থাকে গ্রুপএ জিজ্ঞাসা করুন।https://www.facebook.com/groups/gamerztune/

Level 0

do you play planetside 2. It is a free online fps game also

aita android game bolben na