গেমস জোন [পর্ব-২৪৫] :: ফ্রন্টলাইনস (২০০৮) – মিলিটারী শুটার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

টানা কয়েকদিন ধরে ফারক্রাই ৩ এবং রাইভালস এর গাইড দিতে দিতে আমি বড়ই হাঁপিয়ে গিয়েছি! অনেক কিছু টাইপ করতে হয় এবং অতিরিক্ত পরিমাণে ফটো আপলোড করতে হয়। এবার একটু বিশ্রামে আছি। আর তাই নিয়ে এলাম গেমস জোনের রেগুলার এপিসোডসমূহ। আজ নিয়ে এসেছি একটি মিলিটারী ধাঁচের ফার্স্ট পারসন শুটার গেম ফ্রন্টলাইনস নিয়ে।

ফ্রন্টলাইনসঃ ফুয়েল অফ ওয়ার একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম যেটি শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজ এবং এক্সবক্স ৩৬০ কনসোলের জন্য মুক্তি দেওয়া হয় ফেব্রুয়ারী, ২০০৮ সালে। গেমটি নির্মাণ করেছে ক্যায়োস স্টুডিওস। তবে প্রথমে গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৩ গেমস কনসোলে মুক্তির শিডিউলে ছিল তবে পরে মুক্তির মাত্র এক মাস আগে প্রকাশক প্রতিষ্ঠান THQ গেমটির প্লে-স্টেশন ৩ সংস্করণ বাতিল করে দেয়।

গেমটি মূলত এর মাল্টিপ্লেয়ার ফিচারের উপর গুরুত্ব দিলেও গেমটিতে রয়েছে সিঙ্গেল-প্লেয়ার ক্যাম্পেইন তবে এখানেও মাল্টিপ্লেয়ারের বহু ফিচার চলে এসেছে। তবে এখন আর গেমটির অনলাইন মাল্টিপ্লেয়ার সার্ভার চালু নেই তবে ল্যান সিস্টেমে গেমটির মাল্টিপ্লেয়ারের মজা নেওয়া যাবে।

  • নির্মাতাঃ ক্যায়োস স্টুডিওস
  • প্রকাশ করেছেঃ টিএইচকিউ
  • ইঞ্জিণঃ আনরিয়েল ইঞ্জিণ ৩
  •  খেলা যাবেঃ মাইক্রোসফট উইন্ডোজ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
  • মুক্তি পেয়েছেঃ ফেব্রুয়ারী, ২০০৮ সালে
  • ধরণঃ ফার্স্ট পারসন শুটার, মিলিটারী থিম
  • খেলার ধরণঃ সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
  • সিস্টেম রিকোয়ারমেন্টসঃ ডুয়েল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৭২০ মেগাবাইটের গ্রাফিক্স কার্ড ,উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২), ডাইরেক্ট এক্স ৯.০ এবং শেডার মডেল ৩.০

গেমটির গেম-প্লে “ফ্রন্টলাইন” মেশিনের উপর নির্ভর করে।এটার সাহায্যে সকল একশন একত্রে করে ব্যাটলফিল্ডে আরো মজাদার করা হয়েছে। এছাড়াও গেমটির মাল্টিপ্লেয়ার ভিক্তিক বৈশিষ্ট্যের কারণে ব্যাটলফিল্ড হতে পিছু হাটলে তোমার এবং তোমার স্কোয়ার্ডের অস্ত্র এবং যন্ত্রপাতি লুজ হয়ে যেতে পারে এবং ব্যাটলফিল্ডে অগ্রসর হতে পারলে রয়েছে বিভিন্ন বোনাস।

গেমটিতে রয়েছে প্রায় সকল প্রকার গেম-টাইপ। প্লেয়ার ইচ্ছে করলে ডিফেন্ড কিংবা আক্রমণ যেকোনো পক্ষ নিতে পারবে।

