গেমস জোন [পর্ব-২৪৪] :: Need For Speed Rivals (walkthrough) – পুলিশ ক্যারিয়ার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

নিড ফর স্পিড রাইভালস এর পুলিশ ক্যারিয়ারের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ইভেন্ট এবং এক্টিভিটিস এর মাধ্যমে একটি গোল অর্জন করা আর তা হলো লোকাল রেসারদের বেআঈনী কাজকর্মে বাধা সৃষ্টি করা। এখানে সিঙ্গেল রেসার থেকে শুরু করে বড় সড় রেসার গ্রুপ সবাইকেই গ্রেফতার করতে হবে তোমাকে। তবে গেমটির বেশির ভাগ সময়ই অন্যান্য পুলিশের সাহায্য নিতে হবে গ্রেফতারের জন্য। যেটি খুবই ভালো ফিচার।

পুলিশ ক্যারিয়ারের আরেকটি ভালো দিক হলো, এদের গাড়ি তোমাকে আলাদা পয়েন্টস খরচ করে খরিদ করতে হবে না। পরবর্তী রেঙ্কে যেতে পারলেই গাড়ি অটো আনলক হয়ে যাবে এবং তোমার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। যেখানে রেসার ক্যারিয়ারে আনলক এবং পয়েন্ট খরচ করে গাড়ি কিনতে হতো।

তবে, শুধুমাত্র উক্ত গাড়ির পারসূট টেকনোলজি কেনার জন্য পয়েন্ট খরচ করতে হবে তোমায়। তবে এখানেই মার খেলে তুমি! কারণ পুলিশ ক্যারিয়ারে স্পিড পয়েন্ট সংগ্রহ করা অনেক কঠিন এবং স্লো রেসার ক্যারিয়ারের তুলনায়।

Earning SpeedPoints

গত পর্বেই বলেছি যে, রাইভালস এ টাকার পরিবর্তে স্পিডপয়েন্টস দিয়ে কেনাবেচা করা হয়। আর পুলিশ ক্যারিয়ারে পয়েন্ট দিয়ে শুধু উন্নত পারসূট টেক কিনতে পারো তুমি। পুলিশ ক্যারিয়ারে পয়েন্ট তুমি বিভিন্ন রেস এবং ইভেন্টে অংশ নিয়ে সংগ্রহ করতে পারো এছাড়াও, ফ্রি রোমে ঘুরার সময় যেকোনো রেসারকে গ্রেফতার অথবা রেডভিউ শহরের বিভিন্ন স্পিড রের্কড ভেঙ্গেও পয়েন্ট সংগ্রহ করতে পারো তুমি।

রেসার ক্যারিয়ারের পয়েন্ট মাল্টিপাই সিস্টেম টি এখানে নেই তার ১০ হাজার পয়েন্ট সংগ্রহের জন্য ১০মিনিটের বেশি শ্রম দিতে হবে তোমাকে। আর ভালো কথা হচ্ছে যে, পুলিশ ক্যারিয়ারে পয়েন্ট সংগ্রহ করতে করতে কোনো ইভেন্টে যদি তোমার পুলিশ গাড়িটি ধ্বংস হয়ে যায় তাহলেও উক্ত ইভেন্টের অর্জিত পয়েন্টস গুলো থাকবে নষ্ট হবে  না যেখানে রেসার ক্যারিয়ারে তা নষ্ট হয়ে যেত। আর পুলিশ গাড়ি সহজে ধ্বংস হয় না এরা একটু শক্ত টাইপের

তবে সময়ের কাছে হেরে গেলে পয়েন্ট নষ্ট হয়ে যাবে। তবে এর জন্য রিপেয়ার শপকে ভুলে গেলে চলবে না। মাঝে মাঝে দরকার পড়লে অবশ্যই রিপেয়ার শপে গিয়ে দেখা করে আসতে হবে।

Catching racers

পুলিশের কাজ কি? চোরদের গ্রেফতার করা! রাইভালসে তোমাকে রেসার গাড়িটিকে গ্রেফতার করতে হবে অথবা রেসার গাড়িটি ধ্বংস করতে হবে।

পারসূট কিংবা ধাওয়াগুলো অবশ্যই সবগুলো ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন পরিস্থিতে শুরু এবং বয়ে যেতে পারে। বিশেষ করে রাতের বেলা হেলির ধাওয়া দিলে কি যে চরম লাগে না!! আহ!!

