সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের ৩য় পর্ব।
(প্রথমেই বলে নিচ্ছি এই টিউনে আপনি বড় কোন HD Games পাবেন না। পাবেন পিচ্চি পিচ্চি মজার গেমস)
Android এ FRUIT NINJA and SUBWAY SURFER খেলেনি এমন ব্যক্তি খুজে পাওয়া যাবে না। কিন্তু গেম দুটি PC তে খেলেছে এমন ব্যক্তি খুব কম আছে। তাই আজ সবার সাথে শেয়ার করলাম গেম দুটির pc version। (all MediaFire Link)
(কেউ যদি আগে এই গেম গুলো দিয়ে থাকেন তার জন্য দুঃখিত)
Extract করুন এবং খেলুন। Install দেয়া লাগবে না। তবে খেলার জন্য আপনার PC তে DirextX 9.0c install দেয়া থাকতে হবে। যদি না থাকে তবে নিচে থেকে Download করে নিন। গেমটিতে কোনো কিছু select করতে mouse এর left বাটন চেপে ধরে ব্লেড চালানোর মতো করে টান দিন।
OR
এই গেমটির download অনেক সময় block করে দেয়। তাই দুই জায়গায় upload করলাম। Extract করুন এবং install দিন। গেম গুলো pc তে খেলার জন্য কষ্ট করে DirextX 9.0c download করে নিন।
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