এছাড়াও গেমটিতে রয়েছে UCAV ড্রোন সিস্টেম । এর মাধ্যমে শত্রুদের দেয়ালের ভিতর দিয়েও দেখা যাবে। তবে ম্যাক্সিমাম ড্রোন গুলো বোমার মতো শত্রুর বিপক্ষে ব্যবহার করা যাবে।

গেমটিতে আরো চার প্রকার সহ মোট পাঁচ প্রকার ড্রোন সিস্টেম রয়েছে। বাকিগুলো হচ্ছে:

  • এসাল্ট ড্রোনঃ একটি ছোট গাড়িতে বিল্ট-ইন গেটলিং অস্ত্র দিয়ে শত্রুর বিপক্ষে যুদ্ধ করা যাবে এই ড্রোন দিয়ে।
  • মর্টাল ড্রোনঃ এটি চার ব্যারেল মর্টাল অস্ত্র বিশিষ্ট ড্রোন।
  • আরসি ড্রোনঃ খেলনা গাড়িতে সি৪ বোম ব্যবহার করে নিশব্দে শত্রুর উপর আক্রমণ করাই এই ড্রোনের উদ্দেশ্য।
  • UAV ড্রোনঃ এটি এন্টি-ইনফ্যান্টি রকেট দিয়ে সজ্জিত একটি আরমর ড্রোন।

গেমটিতে রয়েছে ৬০টির বেশি গাড়ি এবং অস্ত্র সাথে যাবতীয় যন্ত্রপাতি। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে এয়ারস্ট্রাইকের সুবিধাও রয়েছে।

গেমটি সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে রয়েছে স্টোরিলাইন। ২০২৪ সালের পৃথিবীতে চলবে গ্লোবার এনার্জি ক্রাইসিস। তাই তেল এবং প্রাকৃতিক গ্যাসের যোগানের জন্য পৃথিবীর ইষ্ট এবং ওয়েষ্ট এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এদের আলাদা নিজস্ব আর্মিও গঠন করা হয়। ওয়ের্ষ্টান গ্রুপে রয়েছে আমেরিকা, ন্যাটো, রাশিয়ান ফেডারেশন এবং পিপলস রিপাবলিক অফ চায়না।

ইষ্ট গ্রুপের আক্রমণ থেকে ওয়েষ্টে বাঁচাতে গেমটিতে তোমাকে ওয়ের্ষ্টান গ্রুপের আর্মি সদস্য হয়ে খেলতে হবে। গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনের বেশির ভাগ মিশন মধ্য এশিয়া এবং ইর্ষ্টান ইউরোপে সাজানো হয়েছে।

গেমটির মাধ্যমে নির্মাতারা একটি বার্তা দিতে চেয়েছেন তা হলো, কি হবে যখন ভবিষ্যৎতে তেলের সরবরাহ বন্ধ কিংবা তেলের সংস্করণ ফুরিয়ে যায়? আর তেল এবং গ্যাস ফুরিয়ে গেলে এর খোজেই তো আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।

ডাউনলোডঃ

ftp://serv1.2fun.ge/games/Frontlines.Fuel_of_war/Frontlines_Fue_Of_War_2fun.gel.rar

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.hostyd.com

ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বরাবরের মতই সুন্দর টিউন।

Level 0

language problem

গেমওয়ালা ভাই এই গেমের টিউন দেখে এই গেমটা খুব ভাল লেগেছে … তাই গত ৩ দিনে অনেক অপেক্ষার পর আজকে গেমটা ডাউনলোড হল… কিন্তু গেমটা আনকম্প্রেসড করার সময় frontline.mdf এই ফাইলটা ব্রোকেন দেখায় আর আনকম্প্রেসড করার পর গেমের সাইজ দেখায় ৫৬৩ এমবি … ভাই আমার পুরা কষ্ট টাই বৃথা গেল… গেমওয়ালা ভাই প্লীজ কোন একটা সমাধান দিন…