আবার অন্য পুলিশের চলমান ইভেন্টেও তুমি জয়েন্ট করতে পারো। আর এখানে হয় সময় লিমিটি দেওয়া থাকে সকল রেসারদের গ্রেফতারের জন্য অথবা বেঁচে যাওয়া রেসার / রেসাররা ফিনিস লাইনে চলে গেলে।

আর ফ্রি রোমে ঘুরার সময় এখানে তোমার স্বাধীনতা রয়েছে। শহরের ঘুরে বেড়ানো সময় কোনো পারসূট তোমার সামনে এলে হয় তুমি জয়েন করতে পারো অথবা নাও করতে পারো তোমার মর্র্জি। জয়েন করার জন্য রেসার গাড়িকে ধাক্কা অথবা সাইরেন বাজিয়ে পিছে লাগো। ব্যাস!

আর আন্ডারকভার গাড়ির ব্যবহার করেও তুমি রেসারদের সহজেই আচমকা আক্রমণ করতে পারো। এগুলো গাড়ি সিভিল ড্রেসে থাকে আর রেসারদের আচমকা আক্রমণ  করে।

রেসার গাড়িদের ইঞ্জিণে ডেমেজ করতে পারলেই সহজেই তাকে গ্রেফতার করা যাবে। তাই কোন গাড়ির ইঞ্জিণ কোথায় অবস্থিত রয়েছে তা তোমায় জানতে হবে। যেমন ফেরারী কোম্পানি গাড়িগুলোর ইঞ্জিণ পেছনে থাকে।

আর সকল ইভেন্টে তোমাকে রেসার গাড়িকে ধ্বংস করতে হবে না। যেমন ইন্টারসেপ্টর ইভেন্টগুলোতে রেসারদের গ্রেফতার করতে হবে ধ্বংস করার পরিবর্তে। এতে সময় কম লাগে।

Spending points

 

আগেই বলেছি যে, পুলিশ ক্যারিয়ারে পয়েন্ট শুধুমাত্র পারসূট টেকনোলজি ক্রয় এবং ইন্সটলের জন্য খরচ করা লাগবে। প্রতিটি পুলিশ গাড়িতে সর্বোচ্চ দুটি পারসূট টেকনো ইন্সটল করা যাবে।

কিন্তু এখানে পারসূট টেকনোর দাম অনেক চড়া পয়েন্টে কিনতে হয় বিধায়, প্রতি ৪টি বা ৫টি গাড়ি আনলক করার পরই পারসূট টেকনো কেনতে পারো তুমি এবং সঠিক গাড়িতে সঠিক টেকনোটি ব্যবহার করতে পারো।

Pursuit Tech

গেমটির পুলিশ ক্যারিয়ারের একদম প্রথম থেকেই প্রত্যেকটি পুলিশ গাড়িতে সর্বোচ্চ দুটি করে পারসূট টেকনো ব্যবহার করা যায় এটা আগেই বলেছি।

আর গেমটির শুরুতেই সকল টেকনো পাওয়া যাবে না। মেইন ক্যারিয়ারের পরবর্তী চ্যাপ্টারে গেলেই কিছু টেকনো আনলক হবে এবং পয়েন্টস দিয়ে তা খরিদ করে তোমার পছন্দের গাড়িতে ইন্সটল করা যাবে। আর টেকনোগুলো আপগ্রেড করা একটু কেমন জানি। কারণ কোনো পারসূট টেকনোর সর্বোচ্চ আপগ্রেডটি খরিদ করতে হলে আগে এর আগের সকল আপগ্রেড খরিদ করা লাগে। যা অনেক স্পিডপয়েন্টের গচ্ছা যায়। তাই সাবধানে আপগ্রেড চয়েস করতে হবে।

