গেমস জোন [পর্ব-২৪০] :: ফারক্রাই ৩ (২০১২) – Walkthrough (শেষ খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

দেরি হওয়ার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করেছি। ইদানিং গেমস জোনের সাইটের কাজ করার জন্যই দেরি হলো। আসলে আগে বুঝিনি সাইট নির্মাণ এবং চালানো তে এত ঝামেলা। প্রথমে ওর্য়াডপ্রেস ট্রাই করলাম, বাংলা আসে না তাই সেটা ডিলেট করে পরে PunBB, MyBB, phpBB, SMF সবই ট্রাই করে অবশেষে গেমস জোনের সাইটটি সাজালাম।

সাইটটি মূলত গেমসের ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। গেমস জোনের সাইট হলেও শুধুমাত্র এই বাংলা Walkthrough ছাড়া ফোরামে আর কোনো পোষ্ট পাবে না গেমস জোনের ।

চলো আজ ফারক্রাই ৩ গেমটির স্টোরিলাইন শেষ করে দেই!

Black Gold

  •  স্যামের সাথে কথা বলো
  •  স্যামকে সাথে নিয়ে ফুয়েল ডির্পোটে যাও
  •  ফুয়েল রির্জাভ মেইনটেন্স বিল্ডিংয়ে স্যামকে নিয়ে যাও
  •  স্যাম ফিরে আসার আগ পর্যন্ত পাইরেটদের সাথে যুদ্ধ করো
  •  সকল কিছু ধ্বংস হবে!! স্যামকে নিয়ে পালাও

ফারক্রাই ৩ গেমটির ৩৫তম মিশনে আমরা চলে এসেছি। গত মিশনে কমিউনিকেশন সেন্টার ধ্বংস করার পর আরো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হোয়েটের ৪টি ফুয়েল ডির্পোট উড়িয়ে দেবার পরিকল্পনা করেছে স্যাম। আর তাকে সাহায্য করবে তুমি।

৪টি ফুয়েল ডির্পোট সর্ম্পূণ তোমার নিজের মতো করে বেছে নিতে পারো, আগে কোনটায় যাবে আর পরে কোনটায় যাবে। তবে প্রথম ৩টিতে কম শত্রু মানে পাইরেট থাকবে আর শেষের টায় অতিরিক্ত মাত্রায় পাইরেট তোমাকে হত্যা করতে আসবে।

৪টি ফুয়েল ডির্পোট ধ্বংস করার পর স্যাম কে নিয়ে মেইনটেন্স বিল্ডিংয়ে যেতে হবে। এখানে স্যাম ফিরে না আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবং পাইরেটদের সাথে লড়তে হবে। আর এর জন্য গাড়ির Turret কে ব্যবহার করতে হবে তোমাকে।

স্যাম ফিরে আসার পর তাকে সাথে নিয়ে ক্যাম্প হতে বেরিয়ে যেতে হবে। এবার গাড়ি চালাবে স্যাম আর তোমায় গুলি করে করে ক্যাম্প হতে বেরিয়ে আসতে হবে। !!!

Aced in the Hole

এই মিশনে প্রবেশের আগে অবশ্যই তুমি গেমটি সেভ করে নিবে যদি তুমি দুইটা এন্ডিং দেখতে চাও তবে। কারণ এরপর আর ম্যানুয়ালি গেম সেভ করা যাবে না । স্যামের সাথে প্রবেশের আগে গেমটি থেকেও এইরকম সর্তকতা বার্তা দেখাবে তোমাকে।

স্যাম কে নিয়ে হোয়েটের সাথে তাস গেম খেলতে হবে তোমাকে। তাস আমি বুঝি না, তাই উল্টা পাল্টা খেললেও সমস্যা নেই (যদি তোমার কাছে হারার মতো টাকা থাকে)

তাস খেলার প্রথম পর্বের পরই তোমাকে চমকে দিয়ে স্যামকে গলায় ছুড়ি মেরে হত্যা করবে হোয়েট আর বলবে যে তোমাদের প্ল্যান হোয়েটের আগে থেকেই জানা ছিল।

এরই মধ্যেই আবার আরেক রাউন্ড খেলতে হবে তোমাকে। আর এই রাউন্ডের পরই তোমার বাম হাতের একটি আঙ্গুল কেটে নিবে হোয়েট!! ওহ!!

আর এর পর সময় এলো হোয়েটকে খুন করার। কুইক টাইম ইভেন্টের মাধ্যমে হোয়েটকে হত্যা করো এবং মিশন সাকসেসফুল।

Betting Against The House

  •  এয়ারপোর্টে রাইলিকে খুঁজে বের করো
  •  হেলিকপ্টারটিকে রক্ষা করো

মাত্র ২টা অবজেক্টটিভ!!! কিন্তু পুরো ফারক্রাই ৩ গেমের সবচেয়ে কঠিনতম মিশন হচ্ছে এটি!!

