সবাইকে অনেক শুভেচ্ছা।
অনেক দিন ধরে ইচ্ছে ছিল ভুতের গেম বানাবো। তাও আবার Android User দের জন্যে। যারা Android মোবাইল কিনবা ট্যাবলেট ব্যবহারকারী। অনেক পরিশ্রমের পর অবশেষে আমার সেই ইচ্ছে বাস্তবে রুপ নিল। টেকটিউন রিডার দের জন্য উপহার দিলাম আমার বানানো প্রথম ভুতের গেইম। আশা করি আপনাদের ভাল লাগবে। এখন গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে Horror Game MIdnight Zombie Shooter 1.0.
বিবরণঃ গভীর রাত। আমাদের হিরো মানে প্লেয়ার মানে আপনি হারিয়েগেছেন গহীন এক জংগলে। শুধু জংগল বললে ভুল হবে এ এক ভুতুড়ে পরিবেশ। প্রতি মুহুরতে আপনার কাছে ছুটে আসছে অসংখ্য ভয়ানক Zombie আর Frankenstein। গেইমে আপনাকে দৌড়াতে হবে পালাতে হবে লাফাতে হবে। ও আর গেইম টা আরো ভয়ানক করে দেয় একটা ভৌতিক গাড়ি। আপনাকে চাপা দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। আপনাকে এই ভয়ানক অবস্থা থেকে বাচতে হবে আর লেভেল ক্লিয়ার করতে হবে। ও আর কয়েন কালেক্ট করতে ভুলবেন না। ওগুলা স্কোর বাড়াতে সাহায্য করবে।
ফ্রী ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে
আমার প্রথম প্রয়াস বাংলাদেশী ভাই বোন দের জন্য তাই ক্ষমা করবেন এবং ভালো রেটিং রিভিউ দিবেন।
গেইম টি ওয়েব সাইট এও খেলতে পারবেন তবে Android এর মতন আমেজ পাবেন না
ওয়েব সাইট এ খেলতে হলে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
সবাইকে আবারো অনেক শুভেচ্ছা ও সালাম জানাই।
আমি ajkernaari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।