হেলিকপ্টারঃ

হেলিকপ্টার হচ্ছে একটি চরম টেকনো। হেলি যেকোনো রেস ইভেন্ট ধ্বংস করে দিতে পারে। আর তাইই, পুলিশ ক্যারিয়ারের সবচেয়ে দামী এবং প্রচুর পয়েন্ট খরচ করতে হয় এই হেলি পিছনে। আর হেলিগুলো অনেক সময় ধরেই ধাওয়াতে থাকে তাই সময় নিয়ে চিন্তা করতে হবে না। আর হেলির আপগ্রেড করলে একসময় হেলি থেকে কাটাঁতারের স্ট্রিপ ছোঁড়বে রেসারদের উদ্দেশ্যে! চরম! জাস্ট চরম!!

ইলেক্ট্রনিক ফিল্ডঃ

ইলেক্ট্রনিক ফিল্ড বা ESF হচ্ছে সবচেয়ে ভালো অফেনসিভ টেকনো। এটি সিঙ্গেল রেসারদের পাকড়াও করতে বেশ উপযোগী।

আর এটা আপগ্রেড করে এক সময় এক হবে যে, তুমি একটি রেসার গাড়িকে ধাক্কা দিলে এবং যেটি আরো দুটি রেসার গাড়িকে ধাক্কা দিতে নিজেও ধ্বংস হলো এবং বাকিদেরও ধ্বংস করলো! অনেকটা বাউন্সি বলের মতো!!

তবে ইলেক্ট্রনিক ফিল্ড যত আপগ্রেড করতে ততই এর রির্চাজ টাইম বাড়বে। তবে এর ব্যবহারে তোমার নিজের গাড়িটি অটো রিপেয়ার হয়ে যাবে যেটি একটি ভালো ফিচার।

ইএমপিঃ

প্রথম প্রথম দিকে ইএমপি তেমন কাজের আসবে না। তবে এটার আপগ্রেড করেও ভালো সুবিধা আদায় করে নেওয়া যায়। মিডিয়াম ডেমেজ লেভেলের এই ইএমপি সিঙ্গেল রেসারদের ধ্বংস করতে উপযোগী।

রোডব্লকঃ

সবচেয়ে বাজে এবং জঘন্য ফিচার এটি। কারণ ম্যাক্সিমাম রেসাররাই রোডব্লককে এড়িয়ে যেতে পারে। তাই অতিরিক্ত পয়েন্ট না থাকলে এই ফিচারটির আপগ্রেড না করাই ভালো।

শক র‌্যামঃ

দুঃখজনক হলেও সত্য যে যতই আপগ্রেড করো না কেন, শক র‌্যামের রেঞ্জ খুবই কম। তবে অন্যান্য টেকনোর চেয়ে কমদামী আপগ্রেড এগুলোর। তবে উন্নত আপগ্রেড করে এটা সুবিধা নেওয়া যেতে পারে। যেমন আকাশে হেলি থাকলে শক র‌্যাম ব্যবহার করতে পারো তুমি। এতে রেঞ্জের ভিতর গাড়িগুলোর হ্যান্ডেল স্টিল হয়ে যাবে মানে রেসার গাড়িগুলো ডানে-বামে মোড় নিতে পারবে না এবং রাস্তার সাইডে ক্র্যাশ খাবে আর উপর থেকে হেলি তার কাজ সহজেই করতে পারবে।

কাঁটাতারের স্ট্রিপঃ

স্পাইক স্ট্রিপ আমার পছন্দের একটি টেকনো। এটি নিড ফর স্পিড সিরিজের প্রথম থেকেই রয়েছে! আর এর ব্যবহার অনেক মজার।

উন্নত আপগ্রেড ইন্সটল করে মাল্টিপাই এবং আরো বেশি লম্বা স্পাইক স্ট্রিপ রাস্তার বসাতে পারো তুমি। তবে যতই আপগ্রেড করো না কেন, ভিকটিম কিছক্ষণের মধ্যেই তার চাকা সাড়িয়ে তুলতে পারবে তাই যা করার তাড়াতাড়িই করতে হবে।

Events

Rapid Responses

রেসার ক্যারিয়ারের টাইম ট্রয়াল ইভেন্টের মতোই এটি। নির্দিষ্ট সময়ের ভিতর নির্দিষ্ট অবস্থানে পুলিশ গাড়ি চালিয়ে যেতে হবে তোমায়। তবে গাড়িতে কোনো প্রকার ডেমেজ বা রাস্তার পাশে কিংবা ট্রাফিকের সাথে সংঘর্ষ হলে টাইম কমতে থাকবে আরো বেশি!! তাই সাবধানে গাড়ি চালিয়ে যেতে হবে আর সময়ের দিতে নজর রাখতে হবে।

Hot Pursuits

এখানে তোমাকে একটি সর্ম্পূণ রেস ইভেন্টের সকল রেসারদের ধ্বংস কিংবা গ্রেফতার করতে হবে। এখানে সময় দেওয়া থাকবে না তবে ফিনিস লাইনে যাবার আগেই সকল রেসারদের গ্রেফতার করতে হবে তোমায়। এই ইভেন্টে হেলিকপ্টার এর সর্বোচ্চ ব্যবহার করা যায়।

Interceptors

এই ইভেন্টের রাস্তা নির্দিষ্ট নয় নির্দিষ্ট হলো সময় আর উক্ত সময়ের ভিতরে উক্ত রেসারকে গ্রেফতার করতে হবে তোমায়। উল্লেখ্য যে, রেসারটি দক্ষ হবে অন্যান্য রেসারদের তুলনায় তাই ঝামেলা বেশি। আবার অন্যান্য ইভেন্টের তুলনায় এখানে তোমার গাড়ির ধাক্কায় রেসার গাড়িটি বেশি ডেমেজ হজম করবে।

Police cars types

গেমটিতে তিন ধরণের পুলিশ গাড়ি রয়েছে।

  • Patrol : অন্যান্য ক্যাটাগরির গাড়ির তুলনায় পাট্রল ক্যাটাগরির গাড়িদের একসেলেশন গতি প্রচুর তবে ডেমেজ বহন করার শক্তি অনেক কম এগুলোর।
  • Enforcer: পাট্রলের চেয়ে শক্তিশালী গাড়িগুলো এই ক্যাটাগরিতে রয়েছে। তবে এদের একসেলেশন গতি কম হলেও হাই স্পিড অবশ্যই বেশি।
  • Undercover: সিভিল ড্রেসে মানে পুলিশের স্ট্রিকার ছাড়াই এইসব উচ্চ গতির গাড়ি পাওয়া যাবে। আর এগুলো কনট্রোল সবচেয়ে ভালো। তবে এটার একসেলেশন , এবং ডেমেজ বহন করার ক্ষমতা সবচেয়ে কম। আর সবচেয়ে ভালো ফিচার হলো, এইসব গাড়ি চালিয়ে রেসাদের একদম কাছে যাওয়া যায়, কোনো প্রকার সর্তকতা ছাড়াই। যেহেতু এগুলো সিভিল পেইন্টে থাকে।

List of police cars

গেমটিতে আনলক এর অর্ডার অনুসারে সকল পুলিশ গাড়ির লিষ্ট দিলাম। রেসার ক্যারিয়ারের প্রায় সকল গাড়িই রয়েছে এখানে, তবে নতুন কিছু গাড়িও রয়েছে।

আশা করি নিড ফর স্পিড রাইভালস এর Walkthrough তোমাদের ভালো লেগেছে। গাইডটি শেষ করছি গেমটিতে কি কি এচিভমেন্ট সংগ্রহ করতে পারবে তুমি সেটা দিয়েঃ

  • হিট লেভেল ১০ : রেসার ক্যারিয়ারে হিট লেভেল ১০য়ে যেতে হবে
  • হিট লেভেল ৫ গ্রেফতার: পুলিশ ক্যারিয়ারে একজন ড্রাইভারকে গ্রেফতার করতে হবে যার হিট লেভেল ৫ এ রয়েছে।
  • ৫,৪,৩,২, ম্যাচ ১: রেসার কিংবা পুলিশ ক্যারিয়ারে টোটাল ৫০সেকেন্ড জাম্প দিতে হবে।
  • হিট লেভেল ৮ গ্রেফতারঃ পুলিশ ক্যারিয়ারে একজন ড্রাইভারকে গ্রেফতার করতে হবে যার হিট লেভেল ৮ এ রয়েছে।
  • বড় পয়েন্টস: রেসার কিংবা পুলিশ ক্যারিয়ারের যেকোনো ইভেন্টে ৫০ লাখ পয়েন্ট কিংবা এর বেশি সংগ্রহ করতে হবে! (মাথা খারাপ)
  • বন্ধু গ্রেফতার: নেটে মাল্টিপ্লেয়ারে খেলার সময় তোমার যেকোনো বন্ধু রেসার গাড়ি কে গ্রেফতার করতে হবে।
  • ৫০টি গ্রেফতার: পুলিশ ক্যারিয়ারে টোটাল ৫০টি রেসার গাড়ি গ্রেফতার করতে হবে
  • পুলিশ র‌্যাঙ্ক ৫: পুলিশ ক্যারিয়ারে ৫তম র‌্যাঙ্কে  যেতে হবে।
  • পুলিশ র‌্যাঙ্ক  ১০: পুলিশ ক্যারিয়ারে ১০তম র‌্যাঙ্কে  যেতে হবে।
  • পুলিশ র‌্যাঙ্ক  ২০: পুলিশ ক্যারিয়ারে ২০তম র‌্যাঙ্কে  যেতে হবে।
  • পুলিশ র‌্যাঙ্ক  ৪০: পুলিশ ক্যারিয়ারে ৪০তম  র‌্যাঙ্কে  যেতে হবে।
  • পুলিশ র‌্যাঙ্ক  ৬০: পুলিশ ক্যারিয়ারে ৬০তম র‌্যাঙ্কে যেতে হবে।
  • Deep Down, You Know You Want to: যেকোনো ক্যারিয়ারে যেকোনো Ford গাড়ি নিয়ে ৫০মিনিট ড্রাইভ করতে হবে
  • First National: তোমাকে প্রথম বারের জন্য হাইডআউটে (রেসার) কিংবা মোবাইল কমান্ড পোষ্টে (পুলিশ) স্পিডপয়েন্ট জমা রাখতে হবে। এটা অটোমেটিক ভাবে হবে।
  • বন্ধুর রেসঃ মাল্টিপ্লেয়ারে তোমার যেকোনো বন্ধুর সাথে একটি রেস ইভেন্ট খেলতে হবে।
  • গোল্ড মাষ্টারঃ সকল ক্যারিয়ার মিলিয়ে টোটাল ১০০টি গোল্ড মেডেল সংগ্রহ করতে হবে।
  • Lence n Rgstrtn pls: পুলিশ ক্যারিয়ারে Ford Shelby GT500 গাড়ি ব্যবহার করে ১০টি রেসার গাড়িকে ধ্বংস করতে হবে। (গ্রেফতার নয়)
  • মাল্টিপাইয়ারঃ রেসার ক্যারিয়ারে ১০গুণ মাল্টিপাইয়ারে যেতে হবে
  • প্রফেশনাল কালেক্টরঃ রেসার ক্যারিয়ারে ১০টি ভিন্ন ভিন্ন গাড়ি খরিদ করতে হবে।
  • আপগ্রেড মাষ্টারঃ পুলিশ ক্যারিয়ারের সকল পারসূট টেকনোলজির সকল আপগ্রেড খরিদ করতে হবে (পুরাই পাগলা)

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.ga / http://www.gamewala.cf / http://www.gamewala.ml  অথবা ডাইরেক্ট লিংক: http://www.gamewala.hostyd.com

ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Brother. Next Racer

jotil