বাম হাতের একটি আঙ্গুল হারানোর পর এবার হোয়েটের ম্যানশন হতে তোমাকে এয়ারপোর্টে যেতে হবে তোমার ছোট ভাই মানে রাইলিকে উদ্ধার করার জন্য।

এয়ারপোর্টের বাম দিকের একেবারে শেষ লাল বিল্ডিং এর শেষ রুমে আছে। সেখান যেতে হলে অনেক পাইরেটের মোকাবেলা করে তোমাকে যেতে হবে।

রাইলিকে উদ্ধার করে তাকে নিয়ে তোমাকে হেলিক্পটারের মাধ্যমে পালাতে হবে। আর এটিই হচ্ছে কঠিনতম কাজ।

হেলিক্পটারের মাউন্টেন অস্ত্রের সাহায্যে তোমাকে পাইরেট, গাড়ি, বোট এবং পাইরেট হেলিক্পটার ধ্বংস করার সাথে সাথে নিজের হেলিক্পটারটিকে রক্ষা করতে হবে।

টিপস:

  •  প্রথমে গাড়িদের টার্গেট করো
  •  এরপর হেভি মেশিনগানদের টার্গেট করো
  •  আর চেষ্টা করবে তেলের ড্রামে গুলি করতে যাতে সেগুলো ব্রাষ্ট হয়
  •   ভালো কনট্রোলের জন্য মাউস সেন্সিভিটি বাড়িয়ে নিতে পারো।
  •  পাইরেট হেলিপ্টারগুলোকে তাড়াতাড়ি ধ্বংস করার জন্য তাদের পাইলটদের টার্গেট করতে হবে আগে
  •  আর একবার ফেইল হলেও একই ভাবে প্রাকটিস করতে থাকো। অবশ্যই মিশন পার করতে পারবে।

The Doctor Is Out

পুরাই সিনেমার টুয়িষ্টের মতো এই মিশন। যেখানে তোমাকে কিছুই করতে হবে না শুধুমাত্র একটি কাটসিন দেখা ছাড়া। এখানে দেখাবে যে তুমি রাইলিকে সাথে নিয়ে ডাক্তারের ম্যানশনে এসে দেখো যে চিত্রার লোকেরা তোমার বন্ধুদের ধরে নিয়ে গেছে এবং ডাক্তারকে গুরুতর আহত করে গেছে। আর ডাক্তার এর কি হয় তা গেমটি খেলেই দেখে নিও।

Hard Choices

  •   চিত্রার সাথে দেখা করো
  •  পছন্দমত অপশন নির্বাচন করো

হার্ড চয়েস নামটি এক্কেবারে পারফেক্ট এই মিশনটির জন্য।

তোমার বন্ধুদের খোঁজ নেবার জন্য রাইলিকে নিয়ে চিত্রার মন্দিরে যাও। আর মিশন শুরু হবে বিশাল একটি কাটসিন দিয়ে।

যেখানে চিত্রার কাছে তোমার ভালোবাসার (!!) পরীক্ষা দিতে হবে। চিত্রার সামনে যেতে একটি পাউডার তোমার মুখে মেরে তোমাকে অজ্ঞান করে দিবে সে। আর জ্ঞান ফিরার পর তুমি নিজেকে বাঁধা অবস্থায় পাব্ এবং একটি অগ্নিপথ দিয়ে সামনে তোমাকে এগিয়ে যেতে হবে । ‍

অগ্নিপথের একদম শেষে চিত্রা তোমার জন্য অপেক্ষা করছে। সেখান গিয়ে তার কাছ হতে ছুড়িটি E বাটন চেপে সংগ্রহ করো।

Save Your Friends Ending

তোমার বান্ধবী লিজার গলায় তুমি ছুড়ি ধরে আছো। আর তোমার কাছে তুমি অপশন।  মাউস বাটনের বাম বাটন চাপো Save Your Friends এন্ডিং এর জন্য।

এখানে জেসন লিজার বাঁধন খুলে দিবে, ডেইজির বাঁধন খুলতে থাকবে। আর পিছনে চিত্রা শক হয়ে দাড়িয়ে থাকবে আর বলবে “Why??”!

হঠাৎ ডেনিস আসবে এবং তোমার বেঈমানীর জন্য তোমাকে ছুড়ি দিয়ে মারতে আসবে আর তখনই চিত্রা তোমার সামনে এসে তোমাকে বাঁচাবে।

ফাইনাল রেজাল্টঃ

  •  চিত্রা মরলো
  •  তুমি তোমার বন্ধুদের নিয়ে আইল্যান্ড হতে চলে আসলে
  •  এরপর আইল্যান্ডে তুমি এক্সপ্লোর করতে পারবে না!

Join Citra Ending

লিজার গলায় ছুড়ি চালিয়ে তাকে হত্যার পর চিত্রার সাথে প্রথা সম্পন্ন করতে হবে তোমাকে। আর হল ১৮+ মিলন!!!

আর এরপরই চিত্রা হঠাৎ তোমার বুকে প্রাচীন ছুড়ি চালাবে এবং তুমি আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত হতে থাকবে।

ফাইনাল রেজাল্টঃ

  •  তুমি সহ তোমার সকল বন্ধু মরে যাবে
  •  চিত্রার পেটে তোমার বাচ্চা আসবে
  •  এরপরও তুমি দুই আইল্যান্ডে এক্সপ্লোর করতে পারবে “সুরভাইবর” হিসেবে!!

এই ছিলো ফারক্রাই ৩ এর মেইন মিশনগুলো। এগুলো ছাড়াও আরো অনেক সাইড মিশন রয়েছে। যেগুলো তুমি গেমটিতে খেলতে পারো।

আগামী Walkthrough তে জিটিএ ৫ গেমটি নিয়ে আসছি। অপেক্ষায় থাকো . . . . .

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
  • গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.ga অথবা ডাইরেক্ট লিংক: http://www.gamewala.hostyd.com

ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস